কলকাতা,17 ফেব্রুয়ারি : প্রথমে গেট, তারপর স্মার্ট কার্ড । কলকাতা মোট্রোর সবেতেই আধুনিকতা ও ব্র্যান্ডিং-এর ছোঁয়া । এবার এর সঙ্গে যুক্ত হল কামরার ভিতরের হ্যান্ডেল বা হাতোল ৷
বৃহস্পতিবার কলকাতা মেট্রোর (Kolkata Metro Rail) তরফে জানানো হয়েছে, এক বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে মেট্রো রেলের রেকের হাতোল বা ব্র্যান্ড চেনও ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করা হবে । এখনও পর্যন্ত মেট্রোর 12টি রেকের হ্যান্ডেল চেনে লাগানো হয়েছে এই বেসরকারি সংস্থার বিজ্ঞাপন । পাইলট প্রজেক্টের জন্য মেট্রোর 12টি এসি রেকের কোচের হ্যান্ডেল এই বিজ্ঞাপন বসানো হয়েছে৷ এরপর আরও 11টি রেকেও এগুলি বসানো হবে ৷
আরও পড়ুন : উৎসবের নামে ক্যাফেতে 'তোলাবাজি', পুলিশের জালে পাঁচ অভিযুক্ত
এর আগেও নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের বিভিন্ন জায়গা ব্র্যান্ডিং এর জন্য ব্যবহার করা হয়েছে । প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন । তাই কোনও সংস্থা মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন দিতে পারলে তা পৌঁছে যাবে লক্ষ লক্ষ যাত্রীর কাছে । তাই বাড়ছে মেট্রোরেলকে সঙ্গী করে এই প্রচারের ব্যবহার ৷