ETV Bharat / city

Manik Bhattacharya: পর্ষদ সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক ভট্টাচার্য - Manik Bhattacharya

কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য । প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও পরে ডিভিশন বেঞ্চ তাঁকে অপসারণ করার নির্দেশ দিয়েছিল । সূত্রের খবর, সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya appeals Supreme Court challenge Calcutta HC order ) ।

Manik Bhattacharya
ETV Bharat
author img

By

Published : Sep 23, 2022, 3:31 PM IST

Updated : Sep 23, 2022, 3:59 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) । প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও পরে ডিভিশন বেঞ্চ তাঁকে অপসারণ করার নির্দেশ দিয়েছিল । সূত্রের খবর, সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya appeals Supreme Court against Calcutta HC order) ৷

মামলাটি গ্রহণ করে সুপ্রিমকোর্ট সমস্তপক্ষকে নোটিশ জারি করেছে । আগামী 27 সেপ্টেম্বর শীর্ষ আদালতে এই মামলার শুনানি । উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পর্ষদের সভাপতিকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । পরে সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মানিক ভট্টাচার্য আবেদন করলেও বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চও সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখে । সেই নির্দেশের বিরুদ্ধেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্য ৷

আরও পড়ুন: করোনাকালে ছাত্রপিছু 500 টাকা নিতেন মানিক, বিস্ফোরক তথ্য সামনে আনল ইডি

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Recruitment Scam) নাম জড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ৷ ইতিমধ্যেই তাঁকে একাধিকবার জেরা করেছে ইডি ৷ বুধবারও ইডি দফতরে হাজিরা দেন তৃণমূল বিধায়ক ৷ তাঁকে প্রায় 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে মানিক ভট্টাচার্যের নাম উঠে এসেছে ৷

কলকাতা, 23 সেপ্টেম্বর : কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) । প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও পরে ডিভিশন বেঞ্চ তাঁকে অপসারণ করার নির্দেশ দিয়েছিল । সূত্রের খবর, সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya appeals Supreme Court against Calcutta HC order) ৷

মামলাটি গ্রহণ করে সুপ্রিমকোর্ট সমস্তপক্ষকে নোটিশ জারি করেছে । আগামী 27 সেপ্টেম্বর শীর্ষ আদালতে এই মামলার শুনানি । উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পর্ষদের সভাপতিকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । পরে সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মানিক ভট্টাচার্য আবেদন করলেও বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চও সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখে । সেই নির্দেশের বিরুদ্ধেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্য ৷

আরও পড়ুন: করোনাকালে ছাত্রপিছু 500 টাকা নিতেন মানিক, বিস্ফোরক তথ্য সামনে আনল ইডি

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Recruitment Scam) নাম জড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ৷ ইতিমধ্যেই তাঁকে একাধিকবার জেরা করেছে ইডি ৷ বুধবারও ইডি দফতরে হাজিরা দেন তৃণমূল বিধায়ক ৷ তাঁকে প্রায় 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে মানিক ভট্টাচার্যের নাম উঠে এসেছে ৷

Last Updated : Sep 23, 2022, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.