ETV Bharat / city

ভাঙড়বাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন মিমি, তবু মাঠ ভরল না

ভাঙরে মিমি চক্রবর্তীর সভায় মাঠ ভরাতে পারল না তৃণমূল কংগ্রেস। যাদবপুর লোকসভা কেন্দ্রর তৃণমূল প্রার্থী মিমি এখনও পর্যন্ত বামফ্রন্ট বা BJP প্রার্থীর মত রাস্তায় নেমে ভোটের প্রচার শুরু করেননি। তবে সোনারপুর, বারুইপুর সহ একাধিক জায়গায় তিনি কর্মিসভা করছেন।

মিমি
author img

By

Published : Mar 29, 2019, 7:06 AM IST

ভাঙড়, ২৯ মার্চ : ভাঙরে মিমি চক্রবর্তীর সভায় মাঠ ভরাতে পারল না তৃণমূল কংগ্রেস। যাদবপুর লোকসভা কেন্দ্রর তৃণমূল প্রার্থী মিমি এখনও পর্যন্ত বামফ্রন্ট বা BJP প্রার্থীর মত রাস্তায় নেমে ভোটের প্রচার শুরু করেননি। তবে সোনারপুর, বারুইপুর সহ একাধিক জায়গায় তিনি কর্মিসভা করছেন।

সভায় মিমি চক্রবর্তী

গতকাল ভাঙড়ের ভোজেরহাটের মাঠে মিমি সভা করেন। ওই কর্মীসভায় ভাঙড় বিধানসভা এলাকার সমস্ত তৃণমূলকর্মীদের আসার কথা থাকলেও মাঠ ভরেনি। যদিও স্থানীয় তৃণমূল নেতাদের দাবি অনেকেই মাঠে না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে মিমির বক্তব্য শুনেছেন। তাই মাঠ ভরেনি।

গতকাল সভায় ছিলেন মিমি ছাড়াও তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস, রেজ্জাক মোল্লা, আরাবুল ইসলাম, ওহিদুল ইসলাম প্রমুখ।

মিমি সভায় প্রতিশ্রুতি দিলেন, তিনি আগামীদিনে ভাঙড়বাসীর পাশে থাকবেন। উল্লেখ্য, গত লোকসভা ভোটে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল ৬০ হাজারের বেশী ভোটে লিড পেয়েছিল। কিন্তু পরে বিধানসভা ভোটে ২০ হাজারের মার্জিনে জেতেন রেজ্জাক মোল্লা। এবছর বাড়তি চিন্তা পাওয়ার গ্রিড। ইতিমধ্যে পাওয়ার গ্রিড আন্দোলনের হোতা জীবিকা ও বাস্তুরক্ষা কমিটি এই কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সমর্থন করছে। ফলে ভাঙড়ের রাজনৈতিক ময়দানকে হালকাভাবে নিতে নারাজ তৃণমূল শিবির। গতকালই বিকাশরঞ্জন প্রচারের জন্য সারাদিন ভাঙড়ে ছিলেন। দিনভর বামনঘাটা, পোলেরহাট, পাওয়ার গ্রিড এলাকায় একাধিক পথসভা ও কর্মীসভা করেছেন।

ভাঙড়, ২৯ মার্চ : ভাঙরে মিমি চক্রবর্তীর সভায় মাঠ ভরাতে পারল না তৃণমূল কংগ্রেস। যাদবপুর লোকসভা কেন্দ্রর তৃণমূল প্রার্থী মিমি এখনও পর্যন্ত বামফ্রন্ট বা BJP প্রার্থীর মত রাস্তায় নেমে ভোটের প্রচার শুরু করেননি। তবে সোনারপুর, বারুইপুর সহ একাধিক জায়গায় তিনি কর্মিসভা করছেন।

সভায় মিমি চক্রবর্তী

গতকাল ভাঙড়ের ভোজেরহাটের মাঠে মিমি সভা করেন। ওই কর্মীসভায় ভাঙড় বিধানসভা এলাকার সমস্ত তৃণমূলকর্মীদের আসার কথা থাকলেও মাঠ ভরেনি। যদিও স্থানীয় তৃণমূল নেতাদের দাবি অনেকেই মাঠে না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে মিমির বক্তব্য শুনেছেন। তাই মাঠ ভরেনি।

গতকাল সভায় ছিলেন মিমি ছাড়াও তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস, রেজ্জাক মোল্লা, আরাবুল ইসলাম, ওহিদুল ইসলাম প্রমুখ।

মিমি সভায় প্রতিশ্রুতি দিলেন, তিনি আগামীদিনে ভাঙড়বাসীর পাশে থাকবেন। উল্লেখ্য, গত লোকসভা ভোটে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল ৬০ হাজারের বেশী ভোটে লিড পেয়েছিল। কিন্তু পরে বিধানসভা ভোটে ২০ হাজারের মার্জিনে জেতেন রেজ্জাক মোল্লা। এবছর বাড়তি চিন্তা পাওয়ার গ্রিড। ইতিমধ্যে পাওয়ার গ্রিড আন্দোলনের হোতা জীবিকা ও বাস্তুরক্ষা কমিটি এই কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সমর্থন করছে। ফলে ভাঙড়ের রাজনৈতিক ময়দানকে হালকাভাবে নিতে নারাজ তৃণমূল শিবির। গতকালই বিকাশরঞ্জন প্রচারের জন্য সারাদিন ভাঙড়ে ছিলেন। দিনভর বামনঘাটা, পোলেরহাট, পাওয়ার গ্রিড এলাকায় একাধিক পথসভা ও কর্মীসভা করেছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.