ETV Bharat / city

Mamata on Police Negligence : হাঁসখালি ও বগটুইয়ের ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্টের দায় পুলিশের ঘাড়ে চাপালেন মমতা - হাঁসখালি ও বগটুইয়ের ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্টের দায় পুলিশের ঘাড়ে চাপালেন মমতা

বীরভূমের বগটুইয়ে (Bagtui Massacre) বেশ কয়েকজনকে পুড়িয়ে মারার অভিযোগ এবং হাঁসখালি গণধর্ষণের (Hanskhali Rape) ঘটনায় রাজ্য রাজনীতিতে হইচই পড়ে গিয়েছে ৷ এই বিরোধীরা কাঠগড়ায় তুলেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারকেই ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর মতে, পুলিশি গাফিলতির জন্য এই দুই ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট হল ৷

mamata-claims-police-negligence-is-main-cause-of-bagtui-hanskhali-incident
Mamata on Police Neglence : হাঁসখালি ও বগটুইয়ের ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্টের দায় পুলিশের ঘাড়ে চাপালেন মমতা
author img

By

Published : Apr 27, 2022, 9:30 PM IST

কলকাতা, 27 এপ্রিল : হাঁসখালি (Bagtui Massacre) এবং বগটুই (Hanskhali Rape) দুই ঘটনায় সরকারের মুখ পোড়ার জন্য পুলিশকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । দুই ঘটনাতেই যে পুলিশের গাফিলতি ছিল এবং তাদের ভুলের মাশুল দিতে হয়েছে সরকারকে, একথা বুধবার স্পষ্ট করেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী (Mamata claims Police Negligence is main cause of Bagtui-Hanskhali incident) । এক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রীর প্রশ্ন, পুলিশি গাফিলতির জন্য কেন ভুগতে হবে সরকারকে ?

এদিন রাজ্যের পুলিশ প্রশাসনকে তাঁর নির্দেশ, কোথাও কোনও ঘটনা ঘটলে প্রকৃত অপরাধী যদি কেউ হয়, তার ক্ষেত্রে রাজনৈতিক রং দেখার দরকার নেই ৷ তিনি বলেন, ‘‘পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে । কেউ অপরাধ করলে তার জন্য রাজনৈতিক রং দেখার দরকার নেই ।

এদিন হাঁসখালির ঘটনার উল্লেখ করতে গিয়ে কার্যত পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । এদিন এই মঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, কেন হাঁসখালির ঘটনা ঘটল, প্রথমেই রানাঘাটের এসপিকে কড়া প্রশ্ন ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী । শুধু তাই নয়, সঠিক সময়ে খবর না পাওয়ার জন্যেও পুলিশ-প্রশাসনকে ভর্ৎসনাও করেন তিনি ।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পুলিশের গাফিলতির জন্য সরকার কেন ভুগবে ? সরকার তো কোনও কিছু লুকোতে চায় না ।’’ আর এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের হাথরস-সহ বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী । তবে হাঁসখালির ঘটনায় আইসির গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি । মুখ্যমন্ত্রীর মতে, ঠিক সময়ে অ্যাকশন নেওয়া হয়নি । কিন্তু কেন নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ।

একইভাবে বীরভূমের এসপির নগেন্দ্র নাথ ত্রিপাঠীকে সামনে বসিয়ে বগটুইয়ের ক্ষেত্রেও পুলিশি ব্যর্থতা নিয়েই সরব হয়েছেন মমতা । এখানে ডিএসপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘‘কোথাও কিছু হলে প্রত্যাঘাত তো হবেই । যদি ডিএসপি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যেতেন তাহলে এটা হত না । রামপুরহাটে অনেক ভুল হয়েছে । তার খেসারত সরকারকে দিতে হচ্ছে ।’’

