ETV Bharat / city

Republic Day Netaji Tableau : সাধারণতন্ত্র দিবসে রেড রোডে নামছে নেতাজির ট্যাবলো, প্রস্তুতি তুঙ্গে

শেষ মুহূর্তে চলছে নেতাজির ট্য়াবলো তৈরির কাজ (Netaji Tableau Preparation for Republic Day) ৷ মঙ্গবারের মধ্যে ট্যাবলো সম্পূর্ণ হয়ে যাবে বলে জানা গিয়েছে ৷ 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে রেড রোডে নেতাজির ট্যাবলো নামাবে রাজ্য সরকার (Republic Day Netaji Tableau) ৷

Netaji Tableau Preparation for Republic Day
Netaji Tableau Preparation for Republic Day
author img

By

Published : Jan 24, 2022, 5:16 PM IST

কলকাতা, 24 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে নেতাজির ট্যাবলো বাদ পড়া নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি ৷ যা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছে ৷ এই পরিস্থিতিতে সাধারণতন্ত্র দিবসে রেড রোডে নেতাজি ও এনআইএ’কে নিয়ে ট্যাবলো নামাবে রাজ্য সরকার ৷ নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজপথে নামতে চলা সেই ট্য়াবলো তৈরির কাজ চলছে জোরকদমে (Netaji Tableau Preparation for Republic Day) ৷

ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুর উল্টোদিকে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ওই ট্যাবলো তৈরির কাজ চলছে (Republic Day Netaji Tableau) ৷ এই ট্যাবলোর সামনে ও পিছনে নেতাজির 2টি মূর্তি থাকবে ৷ যে মূর্তি দু’টি কুমারটুলিতে তৈরি করা হয়েছে ৷ এর মধ্যে একটি আবক্ষ মূর্তি এবং আরেকটি পূর্ণাবয়ব ৷ গত 18 ডিসেম্বর থেকে ধাপে এই ট্যাবলো তৈরি করা হচ্ছে ৷ নেতাজি ছাড়াও, ট্যাবলোতে গান্ধিজী, কবি নজরুল ইসলাম, বিবেকানন্দ, মাতঙ্গিনী হাজরা এবং মাস্টারদা সূর্য সেনের ছবি থাকবে ৷

ট্যাবলোর দু’পাশে ‘জয়তু নেতাজি’ লেখা থাকবে ৷ আর ট্যাবলোর মাঝে পড়ুয়ারা থাকবে ৷ যারা নেতাজিকে স্মরণ করবে ৷ ট্যাবলোর উপরে থাকছে একটি জায়ান্ট স্ক্রিন ৷ সেটিতে নেতাজির জীবনের বিভিন্ন অংশ তুলে ধরা হবে বলে জানা গিয়েছে ৷

সাধারণতন্ত্র দিবসে রেড রোডে নেতাজির ট্যাবলো, জোরকদমে চলছে কাজ

আরও পড়ুন : Birth Anniversary of Netaji : ছুটি নয়, বেশি করে কাজ করুন; নেতাজির জন্মদিনে বার্তা সুকান্তের

এর পাশাপাশি কলকাতা পুলিশের তরফে করোনা পরিস্থিতিতে জনসচেতনতায় মাস্ক পরার বার্তা দিয়ে একটি ট্যাবলো তৈরি করা হচ্ছে ৷ যে ট্যাবলোর সামনে থাকছে মাস্ক পরার বার্তা ৷ থাকবে মুখ্যমন্ত্রীর ছবি ৷ ট্যাবলোয় সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা দিয়েছে কলকাতা পুলিশ ৷ এদিন দুপুর পর্যন্ত দু’টি ট্যাবলোই 60% তৈরি হয়েছে ৷ আশা করা যাচ্ছে, আগামিকালের মধ্যে ট্যাবলো দু’টি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে ৷

কলকাতা, 24 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে নেতাজির ট্যাবলো বাদ পড়া নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি ৷ যা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছে ৷ এই পরিস্থিতিতে সাধারণতন্ত্র দিবসে রেড রোডে নেতাজি ও এনআইএ’কে নিয়ে ট্যাবলো নামাবে রাজ্য সরকার ৷ নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজপথে নামতে চলা সেই ট্য়াবলো তৈরির কাজ চলছে জোরকদমে (Netaji Tableau Preparation for Republic Day) ৷

ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুর উল্টোদিকে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ওই ট্যাবলো তৈরির কাজ চলছে (Republic Day Netaji Tableau) ৷ এই ট্যাবলোর সামনে ও পিছনে নেতাজির 2টি মূর্তি থাকবে ৷ যে মূর্তি দু’টি কুমারটুলিতে তৈরি করা হয়েছে ৷ এর মধ্যে একটি আবক্ষ মূর্তি এবং আরেকটি পূর্ণাবয়ব ৷ গত 18 ডিসেম্বর থেকে ধাপে এই ট্যাবলো তৈরি করা হচ্ছে ৷ নেতাজি ছাড়াও, ট্যাবলোতে গান্ধিজী, কবি নজরুল ইসলাম, বিবেকানন্দ, মাতঙ্গিনী হাজরা এবং মাস্টারদা সূর্য সেনের ছবি থাকবে ৷

ট্যাবলোর দু’পাশে ‘জয়তু নেতাজি’ লেখা থাকবে ৷ আর ট্যাবলোর মাঝে পড়ুয়ারা থাকবে ৷ যারা নেতাজিকে স্মরণ করবে ৷ ট্যাবলোর উপরে থাকছে একটি জায়ান্ট স্ক্রিন ৷ সেটিতে নেতাজির জীবনের বিভিন্ন অংশ তুলে ধরা হবে বলে জানা গিয়েছে ৷

সাধারণতন্ত্র দিবসে রেড রোডে নেতাজির ট্যাবলো, জোরকদমে চলছে কাজ

আরও পড়ুন : Birth Anniversary of Netaji : ছুটি নয়, বেশি করে কাজ করুন; নেতাজির জন্মদিনে বার্তা সুকান্তের

এর পাশাপাশি কলকাতা পুলিশের তরফে করোনা পরিস্থিতিতে জনসচেতনতায় মাস্ক পরার বার্তা দিয়ে একটি ট্যাবলো তৈরি করা হচ্ছে ৷ যে ট্যাবলোর সামনে থাকছে মাস্ক পরার বার্তা ৷ থাকবে মুখ্যমন্ত্রীর ছবি ৷ ট্যাবলোয় সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা দিয়েছে কলকাতা পুলিশ ৷ এদিন দুপুর পর্যন্ত দু’টি ট্যাবলোই 60% তৈরি হয়েছে ৷ আশা করা যাচ্ছে, আগামিকালের মধ্যে ট্যাবলো দু’টি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.