ETV Bharat / city

টাওয়ার বসানোর নামে প্রতারণা, গ্রেপ্তার - মোবাইল টাওয়ার

অভিযোগ, বেসরকারি একটি মোবাইল সংস্থার নামে টাওয়ার বসানোর জন্য কোটি কোটি টাকা প্রতারণা করে অভিযুক্ত ব্যক্তি ৷ পুলিশের অনুমান এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে ৷ তাদের খোঁজেও ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

Man arrested for cheating
গ্রেপ্তার অভিযুক্ত
author img

By

Published : Dec 1, 2020, 7:26 PM IST

বিধাননগর, 1 ডিসেম্বর : বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ৷ অভিযুক্ত ব্যক্তিকে সল্টলেক থেকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।

বেসরকারি ওই মোবাইল সংস্থার পক্ষ থেকে চলতি বছরের 8 অক্টোবর বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের হয় । অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । গতরাতে মূল অভিযুক্ত বিশ্বজিৎ বোহরাকে হাইল্যান্ড উইলো ইকোপার্কের একটি আবাসন থেকে গ্রেপ্তার করা হয় ৷

রুদ্র সলিউশন নামের একটি কম্পানি খুলেছিল অভিযুক্ত ব্যক্তি ৷ সল্টলেকের বিজে ব্লকে ভাড়া নিয়ে একটি অফিস খুলেছিল ৷ সেখান থেকেই টাওয়ার বসানোর নাম করে প্রতারণা করত । পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে ৷ তাদের খোঁজে তল্লাশি চলছে ৷

বিধাননগর, 1 ডিসেম্বর : বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ৷ অভিযুক্ত ব্যক্তিকে সল্টলেক থেকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।

বেসরকারি ওই মোবাইল সংস্থার পক্ষ থেকে চলতি বছরের 8 অক্টোবর বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের হয় । অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । গতরাতে মূল অভিযুক্ত বিশ্বজিৎ বোহরাকে হাইল্যান্ড উইলো ইকোপার্কের একটি আবাসন থেকে গ্রেপ্তার করা হয় ৷

রুদ্র সলিউশন নামের একটি কম্পানি খুলেছিল অভিযুক্ত ব্যক্তি ৷ সল্টলেকের বিজে ব্লকে ভাড়া নিয়ে একটি অফিস খুলেছিল ৷ সেখান থেকেই টাওয়ার বসানোর নাম করে প্রতারণা করত । পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে ৷ তাদের খোঁজে তল্লাশি চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.