ETV Bharat / city

SSKM-এ বন্ধ ইমারজেন্সিও, রাস্তায় শুয়ে বিক্ষোভ রোগীর পরিজনদের

অবিলম্বে চিকিৎসা পরিষেবা শুরু দাবিতে হরিশ মুর্খাজি রোড ও AJC বোস রোড ক্রসিংয়ে অবরোধ করেন SSKM-এ আসা রোগীর পরিজনরা।

SSKM হাসপাতাল চত্বর
author img

By

Published : Jun 12, 2019, 9:55 AM IST

কলকাতা, 12 জুন : চিকিৎসকদের কর্মবিরতির জের । SSKM-এ বন্ধ আপদকালীন পরিষেবা । সেই সঙ্গে বন্ধ বহির্বিভাগ । চিকিৎসা পরিষেবা অবিলম্বে চালুর দাবিতে হঠাৎ করেই হরিশ মুখার্জি রোড ও AJC বোস রোড ক্রসিংয়ে অবরোধ শুরু করেন রোগীর পরিজনরা । পরে পুলিশের হস্তক্ষেপে উঠল অবরোধ ।

আজ সকালে হাসপাতালে এসে রোগী ও তাঁর পরিজনরা দেখেন বহির্বিভাগ বন্ধ । পাশাপাশি রোগীর পরিবারের অভিযোগ, ইমারজেন্সি পরিষেবাও বন্ধ করে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ । এই বিষয়ে কথা বলতে গেলে ইমারজেন্সির সামনে থাকা পুলিশের সঙ্গে বচসা বাঁধে রোগীর পরিজনদের । এরপর সকাল পৌনে 9টা নাগাদ হরিশ মুর্খাজি রোড ও AJC বোস রোড ক্রসিংয়ে অবরোধ শুরু করেন তাঁরা ।

রোগীর পরিজনদের অবরোধের জেরে AJC বোস রোডে যানজট তৈরি হয় । নাকাল হন নিত্যযাত্রীরা । কিন্তু চিকিৎসা পরিষেবা শুরুর দাবিতে রোগীর পরিজনরা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ তাদের হটিয়ে দেয় । ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে ।

কলকাতা, 12 জুন : চিকিৎসকদের কর্মবিরতির জের । SSKM-এ বন্ধ আপদকালীন পরিষেবা । সেই সঙ্গে বন্ধ বহির্বিভাগ । চিকিৎসা পরিষেবা অবিলম্বে চালুর দাবিতে হঠাৎ করেই হরিশ মুখার্জি রোড ও AJC বোস রোড ক্রসিংয়ে অবরোধ শুরু করেন রোগীর পরিজনরা । পরে পুলিশের হস্তক্ষেপে উঠল অবরোধ ।

আজ সকালে হাসপাতালে এসে রোগী ও তাঁর পরিজনরা দেখেন বহির্বিভাগ বন্ধ । পাশাপাশি রোগীর পরিবারের অভিযোগ, ইমারজেন্সি পরিষেবাও বন্ধ করে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ । এই বিষয়ে কথা বলতে গেলে ইমারজেন্সির সামনে থাকা পুলিশের সঙ্গে বচসা বাঁধে রোগীর পরিজনদের । এরপর সকাল পৌনে 9টা নাগাদ হরিশ মুর্খাজি রোড ও AJC বোস রোড ক্রসিংয়ে অবরোধ শুরু করেন তাঁরা ।

রোগীর পরিজনদের অবরোধের জেরে AJC বোস রোডে যানজট তৈরি হয় । নাকাল হন নিত্যযাত্রীরা । কিন্তু চিকিৎসা পরিষেবা শুরুর দাবিতে রোগীর পরিজনরা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ তাদের হটিয়ে দেয় । ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.