ETV Bharat / city

বিড়ির প্যাকেট কার ? নেতাজিনগরে দম্পতি খুনে খতিয়ে দেখছে পুলিশ - Kolkata police

নেতাজিনগরে দম্পতি খুনের তদন্তে নেমে এক প্যাকেট বিড়ি পেয়েছে পুলিশ ৷ ওই বিড়ির প্যাকেট ফরেনসিক দলের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

নেতাজিনগরে মৃত দম্পতির বাড়ির সামনে পুলিশ
author img

By

Published : Aug 2, 2019, 5:47 AM IST

কলকাতা, 2 অগাস্ট : এক প্যাকেট বিড়ি । আর সেটাই নেতাজিনগরের বৃদ্ধ দম্পতি খুনে হয়ে উঠতে চলেছে কলকাতা পুলিশের সূত্র ৷ কলকাতা পুলিশের হোমিসাইড শাখার কর্তারা মনে করছেন, এই হত্যা রহস্য সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বিড়ির প্যাকেট । এদিকে গতকালও নেতাজিনগরের বাড়িটিতে যান গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা । বাড়ির ভিতরে কাটান প্রায় ২ ঘণ্টা । যে কয়েকটি বিষয়ে এখনও খটকা রয়ে গেছে, সেগুলি কাটাতেই তিনি ঘটনাস্থানে যান বলে জানা গেছে ।

মঙ্গলবার (30 জুলাই) নেতাজিনগরের বাড়ি থেকে উদ্ধার হয় দিলীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী স্বপ্না মুখোপাধ্যায়ের দেহ ৷ দিলীপ মুখোপাধ্যায় নিজে ধূমপান করতেন না । পরিচারিকা লতা পুলিশকে জানিয়েছে, ঘর পরিচ্ছন্ন রাখতে পছন্দ করতেন স্বপ্না । রং ও ছাদ সারাইয়ের কাজের পর ভালো ভাবে পরিষ্কার করা হয়েছিল ঘর । কিন্তু খুনের পর পুলিশ কুকুর নিয়ে যাওয়া হলে, সেই কুকুর বের করে একটি বিড়ির প্যাকেট । পুলিশ সূত্রে খবর, সেই বিড়ির প্যাকেট যে কম্পানির নাম ছিল, তা হুগলির । পুলিশ কুকুর ওই বিড়ির প্যাকেট বের করার পর তদন্তকারীদের চোখে পড়ে যেখানে দিলীপবাবুর দেহ পড়েছিল তার আশপাশে এবং আলমারিগুলির পাশে পড়ে আছে বেশ কয়েকটি পোড়া বিড়ির টুকরো । পুলিশ সূত্রে খবর, ওই বিড়ির প্যাকেট এবং বিড়ির টুকরোগুলি তুলে দেওয়া হয়েছে ফরেনসিক দলের হাতে । সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে । কারও হাতের ছাপ পাওয়া যায় কি না সেটিও দেখা হচ্ছে ।

ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখে পুলিশের মনে হচ্ছে, আততায়ীরা এক থেকে দেড় ঘণ্টা ছিল ওই বাড়িতে । তবে কি খুনের আগে কিংবা পরে ওই বিড়ি দিয়ে আততায়ীরা ধূমপান করেছে? খতিয়ে দেখা হচ্ছে সবকিছু ।

এই সংক্রান্ত খবর : নেতাজি নগর খুনের নেপথ্যে রং মিস্ত্রি? জোরদার হচ্ছে সন্দেহ

দম্পতি খুনের ঘটনায় বুধবার আটক করা 10 জনের মধ্যে রাতেই ছেড়ে দেওয়া হয় 6 জনকে । তাদের চারজন দীলিপবাবুর আত্মীয় । অন্য দু'জন প্রোমোটার । তাদের জিজ্ঞাসাবাদ করে মোটের উপর সন্তুষ্ট তদন্তকারীরা । তবে জিজ্ঞাসাবাদ চলছে রঙের বরাত নেওয়া ব্যক্তি এবং 3 মিস্ত্রিকে । তদন্তকারীরা জেনেছেন, ৬-৭ জন মিস্ত্রি লেগেছিল বাড়ির কাজে । তাদের সবার নাগাল এখনও পর্যন্ত লালবাজার পায়নি বলে জানা গেছে । তাদের খোঁজ চলছে ।

