ETV Bharat / city

Members of Jamtara gang arrested : রবীন্দ্রভারতীর অধ্যাপকের অ্যাকাউন্ট হাতিয়ে পুলিশের জালে জামতারা গ্যাং'য়ের দুই সদস্য - Members of Jamtara gang arrested

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জালে গ্যাং'য়ের দুই সদস্য (Two members of Jamtara gang arrested from Jharkhand)। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, সাইবার অপরাধের জড়িত থাকার জামতারা থেকেই গ্রেফতার করা হয়েছে প্রদীপ বারুই এবং মিলন দাঁ নামে দুই ব্যক্তিকে।

Members of Jamtara gang arrested
বিশ্বভারতীর অধ্যাপকের অ্যাকাউন্ট হাতিয়ে পুলিশের জালে জামতারা গ্যাং'য়ের দুই
author img

By

Published : Jan 29, 2022, 12:33 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : ফের সামনে এল জামতারা গ্যাং'য়ের কুকীর্তি। ঝাড়খণ্ডের কুখ্যাত এই গোষ্ঠীর নিশানায় এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। যদিও এ যাত্রায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জালে গ্যাং'য়ের দুই সদস্য (Two members of Jamtara gang arrested from Jharkhand)। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, সাইবার অপরাধের জড়িত থাকার অভিযোগে জামতারা থেকেই গ্রেফতার করা হয়েছে প্রদীপ বারুই এবং মিলন দাঁ নামে দুই ব্যক্তিকে। দু'জনে জামতারা গোষ্ঠীর সদস্য বলেই অনুমান গোয়েন্দাদের।

গত 13 জানুয়ারি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের কাছে একটি উড়ো টেলিফোন আসে। ফোনের ওপার থেকে নিজেদের ব্যাঙ্ককর্মী বলে পরিচিতি দেয় দুষ্কৃতীরা। কথার ছলে ওই অধ্যাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস জেনে নেয় গ্যাং সদস্যরা। অভিযোগ, এরপর একটি বিশেষ অ্যাপ ডাউনলোড করতে বলা হয় অধ্যাপককে। ওই অ্যাপ ডাউনলোড করার পর একটি ওটিপি আসে অধ্যাপকের মোবাইলে। সেই ওটিপি ভুয়ো ব্যাঙ্ককর্মী পরিচয়ে ফোনের ওপারে থাকা জামতারা সদস্যদের সঙ্গে ভাগ করে নিতেই বিপত্তি ৷

আরও পড়ুন : Jamtara Gang: অপরাধের ধরন বদলাচ্ছে জামতাড়া গ্যাং, চিন্তায় গোয়েন্দারা

মুহূর্তের মধ্যে 3 লক্ষ 60 হাজার টাকা ওই অধ্যাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। এরপর স্থানীয় শেক্সপিয়ার সরণি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রবীন্দ্রভারতীর ওই অধ্যাপক। তদন্ত গতি না পাওয়ায় তদন্তভারের দায়িত্ব পরবর্তীতে বর্তায় পৌঁছয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে। তদন্তে নেমে ঘটনায় জড়িতদের মোবাইল নম্বর ট্রেস করে দু‘জনকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। দুই অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনায় জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

কলকাতা, 29 জানুয়ারি : ফের সামনে এল জামতারা গ্যাং'য়ের কুকীর্তি। ঝাড়খণ্ডের কুখ্যাত এই গোষ্ঠীর নিশানায় এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। যদিও এ যাত্রায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জালে গ্যাং'য়ের দুই সদস্য (Two members of Jamtara gang arrested from Jharkhand)। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, সাইবার অপরাধের জড়িত থাকার অভিযোগে জামতারা থেকেই গ্রেফতার করা হয়েছে প্রদীপ বারুই এবং মিলন দাঁ নামে দুই ব্যক্তিকে। দু'জনে জামতারা গোষ্ঠীর সদস্য বলেই অনুমান গোয়েন্দাদের।

গত 13 জানুয়ারি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের কাছে একটি উড়ো টেলিফোন আসে। ফোনের ওপার থেকে নিজেদের ব্যাঙ্ককর্মী বলে পরিচিতি দেয় দুষ্কৃতীরা। কথার ছলে ওই অধ্যাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস জেনে নেয় গ্যাং সদস্যরা। অভিযোগ, এরপর একটি বিশেষ অ্যাপ ডাউনলোড করতে বলা হয় অধ্যাপককে। ওই অ্যাপ ডাউনলোড করার পর একটি ওটিপি আসে অধ্যাপকের মোবাইলে। সেই ওটিপি ভুয়ো ব্যাঙ্ককর্মী পরিচয়ে ফোনের ওপারে থাকা জামতারা সদস্যদের সঙ্গে ভাগ করে নিতেই বিপত্তি ৷

আরও পড়ুন : Jamtara Gang: অপরাধের ধরন বদলাচ্ছে জামতাড়া গ্যাং, চিন্তায় গোয়েন্দারা

মুহূর্তের মধ্যে 3 লক্ষ 60 হাজার টাকা ওই অধ্যাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। এরপর স্থানীয় শেক্সপিয়ার সরণি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রবীন্দ্রভারতীর ওই অধ্যাপক। তদন্ত গতি না পাওয়ায় তদন্তভারের দায়িত্ব পরবর্তীতে বর্তায় পৌঁছয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে। তদন্তে নেমে ঘটনায় জড়িতদের মোবাইল নম্বর ট্রেস করে দু‘জনকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। দুই অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনায় জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.