ETV Bharat / city

ভবানীপুরে জলের নমুনায় মেলেনি বিষক্রিয়া, জানালেন ফিরহাদ - 73 নম্বর ওয়ার্ড

ভবানীপুরের 73নং ওয়ার্ডের শ্রমিক আবাসনের জলে কোনওরকম দূষণ পাওয়া যায়নি ৷ জলের নমুনা সংগ্রহের পর আজ সেই রিপোর্ট পেশ করে এমনটাই জানালেন কলকাতা পৌরনিগেমর মুখ্য় প্রশাসক ফিরহাদ হাকিম ৷ জলের নমুনায় কোনও বিষক্রিয়ায় পাওয়া যায়নি ৷

No toxins found in the water sample in bhawanipur says firhad hakim
ভবানীপুরে জলের নমুনায় মেলেনি বিষক্রিয়া, জানালেন ফিরহাদ হাকিম
author img

By

Published : Mar 17, 2021, 8:47 PM IST

কলকাতা, 17 মার্চ : ভবানীপুর এলাকায় 73 নম্বর ওয়ার্ডের জলের বিষক্রিয়া নিয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করলেন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। যে রিপোর্টের জলে বিষক্রিয়ায় মৃত্যু হয়নি বলে জানানো হয়েছে ৷ তিনি জানিয়েছেন কোনও কারণে প্রথমে হয়তো শ্রমিক আবাসনের ট্যাংকের জল দূষিত হয়ে থাকতে পারে । তবে সেই জল থেকে কারও মৃত্যু হয়নি। পরেরদিনই কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে সেই জল পরিষ্কার করে দেওয়া হয়েছে । সেই সঙ্গেই পরদিন পরিশোধিত পানীয় জল শ্রমিক আবাসনে পাঠানো হয়েছে।

ভবানীপুরে জলের নমুনায় মেলেনি বিষক্রিয়া, জানালেন ফিরহাদ হাকিম
জল দূষিত হলেও, জল পান করে মৃত্যু হয়নি ব্যাখ্যা কলকাতা পৌর নিগমের । দক্ষিণ কলকাতার 73 নম্বর ওয়ার্ডে কলকাতা পৌরনিগমের শ্রমিক আবাসনে দূষিত জল থেকে মৃত্যুর অভিযোগে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। আতঙ্কে জল কিনে খাচ্ছেন অনেকেই ৷ যদিও কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে দু’বেলাই জলের গাড়ি পাঠানো হচ্ছে ওই এলাকায়। দূষিত জল পান করে ইতিমধ্যে দু’জন মারা গেছে এমন অভিযোগ উঠেছে কলকাতা পৌর নিগমের বিরুদ্ধে। কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক জানিয়েছেন রিপোর্টে দেখা গেছে কলকাতা পৌরনিগম জলের নমুনা সংগ্রহ করেছে তাতে দূষণ নেই।
No toxins found in the water sample in bhawanipur says firhad hakim
ভবানীপুরের জলের নমুনার রিপোর্ট


আরও পড়ুন : পৌরনিগমের জলে বিষক্রিয়ায় ফের এক শিশুর মৃত্যুর অভিযোগ


রিপোর্ট পেশ করার পাশাপাশি ফিরহাদ হাকিম জানিয়েছেন, যাঁরা মারা গেছেন, তাঁরা অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগছিলেন । ডেথ সার্টিফিকেট তা স্পষ্ট লেখা রয়েছে । সেই সঙ্গে কলকাতা পৌরনিগমের জল দফতরের ডিজি জানিয়েছেন, ইতিমধ্যেই এলাকার সমস্ত পাইপলাইনগুলি পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত কোথাও লিকেজ বা জলে বিষক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি। ইতিমধ্যেই শ্রমিক আবাসনসহ আলিপুর সংশোধনাগারের জলের ট্যাংক পরিষ্কার করা হয়েছে। তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কোনও কারণে একটি এলাকায় জল দূষিত হতে পারে । তার জন্য মানুষ অসুস্থ হতে পারেন, কিন্তু সেই জল থেকে মৃত্যুর কোনও সম্ভাবনা নেই।

কলকাতা, 17 মার্চ : ভবানীপুর এলাকায় 73 নম্বর ওয়ার্ডের জলের বিষক্রিয়া নিয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করলেন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। যে রিপোর্টের জলে বিষক্রিয়ায় মৃত্যু হয়নি বলে জানানো হয়েছে ৷ তিনি জানিয়েছেন কোনও কারণে প্রথমে হয়তো শ্রমিক আবাসনের ট্যাংকের জল দূষিত হয়ে থাকতে পারে । তবে সেই জল থেকে কারও মৃত্যু হয়নি। পরেরদিনই কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে সেই জল পরিষ্কার করে দেওয়া হয়েছে । সেই সঙ্গেই পরদিন পরিশোধিত পানীয় জল শ্রমিক আবাসনে পাঠানো হয়েছে।

ভবানীপুরে জলের নমুনায় মেলেনি বিষক্রিয়া, জানালেন ফিরহাদ হাকিম
জল দূষিত হলেও, জল পান করে মৃত্যু হয়নি ব্যাখ্যা কলকাতা পৌর নিগমের । দক্ষিণ কলকাতার 73 নম্বর ওয়ার্ডে কলকাতা পৌরনিগমের শ্রমিক আবাসনে দূষিত জল থেকে মৃত্যুর অভিযোগে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। আতঙ্কে জল কিনে খাচ্ছেন অনেকেই ৷ যদিও কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে দু’বেলাই জলের গাড়ি পাঠানো হচ্ছে ওই এলাকায়। দূষিত জল পান করে ইতিমধ্যে দু’জন মারা গেছে এমন অভিযোগ উঠেছে কলকাতা পৌর নিগমের বিরুদ্ধে। কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক জানিয়েছেন রিপোর্টে দেখা গেছে কলকাতা পৌরনিগম জলের নমুনা সংগ্রহ করেছে তাতে দূষণ নেই।
No toxins found in the water sample in bhawanipur says firhad hakim
ভবানীপুরের জলের নমুনার রিপোর্ট


আরও পড়ুন : পৌরনিগমের জলে বিষক্রিয়ায় ফের এক শিশুর মৃত্যুর অভিযোগ


রিপোর্ট পেশ করার পাশাপাশি ফিরহাদ হাকিম জানিয়েছেন, যাঁরা মারা গেছেন, তাঁরা অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগছিলেন । ডেথ সার্টিফিকেট তা স্পষ্ট লেখা রয়েছে । সেই সঙ্গে কলকাতা পৌরনিগমের জল দফতরের ডিজি জানিয়েছেন, ইতিমধ্যেই এলাকার সমস্ত পাইপলাইনগুলি পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত কোথাও লিকেজ বা জলে বিষক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি। ইতিমধ্যেই শ্রমিক আবাসনসহ আলিপুর সংশোধনাগারের জলের ট্যাংক পরিষ্কার করা হয়েছে। তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কোনও কারণে একটি এলাকায় জল দূষিত হতে পারে । তার জন্য মানুষ অসুস্থ হতে পারেন, কিন্তু সেই জল থেকে মৃত্যুর কোনও সম্ভাবনা নেই।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.