কলকাতা, 20 আগস্ট : অর্থ দপ্তর টেন্ডার প্রক্রিয়ার নিয়ম শিথিল করার পর, কোরোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ণের জন্য সরঞ্জাম কেনায় অনিয়াম হয়েছে । এই অভিযোগ খতিয়া দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন সদস্যের একটি প্যানেল গঠন করেছেন।
এই প্যানেলে রয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, অর্থ সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। বিগত পাঁচ মাস ধরে চলতে থাকা কোরোনা প্যান্ডেমিকের মোকাবিলায় রাজ্য সরকার একাধিক ডাক্তারি সরঞ্জাম কিনেছে । স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ণের জন্য বরাদ্দ করা হয় 2 হাজার কোটি টাকা ।
সম্প্রতি ওই সরঞ্জাম কেনার টেন্ডারে অনিয়াম হয়েছে বলে অভিযোগ আসে মুখ্যমন্ত্রীর দপ্তরে । তার পরই তিনি এই প্যানেল করেছেন বলে খবর । এই ধরনের অভিযোগে আসায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় । জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক ।
তিনি আরও বলেছেন , এই প্যানেল তাদের রিপোর্ট মুখ্য সচিব রাজীব সিনহার কাছে জমা দেবে । যদি কারো বিরুদ্ধে অনিয়মের প্রমান পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।
স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের অধিকাংশ স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক ,ও PPE কিট , ভেন্টিলেটর, অক্সিজেন কিনতে খরচা ব্যয় করা হয়েছে বলে খবর । এছাড়াও হাসপাতাল , সেফ হোম, ও স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের জন্য আরও বেশ কিছু সরঞ্জাম কেনা হয়েছিল । বলেছেন ওই আধিকারিক ।
পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার পর্যন্ত 29 লাখ 10 হাজার PPE-র বরাত দিয়েছে , এর মধ্যে 20 লাখ 48 হাজার PPE পেয়েছে । এদিকে 37লাখ 50হাজার n95 মাস্কের বরাত দিয়েছে , এখনও পর্যন্ত পেয়েছে 15 লাখ 5 হাজার । এদিকে 39 লাখ 50হাজার গ্লাভসের বরাত দিয়েছে, 37 লাখ 50 হাজার গ্লাভস পেয়েছে । নিয়মিত মাস্ক বারাত দিয়েছে 49 লাখ 50 হাজার, এর মধ্যে 49 লাখ 10 হাজার পেয়েছে । এদিকে 2 লাখ 51 হাজার লিটার স্যানিটাইজ়ারের বরাত দিয়েছে পেয়েছে 2লাখ 35 হাজার লিটার । এছাড়াও 20 হাজার থার্মাল গান কেনা হয়েছে ।