ETV Bharat / city

Mithun Chakraborty: '3 থেকে 77 জন বিধায়ক হয়েছে', রাজ্যে বিজেপির উত্থানে খুশি মিঠুন - mithun chakraborty is happy with position of bjp in bengal

মিঠুন চক্রবর্তী জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে তিনি রাজ্যে আসতে পারেননি অনেকদিন ৷ তবে বাংলার মানুষের জন্য কাজ করতে চান বলে এদিন ফের জানান তিনি (Mithun Chakraborty) ৷

Mithun Chakraborty in BJP Party Office
রাজ্যে বিজেপির উত্থানে খুশি মিঠুন
author img

By

Published : Jul 4, 2022, 11:02 PM IST

কলকাতা, 4 জুলাই: রাজ্যে বিজেপি আগামী দিনে আরও ভালো ফল করবে বলে আশা প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty is happy with position of BJP in West Bengal) ৷ ছবির শুটিংয়ের কাজে বর্তমানে কলকাতায় রয়েছেন এই অভিনেতা ৷ সোমবার তিনি বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন স্ট্রিটে যান ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷

এদিন মিঠুন বলেন, "রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা 3 থেকে বেড়ে 77 হয়েছে ৷ ভোট বেড়ে 55 লক্ষ থেকে 2 কোটি 28 লক্ষ হয়েছে, এতে আমি খুশি ৷ বিজেপি রাজ্যে আরও ভালো করবে ৷ আমি আশাবাদী ৷ রাজ্যে বিজেপির অবস্থান আরও ভালো হয়েছে ৷" মিঠুন চক্রবর্তী এদিন জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তাঁকে যে দায়িত্ব দেবে, নির্দেশ দেবে তিনি সেই মতো কাজ করবেন ৷ এদিন প্রায় দু'ঘণ্টা রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

রাজ্যে বিজেপির উত্থানে খুশি মিঠুন

আরও পড়ুন: মমতার সমর্থন যশবন্তের দিকেই, তবে দ্রৌপদী চাইলে দেখা করবেন মুখ্যমন্ত্রী

2021 রাজ্য বিধানসভা নির্বাচনের পর আর সেভাবে এই রাজ্যে দেখা যায়নি বিজেপির এই তারকা সমর্থককে ৷ মিঠুন জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে তিনি রাজ্যে আসতে পারেননি ৷ তবে বাংলার মানুষের জন্য তিনি কাজ করতে চান বলে এদিন ফের জানান মিঠুন ৷ বলেন, "আমি রাজনীতি করিনা । আমি মানুষ নীতি করি । পশ্চিমবাংলার মানুষের জন্য আমি কিছু করতে চাই এবং করব । আগেরবার পার্টির জন্য 55 দিন কাজ করেছি, এবার ভগবান সঙ্গে থাকলে 60 দিন করব । মানুষের জন্য কাজ করতে গেলে ক্ষমতার প্রয়োজন । আমি একা একা অনেক কিছু করার চেষ্টা করেছি কিন্তু কোথাও গিয়ে যেন আমি আটকে গিয়েছি ৷ তখন মনে হয়েছে যে একটা ক্ষমতার প্রয়োজন । আমি করতে চাইলেও পারি না, তাই যদি আমাদের সরকার আসে তাহলে তাকে ধরে আমি কাজগুলো করিয়ে নিতে পারব ।"

কলকাতা, 4 জুলাই: রাজ্যে বিজেপি আগামী দিনে আরও ভালো ফল করবে বলে আশা প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty is happy with position of BJP in West Bengal) ৷ ছবির শুটিংয়ের কাজে বর্তমানে কলকাতায় রয়েছেন এই অভিনেতা ৷ সোমবার তিনি বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন স্ট্রিটে যান ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷

এদিন মিঠুন বলেন, "রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা 3 থেকে বেড়ে 77 হয়েছে ৷ ভোট বেড়ে 55 লক্ষ থেকে 2 কোটি 28 লক্ষ হয়েছে, এতে আমি খুশি ৷ বিজেপি রাজ্যে আরও ভালো করবে ৷ আমি আশাবাদী ৷ রাজ্যে বিজেপির অবস্থান আরও ভালো হয়েছে ৷" মিঠুন চক্রবর্তী এদিন জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তাঁকে যে দায়িত্ব দেবে, নির্দেশ দেবে তিনি সেই মতো কাজ করবেন ৷ এদিন প্রায় দু'ঘণ্টা রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

রাজ্যে বিজেপির উত্থানে খুশি মিঠুন

আরও পড়ুন: মমতার সমর্থন যশবন্তের দিকেই, তবে দ্রৌপদী চাইলে দেখা করবেন মুখ্যমন্ত্রী

2021 রাজ্য বিধানসভা নির্বাচনের পর আর সেভাবে এই রাজ্যে দেখা যায়নি বিজেপির এই তারকা সমর্থককে ৷ মিঠুন জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে তিনি রাজ্যে আসতে পারেননি ৷ তবে বাংলার মানুষের জন্য তিনি কাজ করতে চান বলে এদিন ফের জানান মিঠুন ৷ বলেন, "আমি রাজনীতি করিনা । আমি মানুষ নীতি করি । পশ্চিমবাংলার মানুষের জন্য আমি কিছু করতে চাই এবং করব । আগেরবার পার্টির জন্য 55 দিন কাজ করেছি, এবার ভগবান সঙ্গে থাকলে 60 দিন করব । মানুষের জন্য কাজ করতে গেলে ক্ষমতার প্রয়োজন । আমি একা একা অনেক কিছু করার চেষ্টা করেছি কিন্তু কোথাও গিয়ে যেন আমি আটকে গিয়েছি ৷ তখন মনে হয়েছে যে একটা ক্ষমতার প্রয়োজন । আমি করতে চাইলেও পারি না, তাই যদি আমাদের সরকার আসে তাহলে তাকে ধরে আমি কাজগুলো করিয়ে নিতে পারব ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.