কলকাতা, 6 জুন : শুক্রবার রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়েছিল কসবার রাজডাঙ্গা । বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর এড়ায়নি । সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানকে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee warns Javed Khan)।
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এদিন মন্ত্রীর কাছে জানতে চান কেন তাঁর এলাকায় বারবার এই ধরনের গন্ডগোলের ঘটনা ঘটছে । একই সঙ্গে মুখ্যমন্ত্রী বার্তা দেন, দল কোনওভাবেই কোনও গোষ্ঠীদ্বন্দ্বকে প্রশ্রয় দেবে না । কাউন্সিলার-মন্ত্রী সবাইকে মিলেমিশে চলতে হবে । দলে একটাই গ্রুপ সেটা তৃণমূল কংগ্রেস । এর বাইরে কোনও কিছুই বরদাস্ত করা হবে না ।
যদিও মন্ত্রী এরপর মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন । তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাখ্যা শোনার প্রয়োজন মনে করেননি । তিনি স্পষ্ট বার্তা দেন, ভবিষ্যতে কসবা এলাকার কোনও গন্ডগোলের বা গোষ্ঠীদ্বন্দ্বের খবর যেন তাঁর কাছে না আসে ।
আরও পড়ুন : প্রোমাটারের খপ্পর থেকে 'শিক্ষিকা মমতা'র স্কুলকে উদ্ধার করলেন কাউন্সিলর
প্রসঙ্গত, সাধারণত দলীয় বৈঠকে দলের নেতা-মন্ত্রীদের এভাবে সতর্ক করে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায়ই দেখা যায় । কিন্তু মন্ত্রিসভার বৈঠকের মাঝে মন্ত্রীকে এভাবে সতর্ক করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ । এই মুহূর্তে প্রশাসক হিসাবে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি । বিভিন্ন ক্ষেত্রে তাঁকে জেলায় গিয়ে প্রশাসনিক কর্তা-ব্যক্তিদের কড়া বার্তা দিতে দেখা গিয়েছে ।