একই সঙ্গে এদিন ক্ষতিপূরণ নিয়ে বিরোধী খোঁচার জবাব দিয়েছেন তিনি । রামপুরহাটের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ এবং চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী । আর এই পদক্ষেপকে ঘুষ বলে দাবি বিরোধীদের । সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা বলে ইতিমধ্যে হাইকোর্টে মামলাও হয়েছে । আর এই বিষয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিরোধীদের স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘ঘুষ কাকে বলে ! লুকিয়ে চুরিয়ে এখানে কিছু করা হয়নি । আমি আমার কোটা থেকে চাকরি দিয়েছি ৷’’

আরও পড়ুন : Mamata Slams Modi Govt : বাংলার প্রাপ্য না মিটিয়ে বড় বড় ভাষণ, মোদিকে তোপ মমতার

কলকাতা, 27 এপ্রিল : হাঁসখালি (Bagtui Massacre) এবং বগটুই (Hanskhali Rape) দুই ঘটনায় সরকারের মুখ পোড়ার জন্য পুলিশকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । দুই ঘটনাতেই যে পুলিশের গাফিলতি ছিল এবং তাদের ভুলের মাশুল দিতে হয়েছে সরকারকে, একথা বুধবার স্পষ্ট করেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী (Mamata claims Police Negligence is main cause of Bagtui-Hanskhali incident) । এক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রীর প্রশ্ন, পুলিশি গাফিলতির জন্য কেন ভুগতে হবে সরকারকে ?

এদিন রাজ্যের পুলিশ প্রশাসনকে তাঁর নির্দেশ, কোথাও কোনও ঘটনা ঘটলে প্রকৃত অপরাধী যদি কেউ হয়, তার ক্ষেত্রে রাজনৈতিক রং দেখার দরকার নেই ৷ তিনি বলেন, ‘‘পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে । কেউ অপরাধ করলে তার জন্য রাজনৈতিক রং দেখার দরকার নেই ।

এদিন হাঁসখালির ঘটনার উল্লেখ করতে গিয়ে কার্যত পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । এদিন এই মঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, কেন হাঁসখালির ঘটনা ঘটল, প্রথমেই রানাঘাটের এসপিকে কড়া প্রশ্ন ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী । শুধু তাই নয়, সঠিক সময়ে খবর না পাওয়ার জন্যেও পুলিশ-প্রশাসনকে ভর্ৎসনাও করেন তিনি ।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পুলিশের গাফিলতির জন্য সরকার কেন ভুগবে ? সরকার তো কোনও কিছু লুকোতে চায় না ।’’ আর এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের হাথরস-সহ বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী । তবে হাঁসখালির ঘটনায় আইসির গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি । মুখ্যমন্ত্রীর মতে, ঠিক সময়ে অ্যাকশন নেওয়া হয়নি । কিন্তু কেন নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ।

একইভাবে বীরভূমের এসপির নগেন্দ্র নাথ ত্রিপাঠীকে সামনে বসিয়ে বগটুইয়ের ক্ষেত্রেও পুলিশি ব্যর্থতা নিয়েই সরব হয়েছেন মমতা । এখানে ডিএসপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘‘কোথাও কিছু হলে প্রত্যাঘাত তো হবেই । যদি ডিএসপি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যেতেন তাহলে এটা হত না । রামপুরহাটে অনেক ভুল হয়েছে । তার খেসারত সরকারকে দিতে হচ্ছে ।’’

একই সঙ্গে এদিন ক্ষতিপূরণ নিয়ে বিরোধী খোঁচার জবাব দিয়েছেন তিনি । রামপুরহাটের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ এবং চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী । আর এই পদক্ষেপকে ঘুষ বলে দাবি বিরোধীদের । সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা বলে ইতিমধ্যে হাইকোর্টে মামলাও হয়েছে । আর এই বিষয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিরোধীদের স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘ঘুষ কাকে বলে ! লুকিয়ে চুরিয়ে এখানে কিছু করা হয়নি । আমি আমার কোটা থেকে চাকরি দিয়েছি ৷’’

আরও পড়ুন : Mamata Slams Modi Govt : বাংলার প্রাপ্য না মিটিয়ে বড় বড় ভাষণ, মোদিকে তোপ মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.