ETV Bharat / city

দুর্নীতি রুখতে এবার প্য়াকেটে খাদ্য সামগ্রী রেশনে - দুর্নীতি রুখতে এবার প্য়াকেটে খাদ্য সামগ্রী

রেশন দোকানের ভিড় ও দুর্নীতি রুখতে এবার প্যাকেটে খাদ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নবান্নের।

Ration shops distribute food in packets
রেশনে
author img

By

Published : Apr 18, 2020, 11:24 PM IST

Updated : Apr 19, 2020, 11:33 AM IST

কলকাতা, 18 এপ্রিল: রেশন দোকানের লম্বা লাইন ও দুর্নীতি রুখতে নতুন পরিকল্পনা নিল রাজ্য সরকার। এবার থেকে রেশন গ্রাহকরা প্যাকেটের মাধ্যমে পাবেন চাল, গম সহ প্রাপ্য খাদ্য সামগ্রী। শনিবার নবান্ন থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় এবার রাজ্যজুড়ে রেশন দোকানে কার্যকর হবে এই নিয়ম।

কোরোনা রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। এর ফলে কাজ হারিয়েছেন দিন আনা, দিন খাওয়া মানুষ। তাঁদের কথা ভেবেই আগামী ছয় মাসের রেশন সামগ্রী বিনামূল্যে দিচ্ছে সরকার। এদিকে এই ঘোষণার পরেই রেশনের লাইনে জমেছে ভিড়। থাকছে না সামাজিক দূরত্বের বালাই। রেশন লাইনের সেই ভিড় ঠেকাতে নাভিশ্বাস উঠছে প্রশাসনের। অন্যদিকে, রেশন সরবরাহ নিয়ে উঠেছে একাধিক দুর্নীতির অভিযোগ। কোথায় খাদ্য সামগ্রী কম দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সাধারণ মানুষ, কোথায় বা রেশন দোকান না খোলারও অভিযোগ এসেছে। সব মিলিয়ে বিড়ম্বনায় পড়েছে রাজ্য সরকারের খাদ্য দপ্তর। অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । এমনকী ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি সরিয়ে দেন খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে।

তবে, রেশন দোকানের সমস্যার সমাধানে শেষ পর্যন্ত প্যাকেটেের সিদ্ধান্ত হয়। রেশন দোকানগুলিতে যাতে লম্বা লাইন না হয় এবং দুর্নীতির সুযোগ কমে, সে কথা মাথায় রেখেই এবার খাদ্য সামগ্রী প্যাকেট করে বিলি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে রেশন ডিলার আগে থেকে প্যাকেট তৈরি করে রেখে দেবে। গ্রাহক দোকানে এলে চাল, গম ও অন্যান্য সামগ্রীর সেই প্যাকেট তার হাতে তুলে দেওয়া হবে।

কলকাতা, 18 এপ্রিল: রেশন দোকানের লম্বা লাইন ও দুর্নীতি রুখতে নতুন পরিকল্পনা নিল রাজ্য সরকার। এবার থেকে রেশন গ্রাহকরা প্যাকেটের মাধ্যমে পাবেন চাল, গম সহ প্রাপ্য খাদ্য সামগ্রী। শনিবার নবান্ন থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় এবার রাজ্যজুড়ে রেশন দোকানে কার্যকর হবে এই নিয়ম।

কোরোনা রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। এর ফলে কাজ হারিয়েছেন দিন আনা, দিন খাওয়া মানুষ। তাঁদের কথা ভেবেই আগামী ছয় মাসের রেশন সামগ্রী বিনামূল্যে দিচ্ছে সরকার। এদিকে এই ঘোষণার পরেই রেশনের লাইনে জমেছে ভিড়। থাকছে না সামাজিক দূরত্বের বালাই। রেশন লাইনের সেই ভিড় ঠেকাতে নাভিশ্বাস উঠছে প্রশাসনের। অন্যদিকে, রেশন সরবরাহ নিয়ে উঠেছে একাধিক দুর্নীতির অভিযোগ। কোথায় খাদ্য সামগ্রী কম দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সাধারণ মানুষ, কোথায় বা রেশন দোকান না খোলারও অভিযোগ এসেছে। সব মিলিয়ে বিড়ম্বনায় পড়েছে রাজ্য সরকারের খাদ্য দপ্তর। অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । এমনকী ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি সরিয়ে দেন খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে।

তবে, রেশন দোকানের সমস্যার সমাধানে শেষ পর্যন্ত প্যাকেটেের সিদ্ধান্ত হয়। রেশন দোকানগুলিতে যাতে লম্বা লাইন না হয় এবং দুর্নীতির সুযোগ কমে, সে কথা মাথায় রেখেই এবার খাদ্য সামগ্রী প্যাকেট করে বিলি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে রেশন ডিলার আগে থেকে প্যাকেট তৈরি করে রেখে দেবে। গ্রাহক দোকানে এলে চাল, গম ও অন্যান্য সামগ্রীর সেই প্যাকেট তার হাতে তুলে দেওয়া হবে।

Last Updated : Apr 19, 2020, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.