ETV Bharat / city

জন্মদিনে মমতার শুভেচ্ছা বার্তা পেয়েও কটাক্ষের সুর মান্নানের

শুভেচ্ছা বার্তায় মান্নান সাহেবের শারীরিক সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী । শুক্রবার এই বিষয়ে আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চিঠির প্রাপ্তি স্বীকার করেন ।

mamata-banerjee-wises-happy-birth-day-to-abdul-mannan
mamata-banerjee-wises-happy-birth-day-to-abdul-mannan
author img

By

Published : Jun 4, 2021, 4:28 PM IST

কলকাতা, 4 জুন : রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এমনিতে রাজ্য রাজনীতিতে আবদুল মান্নান সব রাজনৈতিক দলের কাছেই গ্রহণযোগ্য মুখ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দাদা সম্বোধন করেন । সেই প্রবীণ কংগ্রেস নেতার 70 বছরের জন্মদিনে তাঁকে পত্র মারফত শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী । গতকালই মুখ্যমন্ত্রীর সেই শুভেচ্ছাপত্র পৌঁছেছে মান্নান সাহেবের শ্রীরামপুরের বাড়িতে । মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেও মান্নানের গলায় শোনা গেল কটাক্ষের সুর ৷

জানা গিয়েছে, শুভেচ্ছা বার্তায় মান্নান সাহেবের শারীরিক সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী । শুক্রবার এই বিষয়ে আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চিঠির প্রাপ্তি স্বীকার করেন । মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান । জানা গিয়েছে, আবদুল মান্নানের পাল্টা ধন্যবাদ বার্তা ই-মেল মারফত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে ৷
আরও পড়ুন: নারদ মামলাকে প্রভাবিত করার অভিযোগে মুখ্যমন্ত্রীকেও যুক্ত করল সিবিআই

যদিও মান্নান সাহেব জানিয়েছেন, গতকাল তাঁর জন্মদিন ছিল না । তবে তাঁর স্কুল সার্টিফিকেটে এই দিনটিকেই জন্মদিন হিসেবে উল্লেখ করা হয়েছে । মুখ্যমন্ত্রী মনে করে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠানোয় তিনি ধন্যবাদ জানালেও পাশাপাশি কটাক্ষের সুরও শোনা গেল কংগ্রেস নেতার গলায় ৷ বললেন, "গত 5 বছর রাজ্যের বিরোধী দলনেতা থাকলেও এমন চিঠি পাইনি । শুভেচ্ছাবার্তা নিয়ে একটি গানের কলি মনে পড়ছে---জীবনে যাঁরে তুমি দাওনি মালা, মরণে কেন তাঁরে দিতে এলে ফুল ।"

কলকাতা, 4 জুন : রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এমনিতে রাজ্য রাজনীতিতে আবদুল মান্নান সব রাজনৈতিক দলের কাছেই গ্রহণযোগ্য মুখ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দাদা সম্বোধন করেন । সেই প্রবীণ কংগ্রেস নেতার 70 বছরের জন্মদিনে তাঁকে পত্র মারফত শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী । গতকালই মুখ্যমন্ত্রীর সেই শুভেচ্ছাপত্র পৌঁছেছে মান্নান সাহেবের শ্রীরামপুরের বাড়িতে । মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেও মান্নানের গলায় শোনা গেল কটাক্ষের সুর ৷

জানা গিয়েছে, শুভেচ্ছা বার্তায় মান্নান সাহেবের শারীরিক সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী । শুক্রবার এই বিষয়ে আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চিঠির প্রাপ্তি স্বীকার করেন । মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান । জানা গিয়েছে, আবদুল মান্নানের পাল্টা ধন্যবাদ বার্তা ই-মেল মারফত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে ৷
আরও পড়ুন: নারদ মামলাকে প্রভাবিত করার অভিযোগে মুখ্যমন্ত্রীকেও যুক্ত করল সিবিআই

যদিও মান্নান সাহেব জানিয়েছেন, গতকাল তাঁর জন্মদিন ছিল না । তবে তাঁর স্কুল সার্টিফিকেটে এই দিনটিকেই জন্মদিন হিসেবে উল্লেখ করা হয়েছে । মুখ্যমন্ত্রী মনে করে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠানোয় তিনি ধন্যবাদ জানালেও পাশাপাশি কটাক্ষের সুরও শোনা গেল কংগ্রেস নেতার গলায় ৷ বললেন, "গত 5 বছর রাজ্যের বিরোধী দলনেতা থাকলেও এমন চিঠি পাইনি । শুভেচ্ছাবার্তা নিয়ে একটি গানের কলি মনে পড়ছে---জীবনে যাঁরে তুমি দাওনি মালা, মরণে কেন তাঁরে দিতে এলে ফুল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.