ETV Bharat / city

আজও আদালতে কাটল না নারদ জট, বুধবার ফের শুনানি - Narada Case hearing at calcutta high court

আজ, সোমবার সকালে দীর্ঘসময় ধরে মামলার শুনানি চলল ৷ সেখানে আলোচনা হল মামলার শুনানি স্থগিত থাকবে নাকি চলবে সেই বিষয়ে ।

আজও আদালতে কাটল না নারদ জট, বুধবার ফের শুনানি
আজও আদালতে কাটল না নারদ জট, বুধবার ফের শুনানি
author img

By

Published : May 24, 2021, 2:40 PM IST

কলকাতা, 24 মে : নারদ-কাণ্ডে চার নেতা-মন্ত্রীর জামিন সংক্রান্ত মামলার নিষ্পত্তি হল না আজও । পরশুদিন আবার শুনানি । আজ, সোমবার সকালে দীর্ঘসময় ধরে মামলার শুনানি চলল ৷ সেখানে আলোচনা হল মামলার শুনানি স্থগিত থাকবে নাকি চলবে সেই বিষয়ে ।

সলিসিটর জেনারেল তুষার মেহেতা আজ শুনানির শুরুতেই সকালে জানান, গত 21 মে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তরফে একটি স্পেশাল লিভ পিটিশন করেছেন তাঁরা । তাই এই মামলার শুনানি আপাতত আগামী বুধবার পর্যন্ত স্থগিত রাখা হোক । সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানানো হয়েছে মামলার বিষয়ে । আগামিকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করা হবে যাতে মামলাটি দ্রুত শুনানি করা হয় ।

তখন চার অভিযুক্তর তরফে অভিষেক মনু সিংভি বলেন, "কলকাতা হাইকোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চ গঠিত হয়েছে । মামলার শুনানি চলছে । এখন কেন স্থগিত রাখার আর্জি ?"

তখন সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল জানান, বৃহত্তর বেঞ্চ গঠনের প্রশাসনিক এক্তিয়ার আদৌ হাইকোর্টের আছে কি না সেই বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে । পাশাপাশি তিনি আজ আবার 17 তারিখ সকালে সিবিআই দফতরে গিয়ে মুখ্যমন্ত্রীর হুমকি দেওয়া ও সিবিআই অফিস ঘেরাও এর বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন । তখন অভিষেক মনু সিংভি অভিযুক্তদের তরফে বলেন, ‘‘সিবিআই যা খুশি করছে ।’’

এর পালটা সলিসিটর জেনারেল তুষার মেহেতা আবার বলেন, "রাজ্য প্রশাসনের ভূমিকা অত্যন্ত উদ্বেগজনক । এখানে যে ঘটনা ঘটেছে আগে কোথাও দেখা যায়নি । রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর বলেই আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি ।’’

তখন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে বলেন, "এখনও সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করেনি, তাহলে এখানে মামলার শুনানি শুরু হলে সিবিআইয়ের অধিকার খর্ব হবে কী করে ?’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘রাজ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে ৷ এই পরিস্থিতিতে প্রযুক্তিগত সমস্যা হতে পারে ৷ ফলে মামলার শুনানি স্থগিত রাখা সম্ভব নয় ।’’

পাশাপাশি বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় আরও জানতে চান, নিম্ন আদালতে মামলার বিচার প্রক্রিয়ার বর্তমানে কি পরিস্থিতি ? তখন উত্তরে সলিসিটর জেনারেল বলেন ,"চার্জশিট পেশ হয়ে গিয়েছে ৷ এই মামলার আমরা অনলাইনে চার্জশিট পেশ করেছি ।’’

তখন অভিযুক্তদের তরফে অভিষেক মনু সিংভি বলেন, ‘‘সিবিআইয়ের অভিযোগের বেশিরভাগ ভিত্তিহীন । অভিযুক্তদের কথা শোনা হয়নি । বহু তথ্য ডিভিশন বেঞ্চের কাছে দেওয়া হয়নি ৷ ফলে তাঁদের ভোগান্তি এখনও অব্যাহত।’’

এর পর বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে প্রশ্ন করেন, এতদিন এদের গ্রেফতার করা হয়নি । এখন কেন গ্রেফতার করতে হল ? যদিও সলিসিটর জেনারেল এর সদুত্তর দিতে পারেননি বলে আদালত সূত্রে খবর ।

আরও পড়ুন : বুধবার ফের নারদ মামলার শুনানি

পাশাপাশি অভিযুক্তদের তরফে আইনজীবী সিদ্ধার্থ লুথরা বলেন, ‘‘শুধুমাত্র সিবিআইয়ের চিঠির ভিত্তিতে কি জামিনের উপর স্থগিতাদেশ দেওয়া যায় !’’ যদিও এর উত্তরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানান তিনি নিম্ন আদালতের রায়ের কপি দেখেই স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিলেন । তবে নিম্ন আদালতের নির্দেশে ভালো করে দেখে তারপর দেওয়া হবে চূড়ান্ত নির্দেশ । এই পরিস্থিতিতে আগামী বুধবার ফের শুনানি মামলার ।

