ETV Bharat / city

আজ শহরে হাসিনা, মমতার সঙ্গে বৈঠকে উঠতে পারে তিস্তা প্রসঙ্গ - ইডেনে মমতা হাসিনা

আজ কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তাজ বেঙ্গল হোটেলে সন্ধ্যায় হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ৷ ওয়াকিবহাল মহলের ধারণা সেই বৈঠকে তিস্তা জল বণ্টন চুক্তি থেকে শুরু করে অনুপ্রবেশ ও NRC সহ একাধিক দ্বিপাক্ষিক ইশু নিয়ে আলোচনা হতে পারে ৷

বৈঠকে মমতা-হাসিনা
author img

By

Published : Nov 21, 2019, 9:49 PM IST

Updated : Nov 22, 2019, 1:56 AM IST

কলকাতা, 22 নভেম্বর : আজ কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তাজ বেঙ্গল হোটেলে সন্ধ্যায় হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওয়াকিবহাল মহলের ধারণা সেই বৈঠকে তিস্তা জল বণ্টন চুক্তি থেকে শুরু করে অনুপ্রবেশ ও NRC সহ একাধিক দ্বিপাক্ষিক ইশু নিয়ে আলোচনা হতে পারে ৷ এদিকে চলতি সপ্তাহেই ইডেনে খেলা দেখতে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ তাই রাজ্যের এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নিরিখে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের বৈঠক ৷

তিস্তা জল বণ্টন চুক্তি নিয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে ৷ কিন্তু প্রতিটি বৈঠকেই নিরাশ হয়েছে ঢাকা ৷ কারণ এই চুক্তিতে সায় নেই পশ্চিমবঙ্গ সরকারের ৷ ইডেনে ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক গোলাপি টেস্ট ম্যাচ ঘিরে ফের কলকাতায় পা রাখছেন হাসিনা ৷ হাসিনার সঙ্গে আজ বৈঠকে বসবেন বলে গতকাল নিজেই বহরমপুরে জানান মুখ্যমন্ত্রী ৷ সরকারিভাবে সৌজন্য বৈঠক বলা হলেও সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বৈঠকটি যথেষ্টই তাৎপর্যপূর্ণ ৷ আজকের বৈঠকে আরেক দফা আলোচনা হতে পারে তিস্তা জল বণ্টন চুক্তি নিয়ে ৷ অতীতে কেন্দ্রীয় সরকার একাধিকবার তিস্তা জল বণ্টন চুক্তি বাস্তবায়নের চেষ্টা করলেও রাজ্যের সায় না থাকায় প্রতিবারই তা ভেস্তে যায় ।

হাসিনার সঙ্গে বৈঠকের কথা জানালেন মমতা ।

তিস্তার জল বণ্টন চুক্তির পাশাপাশি আলোচনায় উঠে আসতে পারে অনুপ্রবেশ ও চোরাচালান ইশু ৷ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বরাবর এ রাজ্যের একটি বড় সমস্যা । গত কয়েক বছরে অনুপ্রবেশ ও চোরাচালান অনেকটাই বেড়েছে ৷আজ বৈঠকে সেই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে । অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে পশ্চিমবঙ্গে NRC কার্যকর করার দাবি উঠেছে । এ রাজ্যে NRC কার্যকর করা হলে প্রতিবেশী দেশেও তার প্রভাব পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । তাই বৈঠকে আলোচনা হতে পারে NRC নিয়েও ।

হাসিনার সঙ্গে মমতার ব্যক্তিগত সম্পর্ক ভালো। সেই সম্পর্ককে হাতিয়ার করে হাসিনা কি তিস্তা ইশুতে টলাতে পারবেন মমতাকে ? NRC নিয়েই বা কী ভাবছে বাংলাদেশ ? সব মিলিয়ে আজকের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে ।

