ETV Bharat / city

NHAI Increase Toll Tax : জ্বালানির মূল্যবৃদ্ধি ও বর্ধিত টোল ট্যাক্সের জেরে বন্ধ বহু পণ্যবাহী গাড়ি - NHAI Increase Toll Tax

বাড়তে থাকা জ্বালানির দামের মাঝেই 1 এপ্রিল থেকে বেড়েছে টোল ট্যাক্স ৷ বিশেষত, পণ্য পরিবহণের গাড়ির ক্ষেত্রে এক ধাপে 65 টাকা বাড়ানো হয়েছে টোল ট্যাক্স ৷ যার জেরে ধীরে ধীরে বসতে শুরু করেছে বহু পণ্য পরিবহণের গাড়ি (Many Goods Vehicles Stopped Due to Increased Toll Tax and Fuel Price Hike) ৷

Many Goods Vehicles Stopped Due to Increased Toll Tax and Fuel Price Hike
Many Goods Vehicles Stopped Due to Increased Toll Tax and Fuel Price Hike
author img

By

Published : Apr 9, 2022, 12:51 PM IST

Updated : Apr 9, 2022, 1:22 PM IST

কলকাতা, 9 এপ্রিল : একে অগ্নিমূল্য জ্বালানি ৷ এবার দোসর হল সম্প্রতি বর্ধিত টোল ট্যাক্স ৷ যার জেরে চরম সমস্যায় পড়েছেন ট্রাক ও লরির মালিকরা ৷ করোনা আবহে দীর্ঘদিন বহু ট্রাক ও লরি পথে নামতে পারেনি ৷ তাই মার খেয়েছে ব্যবসা ৷ পাশাপাশি, ডিজেলের দাম বাড়তে বাড়তে একশো পেরিয়েছে ৷ এর ফলে ব্যবসায় চরম ধাক্কা খাচ্ছে গণপরিহণ থেকে শুরু করে পণ্য পরিবহণ ৷ আর এরই মধ্যে 1 এপ্রিল থেকে কেন্দ্রের তরফে বাড়ানো হয়েছে টোল ট্যাক্স ৷

প্রতিবছরেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) টোল ট্যাক্সের হার সংশোধন করে ৷ তবে, এবার বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এক লাফে 65 টাকা টোল ট্যাক্স বাড়ানো হয়েছে (NHAI Increase Toll Tax) ৷ পাশাপাশি ব্যক্তিগত গাড়িগুলির ক্ষেত্রে বেড়েছে 10 টাকা ৷ 2022-23 অর্থবর্ষের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ এর ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বাণিজ্যিক গাড়ির মালিক সকলে ৷ করোনাকালে দীর্ঘসময় ধরে কার্যত বন্ধ ছিল একাংশ বাণিজ্যিক পরিবহণের ব্যবসা ৷ এর ফলে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে মালিকপক্ষ। বহু মালিক অর্থের অভাবে বিমা-সহ সিএফ করাতে পারেননি বলে বসে গেছে বহু ট্রাক ও লরি (Many Goods Vehicles Stopped Due to Increased Toll Tax and Fuel Price Hike) ৷ সেই পরিস্থিতিতে সবেমাত্র আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছিল পণ্য পরিবহণ ব্যবসা ৷ তার মধ্যেই আবার বাড়ল টোল ট্যাক্স ৷

আরও পড়ুন : কোরোনা আবহে টোল ট্যাক্স সংগ্রহ স্থগিতের আর্জি ট্রাক মালিকদের

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, ‘‘শুধু জ্বালানির মূল্যবৃদ্ধিই নয় ৷ সঙ্গে গাড়ির মেন্টেন্যান্স থেকে শুরু করে গাড়ির কাগজপত্র নবীকরণ সব খরচ বেড়েছে ৷ করোনার সময় তেমন ব্যবসা হয়নি ৷ তাই মালিকরা রোড ট্যাক্স ও অন্যান্য কাগজের নবীকরণ করাতে পারেননি ৷ বসিয়ে দিতে হয়েছে গাড়ি ৷ তার মধ্যে এবার এক লাফে 9 থেকে 11 শতাংশ টোল ট্যাক্স বৃদ্ধি করা হল ৷ এই পরিস্থিতিতে পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ছে ৷ প্রায় 40 শতাংশ গাড়ি পথ থেকে উধাও হয়ে গেছে ৷’’

তিনি আরও জানান, যে গাড়িগুলি আন্তঃরাজ্য পরিষেবা দেয়, তাদের ক্ষেত্রে আরও বেশি সমস্যার সৃষ্টি হয়েছে ৷ ইতিমধ্যেই সমস্যার কথা জানিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে ৷ যে গাড়িগুলির ইএমআই বাকি পড়েছে সেই গাড়িগুলিকে টেনে নিচ্ছে ৷

আরও পড়ুন : Toll Tax worker: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাধা, ডেবরার টোল ট্যাক্সের কর্মীদের আটাকাল পুলিশ

