ETV Bharat / city

Dog Squad visits Puja Pandal: পুজোয় ব্যস্ততা তুঙ্গে, তাই মহালয়াতেই ঠাকুর দেখা শুরু মলি-ক্যামফর-লিজাদের - কলকাতা পুলিশের ডগ স্কোয়াড

পুজোয় ব্যস্ততা তুঙ্গে (Durga Puja 2022)৷ তাই মহালয়াতেই ঠাকুর দেখা শুরু হয়ে গেল মলি-ক্যামফর-লিজাদের (Kolkata police dog squad)৷ এরা কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের একনিষ্ঠ কর্মী (Dog Squad visits Puja Pandal)৷

Members of Kolkata police dog squad visit Durga puja pandal in Kolkata
পুজোয় ব্যস্ততা তুঙ্গে, তাই মহালয়াতেই ঠাকুর দেখা শুরু মলি-ক্যামফর-লিজাদের
author img

By

Published : Sep 26, 2022, 6:00 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: পুজোয় সবার ছুটি, কিন্তু এদের নয় ৷ কারণ পাঁচটা দিনই শহরের নিরাপত্তায় সজাগ থাকতে হবে এদের (Dog Squad visits Puja Pandal)৷ নিজের নিজের দায়িত্বে মোতায়েন থাকবে এরা । ফলে মহালয়ার দিন একটু সময়-সুযোগ বুঝে শুরু হয়ে গেল ঠাকুর দেখার পর্ব । উত্তর কলকাতার বিধান সরণি অ্যাটলাস ক্লাবের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে পুজো মণ্ডপে হাজির ক্যামফর, মলি, লিজা ও ডিংকি (Kolkata police dog squad)।

কলকাতা পুলিশের সারমেয় বিভাগ অর্থাৎ ডগ স্কোয়াডের এরা একনিষ্ঠ কর্মী । প্রবল ঘ্রাণ শক্তি, কঠোর প্রশিক্ষণ এবং বিশেষ দক্ষতার মাধ্যমে এক নিমেষেই অপরাধীকে চিহ্নিত করা এদের বাঁয়ে হাত কা খেল । কিন্তু এই পুজোর দিনগুলিতে এরা থাকবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৷ যেখানে একসঙ্গে প্রচুর লোক ভিড় করতে পারেন ৷ এবং সেই ভিড়ে যাতে কোনও নাশকতামূলক বা অন্যান্য কোনও অপরাধমূলক কর্মকাণ্ড না হয়, তার জন্য এরা থাকবে সদাই জাগ্রত ।

Members of Kolkata police dog squad visit Durga puja pandal in Kolkata
পুজো মণ্ডপে সারমেয়রা

আরও পড়ুন: চোখের চিকিৎসায় চেন্নাই যাবে বেলা, খরচ-দেখভাল নিয়ে গড়িমসি

তাই পুজো শুরুর আগেই মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করে এল ক্যামফর, মলি, লিজা ও ডিংকিরা ৷ মহালয়ার সন্ধ্যায় উত্তর কলকাতার এই বিশেষ ক্লাবে বিশেষ অতিথি হিসেবে দেবী দর্শন করে দুটি ল্যাব্রাডার ও দুটি জার্মান শেফার্ড । সঙ্গে অবশ্যই ছিলেন তাদের নিজ নিজ হ্যান্ডলাররা ।

Members of Kolkata police dog squad visit Durga puja pandal in Kolkata
ঠাকুর দেখা শুরু মলি-ক্যামফর-লিজাদের

এ বছর এই ক্লাবটি প্রথম পোষ্যবান্ধব দুর্গা পুজোর উদ্বোধন করে । সে জন্যেই বিশেষভাবে আমন্ত্রিত ছিল কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের এই কয়েকজন সদস্য । তারা এল । দেখল ৷ ঘুরে বেড়াল এদিক-ওদিক ৷ সাধারণ মানুষের মতোই উৎসবের মেজাজ চেটেপুটে উপভোগ করল সারমেয় দল ।

কলকাতা, 26 সেপ্টেম্বর: পুজোয় সবার ছুটি, কিন্তু এদের নয় ৷ কারণ পাঁচটা দিনই শহরের নিরাপত্তায় সজাগ থাকতে হবে এদের (Dog Squad visits Puja Pandal)৷ নিজের নিজের দায়িত্বে মোতায়েন থাকবে এরা । ফলে মহালয়ার দিন একটু সময়-সুযোগ বুঝে শুরু হয়ে গেল ঠাকুর দেখার পর্ব । উত্তর কলকাতার বিধান সরণি অ্যাটলাস ক্লাবের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে পুজো মণ্ডপে হাজির ক্যামফর, মলি, লিজা ও ডিংকি (Kolkata police dog squad)।

কলকাতা পুলিশের সারমেয় বিভাগ অর্থাৎ ডগ স্কোয়াডের এরা একনিষ্ঠ কর্মী । প্রবল ঘ্রাণ শক্তি, কঠোর প্রশিক্ষণ এবং বিশেষ দক্ষতার মাধ্যমে এক নিমেষেই অপরাধীকে চিহ্নিত করা এদের বাঁয়ে হাত কা খেল । কিন্তু এই পুজোর দিনগুলিতে এরা থাকবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৷ যেখানে একসঙ্গে প্রচুর লোক ভিড় করতে পারেন ৷ এবং সেই ভিড়ে যাতে কোনও নাশকতামূলক বা অন্যান্য কোনও অপরাধমূলক কর্মকাণ্ড না হয়, তার জন্য এরা থাকবে সদাই জাগ্রত ।

Members of Kolkata police dog squad visit Durga puja pandal in Kolkata
পুজো মণ্ডপে সারমেয়রা

আরও পড়ুন: চোখের চিকিৎসায় চেন্নাই যাবে বেলা, খরচ-দেখভাল নিয়ে গড়িমসি

তাই পুজো শুরুর আগেই মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করে এল ক্যামফর, মলি, লিজা ও ডিংকিরা ৷ মহালয়ার সন্ধ্যায় উত্তর কলকাতার এই বিশেষ ক্লাবে বিশেষ অতিথি হিসেবে দেবী দর্শন করে দুটি ল্যাব্রাডার ও দুটি জার্মান শেফার্ড । সঙ্গে অবশ্যই ছিলেন তাদের নিজ নিজ হ্যান্ডলাররা ।

Members of Kolkata police dog squad visit Durga puja pandal in Kolkata
ঠাকুর দেখা শুরু মলি-ক্যামফর-লিজাদের

এ বছর এই ক্লাবটি প্রথম পোষ্যবান্ধব দুর্গা পুজোর উদ্বোধন করে । সে জন্যেই বিশেষভাবে আমন্ত্রিত ছিল কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের এই কয়েকজন সদস্য । তারা এল । দেখল ৷ ঘুরে বেড়াল এদিক-ওদিক ৷ সাধারণ মানুষের মতোই উৎসবের মেজাজ চেটেপুটে উপভোগ করল সারমেয় দল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.