কলকাতা, 22 নভেম্বর : আজ কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তাজ বেঙ্গল হোটেলে সন্ধ্যায় হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওয়াকিবহাল মহলের ধারণা সেই বৈঠকে তিস্তা জল বণ্টন চুক্তি থেকে শুরু করে অনুপ্রবেশ ও NRC সহ একাধিক দ্বিপাক্ষিক ইশু নিয়ে আলোচনা হতে পারে ৷ এদিকে চলতি সপ্তাহেই ইডেনে খেলা দেখতে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ তাই রাজ্যের এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নিরিখে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের বৈঠক ৷

তিস্তা জল বণ্টন চুক্তি নিয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে ৷ কিন্তু প্রতিটি বৈঠকেই নিরাশ হয়েছে ঢাকা ৷ কারণ এই চুক্তিতে সায় নেই পশ্চিমবঙ্গ সরকারের ৷ ইডেনে ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক গোলাপি টেস্ট ম্যাচ ঘিরে ফের কলকাতায় পা রাখছেন হাসিনা ৷ হাসিনার সঙ্গে আজ বৈঠকে বসবেন বলে গতকাল নিজেই বহরমপুরে জানান মুখ্যমন্ত্রী ৷ সরকারিভাবে সৌজন্য বৈঠক বলা হলেও সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বৈঠকটি যথেষ্টই তাৎপর্যপূর্ণ ৷ আজকের বৈঠকে আরেক দফা আলোচনা হতে পারে তিস্তা জল বণ্টন চুক্তি নিয়ে ৷ অতীতে কেন্দ্রীয় সরকার একাধিকবার তিস্তা জল বণ্টন চুক্তি বাস্তবায়নের চেষ্টা করলেও রাজ্যের সায় না থাকায় প্রতিবারই তা ভেস্তে যায় ।

হাসিনার সঙ্গে বৈঠকের কথা জানালেন মমতা ।

তিস্তার জল বণ্টন চুক্তির পাশাপাশি আলোচনায় উঠে আসতে পারে অনুপ্রবেশ ও চোরাচালান ইশু ৷ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বরাবর এ রাজ্যের একটি বড় সমস্যা । গত কয়েক বছরে অনুপ্রবেশ ও চোরাচালান অনেকটাই বেড়েছে ৷আজ বৈঠকে সেই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে । অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে পশ্চিমবঙ্গে NRC কার্যকর করার দাবি উঠেছে । এ রাজ্যে NRC কার্যকর করা হলে প্রতিবেশী দেশেও তার প্রভাব পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । তাই বৈঠকে আলোচনা হতে পারে NRC নিয়েও ।

হাসিনার সঙ্গে মমতার ব্যক্তিগত সম্পর্ক ভালো। সেই সম্পর্ককে হাতিয়ার করে হাসিনা কি তিস্তা ইশুতে টলাতে পারবেন মমতাকে ? NRC নিয়েই বা কী ভাবছে বাংলাদেশ ? সব মিলিয়ে আজকের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে ।

Intro:

কলকাতা, ২১ নভেম্বর: আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ এই বৈঠকের কথা আজ‌ নিজেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামীকাল সন্ধ্যায় তাজ বেঙ্গলে হবে বিশেষ এই বৈঠক।



Body:আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের‌ টেস্ট খেলা। দু'দেশের বিশেষ এই খেলা দেখতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । শেখ হাসিনা এ রাজ্যে আসায় খুশি বাংলার মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, হাসিনা বার বারই আসুন। আমরা ভারতবর্ষের মানুষ তাঁকে ভালোবাসি। বাংলার মানুষতো ভালবাসিই। আমাদের ভাষা বৈচিত্র সংস্কৃতি শিক্ষা সবই এক। হাসিনার সঙ্গে আমার দুটো প্রোগ্রামে দেখা হবে। দুপুরে দেখা হবে ইডেনে। সন্ধ্যেবেলায় ইডেনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেখানেও দেখা হবে। তৃতীয় কর্মসূচি আজই ঠিক হয়েছে একটি সৌজন্যমূলক সাক্ষাৎকারের। সেটা তাজ বেঙ্গলে হবে। তারপর আগামীকালই উনি বাংলাদেশে ফিরে যাবেন।Conclusion:
Last Updated : Nov 22, 2019, 1:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.