ETV Bharat / city

BJP-র রাজ্য সভাপতির নাম ঘোষণা আজ, কতটা প্রভাব পড়বে 'গুলি করে মারার' ? - West Bengal State BJP

বঙ্গ BJP-র সভাপতির জন্য নতুন নাম ঘোষণা হবে আজ ৷ মনোনয়ন দিয়েছেন দিলীপ ঘোষ ৷ গুলি করে মারার মন্তব্য নিয়ে দলের মধ্যেও সমালোচিত হয়েছেন তিনি ৷ সভাপতির নাম ঘোষণায় আদৌ কি তার কোনও প্রভাব পড়বে ?

Dilip Ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Jan 16, 2020, 12:41 AM IST

কলকাতা, 16 জানুয়ারি : যারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করবে তাদের আটকাতে যা করার দরকার তা করবে ৷ নিজের গুলি করে মারার মন্তব্যের এভাবেই সাফাই দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এ'দিকে আজ ঘোষণা হতে চলেছে রাজ্য BJP-র সভাপতির নাম ৷ জানা গেছে, এখনও পর্যন্ত সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন শুধুমাত্র দিলীপ ঘোষই ৷

রাজ্য সভাপতি নির্বাচনের মুখে দিলীপ ঘোষের গুলি করে মারার মন্তব্য নিয়ে দলের মধ্যেও সমালোচিত হয়েছেন তিনি । কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সমালোচনা করেছেন তাঁর মন্তব্যের । দিলীপের এই বিতর্কিত মন্তব্য তার সভাপতি হওয়ার পথে কোনও অন্তরায় সৃষ্টি করবে কি না তা নিয়েই শুরু হয়েছে জল্পনা ৷

নিজের সভাপতি পদ নিয়ে বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ

দিলীপের মন্তব্যে দলের একাংশ সমালোচনা করেছে এ'কথা ঠিক । কিন্তু দলের একটা বড় অংশের সমর্থনও রয়েছে তাঁর সঙ্গে ৷ সূত্রের খবর, RSS-ও চাইছে দিলীপ ঘোষকেই ৷

রানাঘাটে দিলীপবাবুর মন্তব্যকে ঘিরে বিরোধীদের সমালোচনাকে নিয়ে আজ প্রশ্ন করা হলে তিনি বলেন, "সিদ্ধার্থ সরকারের আমলে বহু ভালো ভালো ছাত্রকে গুলি করে মারা হয়েছে । সেই জমানার অনেকেই এখন নেতা-মন্ত্রী । তারাই কি না এখন দিলীপ ঘোষকে জ্ঞান দিচ্ছেন, অহিংসার কথা শোনাচ্ছেন । আমার দম আছে, তাই এই কথা বলেছি । সুযোগ এলে করে দেখাব ।"

কলকাতা, 16 জানুয়ারি : যারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করবে তাদের আটকাতে যা করার দরকার তা করবে ৷ নিজের গুলি করে মারার মন্তব্যের এভাবেই সাফাই দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এ'দিকে আজ ঘোষণা হতে চলেছে রাজ্য BJP-র সভাপতির নাম ৷ জানা গেছে, এখনও পর্যন্ত সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন শুধুমাত্র দিলীপ ঘোষই ৷

রাজ্য সভাপতি নির্বাচনের মুখে দিলীপ ঘোষের গুলি করে মারার মন্তব্য নিয়ে দলের মধ্যেও সমালোচিত হয়েছেন তিনি । কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সমালোচনা করেছেন তাঁর মন্তব্যের । দিলীপের এই বিতর্কিত মন্তব্য তার সভাপতি হওয়ার পথে কোনও অন্তরায় সৃষ্টি করবে কি না তা নিয়েই শুরু হয়েছে জল্পনা ৷

নিজের সভাপতি পদ নিয়ে বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ

দিলীপের মন্তব্যে দলের একাংশ সমালোচনা করেছে এ'কথা ঠিক । কিন্তু দলের একটা বড় অংশের সমর্থনও রয়েছে তাঁর সঙ্গে ৷ সূত্রের খবর, RSS-ও চাইছে দিলীপ ঘোষকেই ৷

