ETV Bharat / city

Train cancelled due to Agnipath Protest: অগ্নিপথ-বিক্ষোভের জের, বাতিল 2 ডিভিশনের একাধিক ট্রেন ও পরীক্ষা স্পেশাল

author img

By

Published : Jun 18, 2022, 3:58 PM IST

অগ্নিপথ-বিক্ষোভের (Agnipath scheme Protest) জেরে 2 ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল (Train cancelled due to Agnipath Protest)৷ বাতিল করা হয়েছে পরীক্ষা স্পেশালও (examination special trains cancelled)৷

many trains along with examination special cancelled due to Agnipath Protest
অগ্নিপথ-বিক্ষোভের জের, বাতিল 2 ডিভিশনের একাধিক ট্রেন ও পরীক্ষা স্পেশাল

কলকাতা, 18 জুন: অগ্নিপথ বিক্ষোভের জেরে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল করা হল ৷ পাশাপাশি পরীক্ষা স্পেশালও বাতিল করতে বাধ্য হল রেল কর্তৃপক্ষ (Train cancelled due to Agnipath Protest)।

অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে (Agnipath scheme Protest)। বাদ যায়নি এই রাজ্যও । বিক্ষোভ দেখিয়ে রাষ্ট্রের সম্পদ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বিভিন্ন জায়গায় । কোথাও রেললাইনে নেমে বিক্ষোভ দেখানো হচ্ছে, আবার কোথাও একটি গোটা ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । ভাঙচুর করা হচ্ছে ট্রেন । তাই দূরপাল্লার ট্রেনের পাশাপাশি এ বার পরীক্ষা স্পেশাল ট্রেনও বাতিল করল পূর্ব রেল কর্তৃপক্ষ ।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে, চারিদিকে রেললাইনে অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং রেলের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে । তাই বাধ্য হয়ে একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে । যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই পরীক্ষা স্পেশাল বাতিল করার পথে হাঁটতে হয়েছে রেলকে (Examination special trains cancelled)।

03023 হাওড়া-পাটনা পরীক্ষা স্পেশালের সময়সূচি পরিবর্তন করা হয়েছে ।

03005 হাওড়া-গয়া পরীক্ষা স্পেশাল বাতিল করা হয়েছে

03023 হাওড়া-পাটনা পরীক্ষা স্পেশাল বাতিল করা হয়েছে

03155 কলকাতা-সমস্তিপুর পরীক্ষা স্পেশাল বাতিল করা হয়েছে

আরও পড়ুন: Agnipath Scheme Protests: অগ্নিপথ বিরোধিতায় রবিবার যন্তর মন্তরে ‘সংহতি সত্যাগ্রহ’ কর্মসূচি কংগ্রেসের

এ ছাড়া আজও যেই ট্রেনগুলি বাতিল হয়েছে সেগুলি হল কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস, হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস ও হাওড়া-জয়নগর এক্সপ্রেস ।

পাশাপাশি দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেনও আজ বাতিল করা হয়েছে । হাওড়া-রাঁচি, হাওড়া-শতাব্দী এক্সপ্রেসও বাতিল হয়েছে ।

কলকাতা, 18 জুন: অগ্নিপথ বিক্ষোভের জেরে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল করা হল ৷ পাশাপাশি পরীক্ষা স্পেশালও বাতিল করতে বাধ্য হল রেল কর্তৃপক্ষ (Train cancelled due to Agnipath Protest)।

অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে (Agnipath scheme Protest)। বাদ যায়নি এই রাজ্যও । বিক্ষোভ দেখিয়ে রাষ্ট্রের সম্পদ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বিভিন্ন জায়গায় । কোথাও রেললাইনে নেমে বিক্ষোভ দেখানো হচ্ছে, আবার কোথাও একটি গোটা ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । ভাঙচুর করা হচ্ছে ট্রেন । তাই দূরপাল্লার ট্রেনের পাশাপাশি এ বার পরীক্ষা স্পেশাল ট্রেনও বাতিল করল পূর্ব রেল কর্তৃপক্ষ ।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে, চারিদিকে রেললাইনে অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং রেলের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে । তাই বাধ্য হয়ে একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে । যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই পরীক্ষা স্পেশাল বাতিল করার পথে হাঁটতে হয়েছে রেলকে (Examination special trains cancelled)।

03023 হাওড়া-পাটনা পরীক্ষা স্পেশালের সময়সূচি পরিবর্তন করা হয়েছে ।

03005 হাওড়া-গয়া পরীক্ষা স্পেশাল বাতিল করা হয়েছে

03023 হাওড়া-পাটনা পরীক্ষা স্পেশাল বাতিল করা হয়েছে

03155 কলকাতা-সমস্তিপুর পরীক্ষা স্পেশাল বাতিল করা হয়েছে

আরও পড়ুন: Agnipath Scheme Protests: অগ্নিপথ বিরোধিতায় রবিবার যন্তর মন্তরে ‘সংহতি সত্যাগ্রহ’ কর্মসূচি কংগ্রেসের

এ ছাড়া আজও যেই ট্রেনগুলি বাতিল হয়েছে সেগুলি হল কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস, হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস ও হাওড়া-জয়নগর এক্সপ্রেস ।

পাশাপাশি দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেনও আজ বাতিল করা হয়েছে । হাওড়া-রাঁচি, হাওড়া-শতাব্দী এক্সপ্রেসও বাতিল হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.