কলকাতা, 1 জুলাই: সম্প্রতি কিছু ঘটনার ফলে এ বার লালবাজারের শতাব্দী প্রাচীন সেন্ট্রাল লকআপের ভোল বদলাতে চলেছে (Lal Bazar Central Lockup)। পাশাপাশি বদলে যাচ্ছে বেশ কিছু নিয়মকানুন । চালু হচ্ছে লকার ব্যবস্থা ৷
শহরের বুকে আইন অমান্য থেকে শুরু করে যাবতীয় মিটিং-মিছিল করার সময় পুলিশ কর্মীদের সঙ্গে আইন অমান্যকারীদের ধস্তাধস্তির পর একাধিক নেতানেত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মী সমর্থকদের তাৎক্ষণিক গ্রেফতারের পর নিয়ে যাওয়া হয় লালবাজার সেন্ট্রাল লকআপে । পরে সেখান থেকে জামিনে মুক্তি দেওয়া হয় তাঁদের ।
কিন্তু সম্প্রতি একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে শহরে আইন-শৃঙ্খলার অবনতি হলে গ্রেফতার করা হয় বিক্ষোভকারী নেতানেত্রীদের ৷ তাঁরা লালবাজারের সেন্ট্রাল লকআপের ভিতরে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে সেখানেই তাঁদের রাগ প্রতিবাদ উগরে দেন । আবার অনেকে আবৃত্তি ও প্রতিবাদী গানও শুরু করে দেন । তাছাড়াও সম্প্রতি বেশকিছু এসএসসি চাকরি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, গ্রেফতারির পর তাঁদের লালবাজারের সেন্ট্রাল লকআপ-এ নিয়ে যাওয়া হলে তাঁরা কয়েদিদের বালিশ, কম্বল ছিঁড়ে নষ্ট করেন ৷ এ বার এইসব কথাকে মাথায় রেখে এবং নিরাপত্তার কারণে লালবাজার সেন্ট্রাল লকআপের বেশ কিছু নিয়মকানুন বদলে যাচ্ছে বলে জানিয়েছে লালবাজার (New rules to be imposed in Lal bazar central lockup)।
আরও পড়ুন: অপরাধীদের ধরতে বিশেষ অ্যাপ লালবাজারের
লালবাজার সূত্রের খবর, এতদিন সেন্ট্রাল লকআপে যাঁদেরকে তাৎক্ষণিক গ্রেফতার করে আনা হত, তাঁদের সঙ্গে তাঁদের মোবাইল ফোন মানিব্যাগ-সহ বিভিন্ন জিনিসপত্র নিয়েই সেন্ট্রাল লকআপে ঢোকানো হত । কিন্তু এখন থেকে আর তা নয় । জানা গিয়েছে, লালবাজার সেন্ট্রাল লকআপের বাইরে তৈরি করা হয়েছে একাধিক লকার রুম । এ বার গ্রেফতারের পর বিভিন্ন ব্যক্তিকে সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়ার আগে তাঁদের মানিব্যাগ, মোবাইল ফোন-সহ যাবতীয় জিনিসপত্র সংশ্লিষ্ট লকারে রাখা হবে । অর্থাৎ গ্রেফতার হওয়া নেতানেত্রীরা বা কর্মী সমর্থকরা এ বার থেকে আর মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী নিয়ে লকআপে প্রবেশ করতে পারবেন না । যদিও এ বিষয়ে কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, শুধুমাত্র এই কারণে নয়, নিরাপত্তা জনিত কারণের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Kolkata police)।