ETV Bharat / city

কোরোনা জয়ী মনামীর সঙ্গে কাল লাইভ আড্ডা মিমির - মিমি চক্রবর্তী

স্কটল্যান্ড থেকে কলকাতা ফেরার পরে কোরোনা আশঙ্কা করে ID হাসপাতলে সরাসরি ভর্তি হয়েছিলেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্টের ছাত্রী মনামী বিশ্বাস। 20 মার্চ থেকে31 মার্চ পর্যন্ত কোরোনার সঙ্গে লড়াই করেছেন তিনি। এর পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন । তাঁর এই লড়াইয়ের প্রতি মুহূর্তের অভিজ্ঞতার কথা লাইভে মিমি চক্রবর্তীকে শোনাবেন মনামী।

manami
মিমি
author img

By

Published : Apr 25, 2020, 10:03 PM IST

কলকাতা, 25 এপ্রিল : কোরোনা জয়ী হাবড়ার মেয়ে মনামী বিশ্বাসের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে অন্যান্যদের লড়াইয়ে উদ্বুদ্ধ করবেন অভিনেত্রী তথা যাদবপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তী। আগামীকাল মনামীর সঙ্গে লাইভ আড্ডা দেবেন তিনি‌। জানবেন তাঁর যুদ্ধ জয়ের মনের জোরের কথা। পাশাপাশি দীর্ঘ পথ পেরিয়ে আসা নিজের আত্মবিশ্বাসের কথাও কোরোনা জয়ীয় কাছে তুলে ধরবেন মিমি।


স্কটল্যান্ড থেকে কলকাতা ফেরার পরে কোরোনা আশঙ্কা করে ID হাসপাতালে সরাসরি ভরতি হয়েছিলেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্টের ছাত্রী মনামী বিশ্বাস। 20 মার্চ থেকে31 মার্চ পর্যন্ত কোরোনার সঙ্গে লড়াই করেছেন তিনি। এর পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন । তাঁর এই লড়াইয়ের প্রতি মুহূর্তের অভিজ্ঞতার কথা লাইভে মিমি চক্রবর্তীকে শোনাবেন মনামী।

উল্লেখ্য, প্লাজমা চিকিৎসা কোরোনা রোগীদের কাছে আশার আলো দেখাচ্ছে। সম্প্রতি, কেরালা প্লাজমা থেরাপি করে পেয়েছে ইতিবাচক সাড়া। কেরালার পথ অনুসরণ করছে বাংলা। জানা গেছে, রাজ্য সরকারের উদ্যোগে আগামী সপ্তাহে হবে এর পরীক্ষা।

প্লাজমা তৈরির জন্য রাজ্যের প্রথম কোরোনা মুক্ত মনামীর সঙ্গে যোগাযোগ করে রাজ্য প্রশাসনের আধিকারিকরা। সাহায্যের জন্য রাজি হন মনামী‌। কোরোনা জয়ীয় এই মানবিকতার খবর পান মিমি চক্রবর্তী। তাঁর এই মানবিক বিষয়টি উদ্বুদ্ধ করে মিমিকে। তারপরে কোরোনা জয়ীর সঙ্গে কথা বলতে এবং আড্ডা দিতে ইচ্ছে প্রকাশ করেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ। সেইমতো আগামীকাল লাইভ আড্ডা দেবেন মিমি এবং মনামী।

কলকাতা, 25 এপ্রিল : কোরোনা জয়ী হাবড়ার মেয়ে মনামী বিশ্বাসের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে অন্যান্যদের লড়াইয়ে উদ্বুদ্ধ করবেন অভিনেত্রী তথা যাদবপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তী। আগামীকাল মনামীর সঙ্গে লাইভ আড্ডা দেবেন তিনি‌। জানবেন তাঁর যুদ্ধ জয়ের মনের জোরের কথা। পাশাপাশি দীর্ঘ পথ পেরিয়ে আসা নিজের আত্মবিশ্বাসের কথাও কোরোনা জয়ীয় কাছে তুলে ধরবেন মিমি।


স্কটল্যান্ড থেকে কলকাতা ফেরার পরে কোরোনা আশঙ্কা করে ID হাসপাতালে সরাসরি ভরতি হয়েছিলেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্টের ছাত্রী মনামী বিশ্বাস। 20 মার্চ থেকে31 মার্চ পর্যন্ত কোরোনার সঙ্গে লড়াই করেছেন তিনি। এর পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন । তাঁর এই লড়াইয়ের প্রতি মুহূর্তের অভিজ্ঞতার কথা লাইভে মিমি চক্রবর্তীকে শোনাবেন মনামী।

উল্লেখ্য, প্লাজমা চিকিৎসা কোরোনা রোগীদের কাছে আশার আলো দেখাচ্ছে। সম্প্রতি, কেরালা প্লাজমা থেরাপি করে পেয়েছে ইতিবাচক সাড়া। কেরালার পথ অনুসরণ করছে বাংলা। জানা গেছে, রাজ্য সরকারের উদ্যোগে আগামী সপ্তাহে হবে এর পরীক্ষা।

প্লাজমা তৈরির জন্য রাজ্যের প্রথম কোরোনা মুক্ত মনামীর সঙ্গে যোগাযোগ করে রাজ্য প্রশাসনের আধিকারিকরা। সাহায্যের জন্য রাজি হন মনামী‌। কোরোনা জয়ীয় এই মানবিকতার খবর পান মিমি চক্রবর্তী। তাঁর এই মানবিক বিষয়টি উদ্বুদ্ধ করে মিমিকে। তারপরে কোরোনা জয়ীর সঙ্গে কথা বলতে এবং আড্ডা দিতে ইচ্ছে প্রকাশ করেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ। সেইমতো আগামীকাল লাইভ আড্ডা দেবেন মিমি এবং মনামী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.