ETV Bharat / city

কলেজের প্রবেশদ্বারে ঝুলছে মমতার CAA-বিরোধী কবিতার ব্যানার - in front of college gate tmc leaders display Mamata banerjees poem

মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা CAA বিরোধী কবিতার ডিসপ্লে কলেজের মূল ফটকের সামনে৷ প্রতিবাদ, আন্দোলনে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করার জন্যই এমন করেছেন তৃণমূল কর্মীরা৷

Mamata_ Caa collage camping
মতা বন্দ্যোপাধ্যায়ের লেখা CAA বিরোধী কবিতার ডিসপ্লে
author img

By

Published : Jan 27, 2020, 11:08 AM IST

কলকাতা, 27 জানুয়ারি : উত্তর কলকাতার বেশ কয়েকটি কলেজের মূল ফটকের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা CAA-বিরোধী কবিতা ৷ প্রতিবাদ, আন্দোলনে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করার জন্যই নাকি এমন করেছেন তৃণমূল কর্মীরা ৷

সুরেন্দ্রনাথ, বঙ্গবাসীসহ বেশ কয়েকটি কলেজের মূল ফটকের সামনে জ্বলজ্বল করছে এই হোর্ডিং ৷ হোর্ডিংয়ের একপাশে মাইক্রোফোন হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি ৷ আর অন্যপাশে তাঁর লেখা CAA-বিরোধী কবিতা "গর্জে ওঠো"। মোট 45 লাইনের ওই কবিতার মাধ্যমেই ছাত্র-ছাত্রীদের উদ্দেশে আন্দোলনে নামার বার্তা দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা CAA বিরোধী কবিতার ডিসপ্লে

NRC ও JNU-এর প্রসঙ্গে ইতিমধ্যে সরব হয়েছে দেশের ছাত্র সমাজের একাংশ ৷ অপরদিকে, CAA-বিরোধী আন্দোলনের অন্যতম মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ NRC ও JNU ইশুতে ক্ষুব্ধ ছাত্র সমজাকে কাজে লাগাতেই তৃণমূল এই কৌশল নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷

কলকাতা, 27 জানুয়ারি : উত্তর কলকাতার বেশ কয়েকটি কলেজের মূল ফটকের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা CAA-বিরোধী কবিতা ৷ প্রতিবাদ, আন্দোলনে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করার জন্যই নাকি এমন করেছেন তৃণমূল কর্মীরা ৷

সুরেন্দ্রনাথ, বঙ্গবাসীসহ বেশ কয়েকটি কলেজের মূল ফটকের সামনে জ্বলজ্বল করছে এই হোর্ডিং ৷ হোর্ডিংয়ের একপাশে মাইক্রোফোন হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি ৷ আর অন্যপাশে তাঁর লেখা CAA-বিরোধী কবিতা "গর্জে ওঠো"। মোট 45 লাইনের ওই কবিতার মাধ্যমেই ছাত্র-ছাত্রীদের উদ্দেশে আন্দোলনে নামার বার্তা দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা CAA বিরোধী কবিতার ডিসপ্লে

NRC ও JNU-এর প্রসঙ্গে ইতিমধ্যে সরব হয়েছে দেশের ছাত্র সমাজের একাংশ ৷ অপরদিকে, CAA-বিরোধী আন্দোলনের অন্যতম মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ NRC ও JNU ইশুতে ক্ষুব্ধ ছাত্র সমজাকে কাজে লাগাতেই তৃণমূল এই কৌশল নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷

Intro:কলকাতা, ২৫ জানুয়ারি : এবারে নিজের লেখা কবিতা টাঙিয়ে কলেজে কলেজে CAA এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ, আন্দোলনে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করার জন্যং ইতিমধ্যেই সুরেন্দ্রনাথ, বঙ্গবাসী সহ বেশ কয়েকটি কলেজের মূল ফটকের সামনে ডিসপ্লে করা হয়েছে বিশেষ হোর্ডিং। এই হোর্ডিংটির একপাশে মাইক্রোফোন হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ছবি। অন্য পাশ গুলোতে তার সদ্য লেখা একটি কবিতার মাধ‍্যমে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আন্দোলনে নামার বার্তা দিচ্ছেন তিনি।


Body:NRC এবং JNU এর ঘটনা নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে রাজ‍্য তথা গোটা দেশের ছাত্র সমাজ। কার্যত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তারা। অন‍্যদিকে, CAA বিরোধী আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ও। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি। এবারে NRC ও JNU নিয়ে তেতে থাকা ছাত্র সমাজের ক্ষোভকে কাজে লাগাতে তৃণমূল নেত্রী কৌশলি পদক্ষেপ নিচ্ছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কলেজের প্রবেশ দ্বারের সামনে হোর্ডিং লাগিয়ে নিজের লেখা প্রতিবাদী কবিতা লিপীবদ্ধ করেছেন মমতা। প্রতিরোধের কবিতা বলে এটিকে উল্লেখ করেছেন তিনি। মোট ৪৫ লাইনের এই কবিতার নাম দিয়েছেন "গর্জে ওঠো"। মমতার লেখা এই কবিতাটির কয়েকটি লাইন হলো " আত্ম প্রত‍্যয়ের অগ্নি আজ জ্বলুক সবার ঘরে । অশনি সংকেতের দমকা হওয়া কেন বইছে জোরে ? সকাল বেলায় রাত্রি ঘনায় কোন নিশানার তরে ....


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.