ETV Bharat / city

রবীন্দ্র সরোবরে সুইমিং পুলে দেহ উদ্ধার বৃদ্ধের - Rabindra Sarobar Police Station

অন্যদিনের মতো আজ সকালেও রবীন্দ্র সরোবরের এক অভিজাত ক্লাবের সুইমিং পুলে সাঁতার কাটতে আসেন সত্যব্রত সেন (78) । কলকাতার ডোভার টেরেসের বাসিন্দা ওই বৃদ্ধ আজ সকাল সাড়ে 9টা নাগাদ ক্লাবে ঢোকেন । দুপুর 12 টা নাগাদ তাঁর গাড়ির চালক ক্লাব কর্তৃপক্ষকে জানান, এখনও গাড়িতে ফেরেননি সত্যব্রতবাবু । পরে সুইমিং পুলের মধ্যে পাওয়া যায় তাঁর দেহ ৷

Mysterious death in rabindra sarobar
সাঁতার কাটতে গিয়ে রহস্যমৃত্যু
author img

By

Published : Dec 10, 2019, 7:41 PM IST

Updated : Dec 10, 2019, 7:47 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : রবীন্দ্র সরোবরের এক অভিজাত ক্লাবে সাঁতার কাটতে এসে মৃত্যু হল এক বৃদ্ধের ৷ নাম সত্যব্রত সেন (78) ৷ ঘটনায় তদন্তে নেমেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ । বৃদ্ধের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।

শরীরচর্চা করতে সাঁতার কাটার অভ্যাস ছিল । অভিজাত ক্লাবের সুইমিং পুলে রোজই আসেন সাঁতার কাটতে । আজও আসেন । কলকাতার ডোভার টেরেসের বাসিন্দা ওই বৃদ্ধ আজ সকাল সাড়ে 9 টা নাগাদ ক্লাবে ঢোকেন । দুপুর 12 টা নাগাদ তাঁর গাড়ির চালক ক্লাব কর্তৃপক্ষকে জানান, এখনও গাড়িতে ফেরেননি সত্যব্রতবাবু । খোঁজ শুরু করেন ক্লাবের আধিকারিকরা । দেখা যায়, চেঞ্জিং রুমেই পড়ে রয়েছে বৃদ্ধের জামাকাপড় । ক্লাবের কয়েকজন সদস্য জানান, তাঁকে সুইমিং পুলের দিকে যেতে দেখা গেছিল । এরপর ওই ক্লাবের সদস্যরা সুইমিংপুলে খোঁজাখুঁজি শুরু করেন । কিন্তু পাওয়া যায়নি সত্যব্রতবাবুকে ‌।

খবর যায় পুলিশে । ঘটনাস্থানে আসে রবীন্দ্র সরোবর থানার পুলিশ‌ । ডাকা হয় দুর্ঘটনা মোকাবিলা দলকে । দুর্ঘটনা মোকাবিলা দলের সদস্যরা সুইমিং পুলের মধ্যে থেকে খুঁজে পান সত্যব্রতবাবুর দেহ । ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি । তবে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

কলকাতা, 10 ডিসেম্বর : রবীন্দ্র সরোবরের এক অভিজাত ক্লাবে সাঁতার কাটতে এসে মৃত্যু হল এক বৃদ্ধের ৷ নাম সত্যব্রত সেন (78) ৷ ঘটনায় তদন্তে নেমেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ । বৃদ্ধের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।

শরীরচর্চা করতে সাঁতার কাটার অভ্যাস ছিল । অভিজাত ক্লাবের সুইমিং পুলে রোজই আসেন সাঁতার কাটতে । আজও আসেন । কলকাতার ডোভার টেরেসের বাসিন্দা ওই বৃদ্ধ আজ সকাল সাড়ে 9 টা নাগাদ ক্লাবে ঢোকেন । দুপুর 12 টা নাগাদ তাঁর গাড়ির চালক ক্লাব কর্তৃপক্ষকে জানান, এখনও গাড়িতে ফেরেননি সত্যব্রতবাবু । খোঁজ শুরু করেন ক্লাবের আধিকারিকরা । দেখা যায়, চেঞ্জিং রুমেই পড়ে রয়েছে বৃদ্ধের জামাকাপড় । ক্লাবের কয়েকজন সদস্য জানান, তাঁকে সুইমিং পুলের দিকে যেতে দেখা গেছিল । এরপর ওই ক্লাবের সদস্যরা সুইমিংপুলে খোঁজাখুঁজি শুরু করেন । কিন্তু পাওয়া যায়নি সত্যব্রতবাবুকে ‌।

খবর যায় পুলিশে । ঘটনাস্থানে আসে রবীন্দ্র সরোবর থানার পুলিশ‌ । ডাকা হয় দুর্ঘটনা মোকাবিলা দলকে । দুর্ঘটনা মোকাবিলা দলের সদস্যরা সুইমিং পুলের মধ্যে থেকে খুঁজে পান সত্যব্রতবাবুর দেহ । ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি । তবে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

Intro:কলকাতা, 10 ডিসেম্বর: শরীরচর্চা করতে সাঁতার কাটার অভ্যাস ছিল বৃদ্ধের। অভিজাত ক্লাবে রোজই যেতেন সাঁতার কাটতে। আর সেটাই কাল হলো। সুইমিংপুলেই রহস‍্যজনকভাবে মৃত্যু হল বৃদ্ধের। ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। বৃদ্ধের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।



Body:অন্যান্য দিনের মতো আজ সকালে রবীন্দ্র সরোবরের অ্যান্ডারসন ক্লাবে সাঁতার কাটতে আসেন সত্যব্রত সেন। বয়স 78। তিনি ডোভার টেরেসের বাসিন্দা। সকাল সাড়ে নটা নাগাদ ক্লাবে ঢোকেন তিনি। দুপুর বারোটা নাগাদ তার ড্রাইভার ক্লাব কর্তৃপক্ষকে জানান, এখনো গাড়িতে ফেরেননি সত্যব্রত বাবু। খোঁজ শুরু করেন ক্লাবের অফিশিয়ালরা। দেখা যায়, চেঞ্জিং রুমে তার জামাকাপড় রয়েছে। কয়েকজন মেম্বার জানান, তাকে সুইমিং পুলের দিকে যেতে দেখেছেন। এরপর অ্যান্ডারসন ক্লাবের সদস্যরা সুইমিংপুলে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু পাওয়া যায়নি সত্যব্রত বাবুকে‌।



Conclusion:ইতিমধ্যেই খবর যায় পুলিশে। ঘটনাস্থলে আসে রবীন্দ্র সরোবর থানার পুলিশ‌। ডাকা হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে। ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা খুঁজে পান সত্যব্রত বাবুর দেহ। ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভি্যোগ দায়ের হয়নি। তবে রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে তার।
Last Updated : Dec 10, 2019, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.