কলকাতা, 19 নভেম্বর : একুশের নির্বাচনকে সামনে রেখে আরও একটি জনসংযোগ কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস । নাম "বঙ্গধ্বনি" । 29 নভেম্বর রাসযাত্রায় এই কর্মসূচির সূচনা করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গোটা কর্মসূচির পরিকল্পনা ও তত্ত্বাবধানে রয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা ।
"দিদিকে বলো" এবং "বাংলার গর্ব মমতা" কর্মসূচির মাধ্যমে একদম কর্পোরেট কায়দায় তৃণমূলের সর্বস্তরের নেতা-নেত্রীদের দিয়ে জনসংযোগ করিয়েছিল ওই সংস্থা । সাফল্যও এসেছিল। আর এবার সামনে বিধানসভা ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আরও একটি জনসংযোগ কর্মসূচি নিতে চলেছে তারা । সেইমতো 29 নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির সূচনা করতে পারেন ।
সূত্রের খবর, "বঙ্গধ্বনি"-র মাধ্যমে বাংলা ও বহিরাগত তত্ত্বকে তুলে ধরতে চাইছে তৃণমূল নেতৃত্ব । ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে তৈরি হচ্ছে ব্যানার । তাতে লেখা থাকছে "বহিরাগতরা নয়, বাংলা চালাবে বাংলার মানুষ ।"
এক প্রবীণ তৃণমূল নেতা জানিয়েছেন, "শুধু তৃণমূল নেতা এবং কর্মীরাই নন, এই একমাসব্যাপী দীর্ঘ কর্মসূচিতে প্রশান্ত কিশোরের সংস্থার সদস্যরাও দলীয় নেতাদের সাহায্য করবেন । প্রবীণ মন্ত্রী এবং দলের নেতারা রাজ্যের বিভিন্ন অংশে কর্মসূচিতে অংশ নেবেন । বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের পাশাপাশি ছোটো ছোটো সভাও করা হবে ।"