কলকাতা, 2 অগাস্ট : এক প্যাকেট বিড়ি । আর সেটাই নেতাজিনগরের বৃদ্ধ দম্পতি খুনে হয়ে উঠতে চলেছে কলকাতা পুলিশের সূত্র ৷ কলকাতা পুলিশের হোমিসাইড শাখার কর্তারা মনে করছেন, এই হত্যা রহস্য সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বিড়ির প্যাকেট । এদিকে গতকালও নেতাজিনগরের বাড়িটিতে যান গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা । বাড়ির ভিতরে কাটান প্রায় ২ ঘণ্টা । যে কয়েকটি বিষয়ে এখনও খটকা রয়ে গেছে, সেগুলি কাটাতেই তিনি ঘটনাস্থানে যান বলে জানা গেছে ।

মঙ্গলবার (30 জুলাই) নেতাজিনগরের বাড়ি থেকে উদ্ধার হয় দিলীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী স্বপ্না মুখোপাধ্যায়ের দেহ ৷ দিলীপ মুখোপাধ্যায় নিজে ধূমপান করতেন না । পরিচারিকা লতা পুলিশকে জানিয়েছে, ঘর পরিচ্ছন্ন রাখতে পছন্দ করতেন স্বপ্না । রং ও ছাদ সারাইয়ের কাজের পর ভালো ভাবে পরিষ্কার করা হয়েছিল ঘর । কিন্তু খুনের পর পুলিশ কুকুর নিয়ে যাওয়া হলে, সেই কুকুর বের করে একটি বিড়ির প্যাকেট । পুলিশ সূত্রে খবর, সেই বিড়ির প্যাকেট যে কম্পানির নাম ছিল, তা হুগলির । পুলিশ কুকুর ওই বিড়ির প্যাকেট বের করার পর তদন্তকারীদের চোখে পড়ে যেখানে দিলীপবাবুর দেহ পড়েছিল তার আশপাশে এবং আলমারিগুলির পাশে পড়ে আছে বেশ কয়েকটি পোড়া বিড়ির টুকরো । পুলিশ সূত্রে খবর, ওই বিড়ির প্যাকেট এবং বিড়ির টুকরোগুলি তুলে দেওয়া হয়েছে ফরেনসিক দলের হাতে । সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে । কারও হাতের ছাপ পাওয়া যায় কি না সেটিও দেখা হচ্ছে ।

ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখে পুলিশের মনে হচ্ছে, আততায়ীরা এক থেকে দেড় ঘণ্টা ছিল ওই বাড়িতে । তবে কি খুনের আগে কিংবা পরে ওই বিড়ি দিয়ে আততায়ীরা ধূমপান করেছে? খতিয়ে দেখা হচ্ছে সবকিছু ।

এই সংক্রান্ত খবর : নেতাজি নগর খুনের নেপথ্যে রং মিস্ত্রি? জোরদার হচ্ছে সন্দেহ

দম্পতি খুনের ঘটনায় বুধবার আটক করা 10 জনের মধ্যে রাতেই ছেড়ে দেওয়া হয় 6 জনকে । তাদের চারজন দীলিপবাবুর আত্মীয় । অন্য দু'জন প্রোমোটার । তাদের জিজ্ঞাসাবাদ করে মোটের উপর সন্তুষ্ট তদন্তকারীরা । তবে জিজ্ঞাসাবাদ চলছে রঙের বরাত নেওয়া ব্যক্তি এবং 3 মিস্ত্রিকে । তদন্তকারীরা জেনেছেন, ৬-৭ জন মিস্ত্রি লেগেছিল বাড়ির কাজে । তাদের সবার নাগাল এখনও পর্যন্ত লালবাজার পায়নি বলে জানা গেছে । তাদের খোঁজ চলছে ।