কলকাতা, 24 মে : নারদ-কাণ্ডে চার নেতা-মন্ত্রীর জামিন সংক্রান্ত মামলার নিষ্পত্তি হল না আজও । পরশুদিন আবার শুনানি । আজ, সোমবার সকালে দীর্ঘসময় ধরে মামলার শুনানি চলল ৷ সেখানে আলোচনা হল মামলার শুনানি স্থগিত থাকবে নাকি চলবে সেই বিষয়ে ।

সলিসিটর জেনারেল তুষার মেহেতা আজ শুনানির শুরুতেই সকালে জানান, গত 21 মে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তরফে একটি স্পেশাল লিভ পিটিশন করেছেন তাঁরা । তাই এই মামলার শুনানি আপাতত আগামী বুধবার পর্যন্ত স্থগিত রাখা হোক । সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানানো হয়েছে মামলার বিষয়ে । আগামিকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করা হবে যাতে মামলাটি দ্রুত শুনানি করা হয় ।

তখন চার অভিযুক্তর তরফে অভিষেক মনু সিংভি বলেন, "কলকাতা হাইকোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চ গঠিত হয়েছে । মামলার শুনানি চলছে । এখন কেন স্থগিত রাখার আর্জি ?"

তখন সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল জানান, বৃহত্তর বেঞ্চ গঠনের প্রশাসনিক এক্তিয়ার আদৌ হাইকোর্টের আছে কি না সেই বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে । পাশাপাশি তিনি আজ আবার 17 তারিখ সকালে সিবিআই দফতরে গিয়ে মুখ্যমন্ত্রীর হুমকি দেওয়া ও সিবিআই অফিস ঘেরাও এর বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন । তখন অভিষেক মনু সিংভি অভিযুক্তদের তরফে বলেন, ‘‘সিবিআই যা খুশি করছে ।’’

এর পালটা সলিসিটর জেনারেল তুষার মেহেতা আবার বলেন, "রাজ্য প্রশাসনের ভূমিকা অত্যন্ত উদ্বেগজনক । এখানে যে ঘটনা ঘটেছে আগে কোথাও দেখা যায়নি । রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর বলেই আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি ।’’

তখন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে বলেন, "এখনও সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করেনি, তাহলে এখানে মামলার শুনানি শুরু হলে সিবিআইয়ের অধিকার খর্ব হবে কী করে ?’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘রাজ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে ৷ এই পরিস্থিতিতে প্রযুক্তিগত সমস্যা হতে পারে ৷ ফলে মামলার শুনানি স্থগিত রাখা সম্ভব নয় ।’’

পাশাপাশি বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় আরও জানতে চান, নিম্ন আদালতে মামলার বিচার প্রক্রিয়ার বর্তমানে কি পরিস্থিতি ? তখন উত্তরে সলিসিটর জেনারেল বলেন ,"চার্জশিট পেশ হয়ে গিয়েছে ৷ এই মামলার আমরা অনলাইনে চার্জশিট পেশ করেছি ।’’

তখন অভিযুক্তদের তরফে অভিষেক মনু সিংভি বলেন, ‘‘সিবিআইয়ের অভিযোগের বেশিরভাগ ভিত্তিহীন । অভিযুক্তদের কথা শোনা হয়নি । বহু তথ্য ডিভিশন বেঞ্চের কাছে দেওয়া হয়নি ৷ ফলে তাঁদের ভোগান্তি এখনও অব্যাহত।’’

এর পর বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে প্রশ্ন করেন, এতদিন এদের গ্রেফতার করা হয়নি । এখন কেন গ্রেফতার করতে হল ? যদিও সলিসিটর জেনারেল এর সদুত্তর দিতে পারেননি বলে আদালত সূত্রে খবর ।

আরও পড়ুন : বুধবার ফের নারদ মামলার শুনানি

পাশাপাশি অভিযুক্তদের তরফে আইনজীবী সিদ্ধার্থ লুথরা বলেন, ‘‘শুধুমাত্র সিবিআইয়ের চিঠির ভিত্তিতে কি জামিনের উপর স্থগিতাদেশ দেওয়া যায় !’’ যদিও এর উত্তরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানান তিনি নিম্ন আদালতের রায়ের কপি দেখেই স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিলেন । তবে নিম্ন আদালতের নির্দেশে ভালো করে দেখে তারপর দেওয়া হবে চূড়ান্ত নির্দেশ । এই পরিস্থিতিতে আগামী বুধবার ফের শুনানি মামলার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.