ETV Bharat / city

গুলি নিয়ে শাহর স্বীকারোক্তি রোগীর মৃত্যুর পর ডাক্তার আসার মতো, কটাক্ষ মমতার

author img

By

Published : Feb 15, 2020, 6:14 AM IST

Updated : Feb 15, 2020, 4:54 PM IST

BJP-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন, গুলি মারো, ইন্দো-পাকিস্তান ম্যাচ জাতীয় কথা বলা উচিত হয়নি । এবার তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Mamata jibe at Shah over disapproval of "goli maro" comment
রোগীর মৃত্যুর পর ডাক্তার আসার মতো, উস্কানিমূলক মন্তব্য নিয়ে শাহর বক্তব্যকে কটাক্ষ মমতার

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : দিল্লি নির্বাচনের ফল বেরোনোর পর BJP প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ স্বীকার করেছেন, ভোটপ্রচারে দলের নেতাদের উস্কানিমূলক মন্তব্য করা উচিত হয়নি । "গুলি মারো"-র মতো বক্তব্যই সেখানে দলের বেশি সংখ্যক আসন জেতার সুযোগ কমিয়েছে বলে তাঁর মত । এরপরই প্রশ্ন তোলে বিরোধীরা । তাদের প্রশ্ন, ভোটের প্রচার চলাকালীন তাহলে কেন চুপ করে ছিলেন তিনি ? এবার নাম না করে তাঁর এই বক্তব্য নিয়ে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, এটা অনেকটা রোগীর মৃত্যুর পর ডাক্তার আসার মতো ।

গতকাল বিধানসভায় কারও নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তাদের মতকে সমর্থন না করায় বিক্ষোভকারীদের প্রকাশ্যে গুলি মারার হুমকি দিচ্ছে কয়েকজন । যদি তাদের সঙ্গে একমত না হও তবে তারা সবাইকে গুলি করার হুমকি দেয় । এখন এটা ঠিক হয়নি বলে কী লাভ ? রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসে কী হবে ?"

দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে বারবার উস্কানিমূলক মন্তব্য করতে শোনা গেছে একাধিক BJP নেতাকে । আন্দোলনকারীদের গুলি মারোর মতো মন্তব্য করতেও শোনা গেছে । মূলত তাঁদের আক্রমণের নিশানায় ছিল শাহিনবাগ । একটি ভিডিয়োয় অনুরাগ ঠাকুরকে বলতে শোনা যায়, দেশদ্রোহীদের আজই গুলি মারা হোক । যারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথও ভোটপ্রচারে শাহিনবাগকে নিশানা করে বলেছিলেন, সন্ত্রাসবাদীদের গুলি খাওয়াই, বিরিয়ানি না । আর ভোটের ফল বেরনোর পর এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, "গুলি মারো, ইন্দো-পাক ম্যাচ জাতীয় কথা বলা উচিত হয়নি । দল এই ধরনের মন্তব্য থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে । কয়েকজন নেতা হিংসাত্মক মন্তব্য করেছেন ঠিকই কিন্তু জনগণ জানে BJP কেমন । হয়ত আমরা এই ধরনের মন্তব্যের ফল ভোগ করলাম ।" আর তাঁর এই মন্তব্য নিয়েই এবার কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় ।

গতকাল BJP শাসিত উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "বাংলায় মহিলাদের সুরক্ষায় আমরা কড়া আইন করেছি । মহিলাদের উপর কোনও অপরাধ হলেই পুলিশ সঙ্গে সঙ্গে অভিযোগ নেয় । কিন্তু, উত্তরপ্রদেশে নির্যাতিতাকে পুড়িয়ে মারা হয় । তাদের পরিবারের উপর হামলা চালানো হয় ।"

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : দিল্লি নির্বাচনের ফল বেরোনোর পর BJP প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ স্বীকার করেছেন, ভোটপ্রচারে দলের নেতাদের উস্কানিমূলক মন্তব্য করা উচিত হয়নি । "গুলি মারো"-র মতো বক্তব্যই সেখানে দলের বেশি সংখ্যক আসন জেতার সুযোগ কমিয়েছে বলে তাঁর মত । এরপরই প্রশ্ন তোলে বিরোধীরা । তাদের প্রশ্ন, ভোটের প্রচার চলাকালীন তাহলে কেন চুপ করে ছিলেন তিনি ? এবার নাম না করে তাঁর এই বক্তব্য নিয়ে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, এটা অনেকটা রোগীর মৃত্যুর পর ডাক্তার আসার মতো ।

গতকাল বিধানসভায় কারও নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তাদের মতকে সমর্থন না করায় বিক্ষোভকারীদের প্রকাশ্যে গুলি মারার হুমকি দিচ্ছে কয়েকজন । যদি তাদের সঙ্গে একমত না হও তবে তারা সবাইকে গুলি করার হুমকি দেয় । এখন এটা ঠিক হয়নি বলে কী লাভ ? রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসে কী হবে ?"

দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে বারবার উস্কানিমূলক মন্তব্য করতে শোনা গেছে একাধিক BJP নেতাকে । আন্দোলনকারীদের গুলি মারোর মতো মন্তব্য করতেও শোনা গেছে । মূলত তাঁদের আক্রমণের নিশানায় ছিল শাহিনবাগ । একটি ভিডিয়োয় অনুরাগ ঠাকুরকে বলতে শোনা যায়, দেশদ্রোহীদের আজই গুলি মারা হোক । যারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথও ভোটপ্রচারে শাহিনবাগকে নিশানা করে বলেছিলেন, সন্ত্রাসবাদীদের গুলি খাওয়াই, বিরিয়ানি না । আর ভোটের ফল বেরনোর পর এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, "গুলি মারো, ইন্দো-পাক ম্যাচ জাতীয় কথা বলা উচিত হয়নি । দল এই ধরনের মন্তব্য থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে । কয়েকজন নেতা হিংসাত্মক মন্তব্য করেছেন ঠিকই কিন্তু জনগণ জানে BJP কেমন । হয়ত আমরা এই ধরনের মন্তব্যের ফল ভোগ করলাম ।" আর তাঁর এই মন্তব্য নিয়েই এবার কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় ।

গতকাল BJP শাসিত উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "বাংলায় মহিলাদের সুরক্ষায় আমরা কড়া আইন করেছি । মহিলাদের উপর কোনও অপরাধ হলেই পুলিশ সঙ্গে সঙ্গে অভিযোগ নেয় । কিন্তু, উত্তরপ্রদেশে নির্যাতিতাকে পুড়িয়ে মারা হয় । তাদের পরিবারের উপর হামলা চালানো হয় ।"

Last Updated : Feb 15, 2020, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.