Intro:কলকাতা, ১ অগাস্ট: নিরীহ বিড়ি। আর সেটাই নেতাজী নগরের জোড়া খুনে হয়ে উঠতে চলেছে কলকাতা পুলিশের তুরুপের তাস! কলকাতা পুলিশের হোমিসাইড শাখার কর্তারা মনে করছেন, এই হত‍্যা রহস‍্য সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বিড়ির প‍্যাকেট। এদিকে আজও নেতাজি নগরের বাড়িটিতে যান গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা। বাড়ির ভিতরে কাটান প্রায় ২ ঘন্টা সময়। যে কয়েকটি বিষয়ে এখনও খটকা রয়ে গেছে, সেগুলি কাটাতেই আজ তিনি ঘটনাস্থানে মান বলে খবর।


Body:দিলীপ মুখোপাধ্যায় নিজে ধুমপান করতেন না। পরিচারিকা লতা পুলিশকে জানিয়েছে ঘর পরিচ্ছন্ন রাখতে পছন্দ করতেন স্বপ্না। রঙ ও ছাদ সারাইয়ের কাজের পর ভালো ভাবে পরিস্কার করা হয় ঘর। কিন্তু খুনের পর পুলিশ কুকুর নিয়ে যাওয়া হলে, সেই কুকুর বের করে একটি বিড়ির প‍্যাকেট। পুলিশ সূত্রে খবর, সেই বিড়ির প‍্যাকেটে যে কম্পানির নাম ছিল, তা হুগলির। পুলিশ কুকুর ওই বিড়ির প‍্যাকেট বের করার পর তদন্তকারীদের চোখে পড়ে যেখানে দিলীপবাবুর দেহ পড়েছিল তার আশপাশে এবং আলমাড়িগুলির পাশে পড়ে আছে বেশকিছু পোড়া বিড়ির টুকরো। পুলিশ সূত্রে খবর, ওই বিড়ির প্যাকেট এবং বিড়ির টুকরোগুলি তুলে দেওয়া হয়েছে ফরেন্সিক দলের হাতে। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। কারো হাতের ছাপ পাওয়া যায় কিনা সেটিও দেখা হচ্ছে।

ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখে পুলিশের মনে হচ্ছে, আততায়ীরা এক থেকে দেড় ঘণ্টা ছিল ওই বাড়িতে। তবে কি ওই বিড়ি দিয়ে আততায়ীরা ধূমপান করেছে? খতিয়ে দেখা হচ্ছে সবটাই। আসলে অপরাধী যতই চতুর হোক, তারা সূত্র ফেলে যায়। তবে কি এই বিড়িই হয়ে উঠতে চলেছে রহস‍্যজনক খুনের সূত্র। মুচকি হাসছেন তদন্তকারীরা।



Conclusion:এদিকে গতকাল আটক করা 10 জনের মধ্যে রাতেই ছেড়ে দেওয়া হয় 6 জনকে। তাদের চারজন দীলিপ বাবুর আত্মীয়। অন‍্য দুজন প্রোমোটার। তাদের জিজ্ঞাসাবাদ করে মোটের উপর সন্তুষ্ট তদন্তকারীরা। তবে জিজ্ঞাসাবাদ চলছে রঙের বরাত নেওয়া ব‍্যাক্তি এবং 3 মিস্ত্রীকে। তদন্তকারীরা জেনেছেন, ৬-৭ জন মিস্ত্রী ব‍্যবহার করা হয়েছিল বাড়ির কাজে। তাদের সবার নাগাল এখনও পর্যন্ত পায়নি লালবাজার। সূত্রের খবর তেমটাই। তাদের খোঁজ চলছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.