কলকাতা, 6 মার্চ : মঙ্গলবার নয়া রাজ্য কমিটি গঠনে বৈঠকে বসছে তৃণমূল কংগ্রেস (TMC will hold a meeting to form new state committee on Tuesday) । নজরুল মঞ্চে এই বৈঠক অনুষ্ঠিত হবে । এই বৈঠক থেকেই সম্প্রতি রাজ্যের 103 পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলের তরফে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চের এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সহ-সভাপতি পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সবচেয়ে বড় কথা, যে সকল পৌরসভাগুলি ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে সেখানে বোর্ড গড়তে কি নির্দলদের সমর্থন নেওয়া হবে, নাকি দল এই নির্দলদের নিয়ে অন্য কিছু ভাবছে । সবটাই মঙ্গলের বৈঠকে স্পষ্ট হওয়ার সম্ভাবনা ।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বা রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আগেই বলেছিলেন নির্দলদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী । তবে এখনও পর্যন্ত নির্দলদের ফিরিয়ে নেওয়ার বিষয়েও কোনও সিদ্ধান্ত হয়নি । মঙ্গলবারের বৈঠক ইস্যুতে দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, কমিটি নির্ধারণে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের নেতাদেরও বাড়তি গুরুত্ব দেওয়া হতে পারে । লোকসভা ও বিধানসভায় বিজেপি উত্তরবঙ্গে ভাল ফল করলেও সদ্যসমাপ্ত পৌর নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির । এই অবস্থায় সংগঠনকে ঢেলে সাজাতে উত্তরবঙ্গের নেতারা বাড়তি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে ।
আরও পড়ুন : পৌর নির্বাচনে তৃণমূলের বিশাল সাফল্যের পর কেন নীরব অভিষেক ?
পাশাপাশি রাজ্য কমিটিতে একাধিক নতুন মুখ দেখতে পাওয়ারও ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে ৷ যেহেতু রাজ্য কমিটি থেকে একাধিক নেতা-নেত্রীকে জাতীয় কমিটিতে নিয়ে যাওয়া হয়েছে তাই নতুনদের সুযোগ দিয়ে পরবর্তীতে দলের মুখ বানানোর ভাবনায় ঘাসফুল শিবির। যদিও চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচনের কাজটা এতটা সহজ হবে না বলেই মনে করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । এ ব্যাপারে সন্তর্পণে পা না-ফেললে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হওয়ার আশঙ্কা থাকছে । সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা পৌরসভা পিছু তিনজনের নাম দলনেত্রীর কাছে পাঠাচ্ছেন । এদের মধ্যে থেকে দু'জনকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসাবে বেছে নেবেন মুখ্যমন্ত্রী । অন্যদিকে, তৃতীয় যিনি থাকবেন তাকেও পৌরসভায় বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে ।