কলকাতা, 8 নভেম্বর : বাড়তি ভিড় সামাল দিতে আরও 6টি স্পেশাল ট্রেন চালানোর সিন্ধান্ত নিল পূর্ব রেল । নতুন 6টি ট্রেনই ওয়ান-ওয়ে স্পেশাল, সম্পূর্ণভাবে সংরক্ষিত । এই ট্রেনগুলির টিকিটের ক্ষেত্রে কোনও ধরণের কনসেশন লাগু হবে না, জানিয়েছে পূর্ব রেল ৷ ট্রেনগুলি হল---
03105 কলকাতা-সোনপুর ওয়ান-ওয়ে স্পেশাল ট্রেন ৷ এটি নৈহাটি দিয়ে যাতায়াত করবে । ট্রেনটি কলকাতা স্টেশন থেকে 10 নভেম্বর বেলা 1টা 20 মিনিটে ছাড়বে ৷ পরের দিন 2টো বেজে 30 মিনিটে সোনপুর পৌঁছাবে । ট্রেনটি যাওয়ার পথে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঁঝাঁ, গিধাউর, জামুই, কিউল, বাঢ়িয়া, বারাউনি, বিদ্যাপতিধাম, মহিউদ্দিননগর, সাহাপুর পাটরি, মেহেনার রোড, দিশারী, অক্ষয়ভাটনগর ও হাজিপুর স্টেশন হয়ে যাবে । আগামী 8 নভেম্বর সকল 8টা থেকে পাওয়া যাবে টিকিট ।
03157 কলকাতা বেতিয়া স্পেশাল ট্রেন ৷ নৈহাটি হয়ে যাবে । ট্রেনটি 12 নভেম্বর কলকাতা স্টেশন থেকে রাত 8টা 55 মিনিটে ছেড়ে পরের দিন 12টার সময় পৌঁছবে গন্তব্যে । যাওয়ার পথে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, কিউলি, লক্ষীসরাই, বারাউনি, দলসিং সরাই, সমসটিপুর, মুজাফফরপুর, চকিয়া, বাপুধাম মতিহারি ও সাগাউলি জংশন স্টেশন হয়ে যাবে । 9 নভেম্বর সকাল 8টা থেকে টিকিট বুকিং শুরু হবে ।
03055 হাওড়া বেতিয়া ওয়ান-ওয়ে স্পেশাল ট্রেন ৷ এই ট্রেনটি 13 নভেম্বর রাত 9টায় হাওড়া থেকে ছেড়ে পরের দিন 12টার সময় বেটিয়া পৌছবে । যাওয়ার পথে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঁঝাঁ, কিউল, লক্ষ্মী সরাই, বারাউনি, দলসিং সরাই, সমষ্টিপুর, মোজাফফরপুর, চাকিয়া, বাপুধাম মতিহারি ও সাগাউলি জংশন স্টেশনে থামবে ।
03053 হাওড়া খাগারিয়া ওয়ান-ওয়ে স্পেশাল । 13 নভেম্বর রাত 10টার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়বে ৷ পরের দিন বেলা 11টার সময় খাগারিয়া পৌঁছাবে। যাওয়ার পথে ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, কিউল, বারাউনি ও বেগুসারাই স্টেশনে থামবে । 10 নভেম্বর সকাল 8টা থেকে টিকিট বুকিং করা যাবে ।
এছাড়াও 03501 আসানসোল পূর্ণিয়া স্পেশাল ট্রেন ও 03403 ভাগলপুর দ্বারভাঙা স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল ৷