ETV Bharat / city

Manas Bhunia on Pollution: উৎসবে বাজি-ডিজে নিয়ন্ত্রণে উদ্যোগী পরিবেশমন্ত্রী, চিঠি দিচ্ছেন জনপ্রতিনিধিদের - পরিবেশ মন্ত্রী

উৎসবে বাজি ও ডিজে নিয়ন্ত্রণের (Air Pollution) আর্জি জানিয়ে জনপ্রতিনিধিদের চিঠি দিচ্ছে পরিবেশ দফতর ৷ জানালেন পরিবেশমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া (Manas Bhunia on Pollution)।

Manas Bhunia takes initiative to control pollution in festive season
উৎসবে বাজি-ডিজে নিয়ন্ত্রণে উদ্যোগী পরিবেশমন্ত্রী, চিঠি দিচ্ছেন জনপ্রতিনিধিদের
author img

By

Published : Sep 7, 2022, 1:25 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পরই চলতি বছর প্রায় এক মাস আগে দুর্গোৎসব শুরু হয়েছে রাজ্যে । এই উৎসব দুর্গা পুজোতেই শেষ নয় । লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো পরপর রয়েছে । সেই উৎসবের আনন্দে গা ভাসানোর পাশাপাশি দূষণ নিয়ে রাজ্যের মানুষকে সজাগ থাকার আহ্বান জানালেন রাজ্যের পরিবেশ মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া (Manas Bhunia on Pollution)। একইসঙ্গে রাজ্যজুড়ে বিধায়ক, সাংসদ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে চিঠি দিয়ে দূষণ নিয়ন্ত্রণে (Air Pollution) যাবতীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হবে বলেও তিনি জানান । জনপ্রতিনিধিরা মাইকিং, ক্যাম্প করে সাধারণ মানুষকে বায়ু দূষণ এবং শব্দ দূষণ রোধের জন্য মাত্রাতিরিক্ত হারে বাজি ও ডিজে ব্যবহার না করার জন্য আহ্বান জানাবেন (West Bengal Environment Minister)।

তবে শুধু জনপ্রতিনিধি নয়, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ থেকে শুরু করে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, জেলা পরিষদের সমস্ত আধিকারিকদের কাছে চিঠি পাঠানো হবে । উৎসব-আনন্দের মাঝে শিশু ও বয়স্কদের কথা মাথায় রাখে নিয়ন্ত্রিত উচ্ছ্বাস প্রকাশের জন্য সবার কাছে অনুরোধ জানানো হবে । কিন্তু উৎসবের সময় সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করাটাও একটা সমস্যার ব্যাপার বলে মনে করছে রাজ্য পরিবেশ দফতর ।

আরও পড়ুন: বাজি নিয়ে সুপ্রিম-রায়ে খুশি ব্যবসায়ীরা, উদ্বিগ্ন পরিবেশবিদরা

পরিবেশমন্ত্রী (Manas Bhunia) বলেন, অনুরোধের পাশাপাশি নজরদারিরও ব্যবস্থা করবে পুলিশ প্রশাসন । কিন্তু সার্বিকভাবে ছোটখাটো এলাকার দূষণ রোধ করতে স্থানীয় লোকজনকে এগিয়ে আসতে হবে । কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ বরাবরই সমস্ত দিকটা সুন্দর করে দেখে । আসলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একজন মানুষ, যিনি রাজ্যবাসীকে উৎসব মুখর করে তোলেন ৷ তেমনই উন্মাদনার মধ্যে কোনও রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে সে দিকটাও দেখেন । তাই তাঁরই গাইডলাইন এবং নির্দেশ অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করব দূষণ নিয়ন্ত্রণের ।"

কলকাতা, 6 সেপ্টেম্বর: ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পরই চলতি বছর প্রায় এক মাস আগে দুর্গোৎসব শুরু হয়েছে রাজ্যে । এই উৎসব দুর্গা পুজোতেই শেষ নয় । লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো পরপর রয়েছে । সেই উৎসবের আনন্দে গা ভাসানোর পাশাপাশি দূষণ নিয়ে রাজ্যের মানুষকে সজাগ থাকার আহ্বান জানালেন রাজ্যের পরিবেশ মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া (Manas Bhunia on Pollution)। একইসঙ্গে রাজ্যজুড়ে বিধায়ক, সাংসদ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে চিঠি দিয়ে দূষণ নিয়ন্ত্রণে (Air Pollution) যাবতীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হবে বলেও তিনি জানান । জনপ্রতিনিধিরা মাইকিং, ক্যাম্প করে সাধারণ মানুষকে বায়ু দূষণ এবং শব্দ দূষণ রোধের জন্য মাত্রাতিরিক্ত হারে বাজি ও ডিজে ব্যবহার না করার জন্য আহ্বান জানাবেন (West Bengal Environment Minister)।

তবে শুধু জনপ্রতিনিধি নয়, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ থেকে শুরু করে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, জেলা পরিষদের সমস্ত আধিকারিকদের কাছে চিঠি পাঠানো হবে । উৎসব-আনন্দের মাঝে শিশু ও বয়স্কদের কথা মাথায় রাখে নিয়ন্ত্রিত উচ্ছ্বাস প্রকাশের জন্য সবার কাছে অনুরোধ জানানো হবে । কিন্তু উৎসবের সময় সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করাটাও একটা সমস্যার ব্যাপার বলে মনে করছে রাজ্য পরিবেশ দফতর ।

আরও পড়ুন: বাজি নিয়ে সুপ্রিম-রায়ে খুশি ব্যবসায়ীরা, উদ্বিগ্ন পরিবেশবিদরা

পরিবেশমন্ত্রী (Manas Bhunia) বলেন, অনুরোধের পাশাপাশি নজরদারিরও ব্যবস্থা করবে পুলিশ প্রশাসন । কিন্তু সার্বিকভাবে ছোটখাটো এলাকার দূষণ রোধ করতে স্থানীয় লোকজনকে এগিয়ে আসতে হবে । কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ বরাবরই সমস্ত দিকটা সুন্দর করে দেখে । আসলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একজন মানুষ, যিনি রাজ্যবাসীকে উৎসব মুখর করে তোলেন ৷ তেমনই উন্মাদনার মধ্যে কোনও রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে সে দিকটাও দেখেন । তাই তাঁরই গাইডলাইন এবং নির্দেশ অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করব দূষণ নিয়ন্ত্রণের ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.