রানাঘাটে দিলীপবাবুর মন্তব্যকে ঘিরে বিরোধীদের সমালোচনাকে নিয়ে আজ প্রশ্ন করা হলে তিনি বলেন, "সিদ্ধার্থ সরকারের আমলে বহু ভালো ভালো ছাত্রকে গুলি করে মারা হয়েছে । সেই জমানার অনেকেই এখন নেতা-মন্ত্রী । তারাই কি না এখন দিলীপ ঘোষকে জ্ঞান দিচ্ছেন, অহিংসার কথা শোনাচ্ছেন । আমার দম আছে, তাই এই কথা বলেছি । সুযোগ এলে করে দেখাব ।"

Intro:15-01-20

সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ বার বার বলব এই কথা। সিদ্ধার্থ সরকারের আমলে বহু ভাল ভাল ছাত্রকে গুলি করে মারা হয়েছে। সেই জমানার অনেকেই এখন নেতা-মন্ত্রী। তারাই কিনা এখন দিলীপ ঘোষকে জ্ঞান দিচ্ছেন, অহিংসার কথা শোনাচ্ছেন। আমার দম আছে, তাই এই কথা বলেছি। সুযোগ এলে করে দেখাব। বললেন দিলীপ ঘোষ।



সীতারাম ইয়েচুরি বলেছেন সারা দেশে আমরা বীজ বপন করছি। যাদের নাক দিয়ে সিকনি পরে তারা হবে ন্যাশনাল লিডার। কানহাইয়া কুমার আসছে এই রাজ্যে নেতৃত্ব দিতে। ঐশী কবে আসবে তার জন্য বসে আছি। বিমান বসু কি করবেন এবার। রামনাম, হরিনাম সংকীর্তন করবেন। কারা এবার কমিউনিজিম করবেন এ রাজ্যে দেখব। বললেন দিলীপ ঘোষ।



গুলি চালানো মন্তব্যে বাবুল সুপ্রিয়র সমালোচনা করা এবং দলের সাংসদ স্বপন দাশগুপ্ত বাবুলের টুইট কে সমর্থন করা নিয়ে, দিলীপ ঘোষের মন্তব্য, সবাই সব ব্যাপারে একমত হবে এটা তো কেউ বন্ড লিখে দেয়নি। পার্টির আমি সভাপতি। সংগঠনের কি কেউ বিরোধিতা করেছে। সবার নার্ভ সমান নয়। সবাই সইতে পারে না। দলে গণতন্ত্র আছে তাই সবাই সব কিছু বলতে পারে। আগেও আমায় বলেছে।


আমি আগেও সভাপতি হতে চাইনি। জিজ্ঞাস না করেই করে দিয়েছিল। এবারও সভাপতি পদে নমিনেশন ফাইল করলাম। কাল জানা যাবে। রাজ্য সভাপতি ঘোষণা নিয়ে দিলীপ ঘোষ।



অন্যদিকে, কাল ঘোষণা হতে চলেছে বঙ্গ বিজেপির সভাপতির নাম। এখনও পর্যন্ত সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন দিলীপ ঘোষ ই। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য পার্টির ইলেকশন অবজারভার কিরেন রিজিজু দিলীপ ঘোষের মনোনয়ন জমা নিলেন বিজেপির রাজ্য দফতরে। মনোনয়নে স্বাক্ষর করেছেন দিলীপ। শেষ পর্যন্ত কোনও মনোনয়ন আর জমা না পড়লে দিলীপ ঘোষ ই ফের সভাপতি হচ্ছেন রাজ্য বিজেপির। কাল রাজ্য কমিটির সভায় ঘোষণা হবে দিলীপ ঘোষের নাম। রাজ্য সভাপতি নির্বাচনের মুখে দিলীপ ঘোষের গুলি করে মারার মন্তব্য নিয়ে দলের মধ্যেও আলোড়ন ওঠে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনা করেন। দিলীপের এই বিতর্কিত মন্তব্য তার সভাপতি হওয়ার পথে কোনও অন্তরায় সৃষ্টি করবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয় দলের অন্দরে। তবে শেষমেষ যা খবর, রাজ্য বিজেপির কোর কমিটির অধিকাংশ সদস্য দিলীপ ঘোষ পরবর্তী রাজ্য সভাপতি হন, এটাই চান। আরএস এস এরও পছন্দ দিলীপ ঘোষ। তাই কাল দিলীপ ঘোষের নামই ঘোষণা হতে চলেছে বলে খবর।



Body:storyConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.