কলকাতা, 9 জুন : দক্ষিণবঙ্গবাসীকে অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস রাজ্যে বর্ষা আসতে আরও 7-10 দিন সময় লাগতে পারে । নির্দিষ্ট সময়ের অনেক দেরিতেই বর্ষা রাজ্যে প্রবেশ করবে ।
কেরালায় বর্ষা প্রবেশ করেছে গতকাল । কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়েই কেরালায় বর্ষা প্রবেশ করেছে । আলিপুর আবহাওয়া অফিসের সহ অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা হয়ে বর্ষা এরাজ্যে প্রবেশ করে । আগে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে সক্রিয় হওয়ার পরই দক্ষিণবঙ্গে বর্ষা নামে । হিসেব অনুযায়ী, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে 5 জুন ।
আবহাওয়া অফিস গতকালই তাদের পূর্বাভাসে জানিয়েছিল, কলকাতায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই । তাপমাত্রা বাড়বে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস । রাজস্থান থেকে ঝাড়খণ্ড হয়ে বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । সেই সঙ্গে বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত । যার প্রভাবে দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।