ETV Bharat / city

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় দুর্ঘটনা, কর্মীর মৃত্যু - east west metro

KMRCL সূত্রে খবর, আজ সকাল 9টা নাগাদ টানেলে সঞ্জয় কংক্রিটের একটি স্ল্যাব সরানোর কাজ করছিলেন । হঠাৎ তাঁর পা পিছলে যায় এবং তিনি সুড়ঙ্গের মধ্যে পড়ে যান ।

metro
author img

By

Published : Oct 23, 2019, 9:39 PM IST

Updated : Oct 23, 2019, 11:47 PM IST

কলকাতা, 23 অক্টোবর : ফের মেট্রোয় দুর্ঘটনা । এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড টানেলে আটকে পড়ে মৃত্যু হল এক কর্মীর । দুর্ঘটনাটি ঘটে আজ সন্ধ্যায় ।

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (KMRCL) তরফে জানানো হয়েছে যে, কর্মীর নাম সঞ্জয় মাহাত (41) । তিনি শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের বাসিন্দা ছিলেন ।

KMRCL সূত্রে খবর, আজ সকাল 9টা নাগাদ টানেলে সঞ্জয় কংক্রিটের একটি স্ল্যাব সরানোর কাজ করছিলেন । হঠাৎ তাঁর পা পিছলে যায় এবং তিনি সুড়ঙ্গের মধ্যে পড়ে যান ।

পড়ে গিয়ে সঞ্জয়ের শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে এবং রক্তপাত হতে শুরু করে । সঞ্জয়ের সহকর্মীরা তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান । হাসপাতালে নিয়ে যাওয়ার পর সঞ্জয়কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।

KMRCL -এর ম্যানেজিং ডিরেক্টর এ কে নন্দী বলেন, "আমাদের এখানে সমস্ত কর্মীর যথাসম্ভব নিরাপত্তার ব্যবস্থা করা হয় কিন্তু তবুও আজ যে দুর্ঘটনা ঘটে গেল সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক । এই অংশের কাজ আফকোনস কম্পানির তত্বাবধানে হচ্ছে । তাই ওই কম্পানির তরফে কর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ।"

কলকাতা, 23 অক্টোবর : ফের মেট্রোয় দুর্ঘটনা । এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড টানেলে আটকে পড়ে মৃত্যু হল এক কর্মীর । দুর্ঘটনাটি ঘটে আজ সন্ধ্যায় ।

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (KMRCL) তরফে জানানো হয়েছে যে, কর্মীর নাম সঞ্জয় মাহাত (41) । তিনি শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের বাসিন্দা ছিলেন ।

KMRCL সূত্রে খবর, আজ সকাল 9টা নাগাদ টানেলে সঞ্জয় কংক্রিটের একটি স্ল্যাব সরানোর কাজ করছিলেন । হঠাৎ তাঁর পা পিছলে যায় এবং তিনি সুড়ঙ্গের মধ্যে পড়ে যান ।

পড়ে গিয়ে সঞ্জয়ের শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে এবং রক্তপাত হতে শুরু করে । সঞ্জয়ের সহকর্মীরা তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান । হাসপাতালে নিয়ে যাওয়ার পর সঞ্জয়কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।

KMRCL -এর ম্যানেজিং ডিরেক্টর এ কে নন্দী বলেন, "আমাদের এখানে সমস্ত কর্মীর যথাসম্ভব নিরাপত্তার ব্যবস্থা করা হয় কিন্তু তবুও আজ যে দুর্ঘটনা ঘটে গেল সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক । এই অংশের কাজ আফকোনস কম্পানির তত্বাবধানে হচ্ছে । তাই ওই কম্পানির তরফে কর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ।"

Intro:আজ একজন কাজ করার সময় এক কর্মী ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড টানেলে আটকে যায়। মেট্রোরেল সূত্রে খবর তিনি তারপর মেট্রোর রেল লাইবের উপর পড়ে যান।

দ্রুত তাকে ক্যালকাটা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেট্রো রেল সূত্রে খবর শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে


Body:wb_kol_01_metro incident_copy_7206406


Conclusion:wb_kol_01_metro incident_copy_7206406
Last Updated : Oct 23, 2019, 11:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.