এর সঙ্গে যুক্ত হয়েছে অনৈতিকভাবে ওভারলোডিংয়ের সমস্যা ৷ রাজ্য সরকারের তরফে এই বিষয় জরিমানার নির্দেশ দেওয়া হলেও, কিছু অসাধু প্রশাসনিক কর্তাব্যক্তিদের মদতে ক্রমশ বাড়ছে এই সমস্যা ৷ রাজ্যে 15টি টোল গেটে ট্যাক্স ইতিমধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের তরফে পরিস্থিতি বিবেচনা করে, যাতে বর্তমান টোল ট্যাক্স সংগ্রহ বন্ধ রাখা হয় তার আর্জি জানানো হয়েছে ৷

কলকাতা, 9 এপ্রিল : একে অগ্নিমূল্য জ্বালানি ৷ এবার দোসর হল সম্প্রতি বর্ধিত টোল ট্যাক্স ৷ যার জেরে চরম সমস্যায় পড়েছেন ট্রাক ও লরির মালিকরা ৷ করোনা আবহে দীর্ঘদিন বহু ট্রাক ও লরি পথে নামতে পারেনি ৷ তাই মার খেয়েছে ব্যবসা ৷ পাশাপাশি, ডিজেলের দাম বাড়তে বাড়তে একশো পেরিয়েছে ৷ এর ফলে ব্যবসায় চরম ধাক্কা খাচ্ছে গণপরিহণ থেকে শুরু করে পণ্য পরিবহণ ৷ আর এরই মধ্যে 1 এপ্রিল থেকে কেন্দ্রের তরফে বাড়ানো হয়েছে টোল ট্যাক্স ৷

প্রতিবছরেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) টোল ট্যাক্সের হার সংশোধন করে ৷ তবে, এবার বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এক লাফে 65 টাকা টোল ট্যাক্স বাড়ানো হয়েছে (NHAI Increase Toll Tax) ৷ পাশাপাশি ব্যক্তিগত গাড়িগুলির ক্ষেত্রে বেড়েছে 10 টাকা ৷ 2022-23 অর্থবর্ষের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ এর ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বাণিজ্যিক গাড়ির মালিক সকলে ৷ করোনাকালে দীর্ঘসময় ধরে কার্যত বন্ধ ছিল একাংশ বাণিজ্যিক পরিবহণের ব্যবসা ৷ এর ফলে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে মালিকপক্ষ। বহু মালিক অর্থের অভাবে বিমা-সহ সিএফ করাতে পারেননি বলে বসে গেছে বহু ট্রাক ও লরি (Many Goods Vehicles Stopped Due to Increased Toll Tax and Fuel Price Hike) ৷ সেই পরিস্থিতিতে সবেমাত্র আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছিল পণ্য পরিবহণ ব্যবসা ৷ তার মধ্যেই আবার বাড়ল টোল ট্যাক্স ৷

আরও পড়ুন : কোরোনা আবহে টোল ট্যাক্স সংগ্রহ স্থগিতের আর্জি ট্রাক মালিকদের

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, ‘‘শুধু জ্বালানির মূল্যবৃদ্ধিই নয় ৷ সঙ্গে গাড়ির মেন্টেন্যান্স থেকে শুরু করে গাড়ির কাগজপত্র নবীকরণ সব খরচ বেড়েছে ৷ করোনার সময় তেমন ব্যবসা হয়নি ৷ তাই মালিকরা রোড ট্যাক্স ও অন্যান্য কাগজের নবীকরণ করাতে পারেননি ৷ বসিয়ে দিতে হয়েছে গাড়ি ৷ তার মধ্যে এবার এক লাফে 9 থেকে 11 শতাংশ টোল ট্যাক্স বৃদ্ধি করা হল ৷ এই পরিস্থিতিতে পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ছে ৷ প্রায় 40 শতাংশ গাড়ি পথ থেকে উধাও হয়ে গেছে ৷’’

তিনি আরও জানান, যে গাড়িগুলি আন্তঃরাজ্য পরিষেবা দেয়, তাদের ক্ষেত্রে আরও বেশি সমস্যার সৃষ্টি হয়েছে ৷ ইতিমধ্যেই সমস্যার কথা জানিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে ৷ যে গাড়িগুলির ইএমআই বাকি পড়েছে সেই গাড়িগুলিকে টেনে নিচ্ছে ৷

আরও পড়ুন : Toll Tax worker: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাধা, ডেবরার টোল ট্যাক্সের কর্মীদের আটাকাল পুলিশ

এর সঙ্গে যুক্ত হয়েছে অনৈতিকভাবে ওভারলোডিংয়ের সমস্যা ৷ রাজ্য সরকারের তরফে এই বিষয় জরিমানার নির্দেশ দেওয়া হলেও, কিছু অসাধু প্রশাসনিক কর্তাব্যক্তিদের মদতে ক্রমশ বাড়ছে এই সমস্যা ৷ রাজ্যে 15টি টোল গেটে ট্যাক্স ইতিমধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের তরফে পরিস্থিতি বিবেচনা করে, যাতে বর্তমান টোল ট্যাক্স সংগ্রহ বন্ধ রাখা হয় তার আর্জি জানানো হয়েছে ৷

Last Updated : Apr 9, 2022, 1:22 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.