ETV Bharat / city

দুপুরে রাজীব মামলার শুনানি, রাতে ভবানী ভবনে মুখ্যমন্ত্রী - সারদা

রাজীব কুমার মামলার শুনানি শুরু হয়েছে গতকাল থেকেই । এদিকে, গতকালই ভবানী ভবনে গেলেন মুখ্যমন্ত্রী । কেন ? মুখ্যমন্ত্রী বলছেন, "রুটিন ভিজ়িট ।"

মমতা ব্যানার্জি
author img

By

Published : Jul 18, 2019, 3:36 AM IST

কলকাতা, 18 জুলাই : নবান্ন থেকে বাড়ি ফেরার পথে রাতে হঠাৎই ভবানী ভবন গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রায় এক ঘণ্টা পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । হঠাৎ কেন তিনি ভবানী ভবনে ? প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "রুটিন ভিজ়িট ।" পুলিশ কর্তারাও মুখ খুলতে চাইছেন না । তবে, বিশেষজ্ঞ মহলের মতে, দুপুরে রাজীব কুমারের আইনজীবীর আক্রমণাত্মক হওয়ার পর রাতে মুখ্যমন্ত্রীর ভবানী ভবনে যাওয়া নিশ্চয়ই কিছু ইঙ্গিত দিচ্ছে ।

ফের চিটফান্ড ইশুতে তৎপরতা দেখাতে শুরু করেছে CBI । শতাব্দী রায়সহ বেশ কয়েকজনকে তলব করা হয়েছে । এদিকে, রাজীব কুমার মামলার শুনানিও শুরু হয়েছে গতকাল থেকে । তাহলে কি এসব বিষয়ে আলোচনা হয়েছে ? রাজীব কুমারের সঙ্গে কি দেখা করেছেন মুখ্যমন্ত্রী ? প্রশ্ন উঠলেও উত্তর মেলেনি ।

গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । ছিলেন সুরজিৎ কর পুরকায়স্থ, নগরপাল অনুজ শর্মা, বীরেন্দ্র, জ্ঞানবন্ত সিংদের মতো দুঁদে পুলিশকর্তারা । প্রায় ঘণ্টাখানেক আলোচনা শেষে হাসি মুখেই বের হন মুখ্যমন্ত্রী । রওনা দেন বাড়ির উদ্দেশে ।

রাজীব কুমার মামলার শুনানি শুরুর দিনই মুখ্যমন্ত্রীর ভবানী ভবনে আসা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে । একটি সূত্র বলছে, একাধিক ইশুতে বেশ কয়েকজন BJP নেতার বিরুদ্ধেও মামলা চলছে । সেইসব মামলার অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে । তবে, খোদ মুখ্যমন্ত্রী বলছেন, "এটা রুটিন ভিজ়িট ।"

কলকাতা, 18 জুলাই : নবান্ন থেকে বাড়ি ফেরার পথে রাতে হঠাৎই ভবানী ভবন গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রায় এক ঘণ্টা পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । হঠাৎ কেন তিনি ভবানী ভবনে ? প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "রুটিন ভিজ়িট ।" পুলিশ কর্তারাও মুখ খুলতে চাইছেন না । তবে, বিশেষজ্ঞ মহলের মতে, দুপুরে রাজীব কুমারের আইনজীবীর আক্রমণাত্মক হওয়ার পর রাতে মুখ্যমন্ত্রীর ভবানী ভবনে যাওয়া নিশ্চয়ই কিছু ইঙ্গিত দিচ্ছে ।

ফের চিটফান্ড ইশুতে তৎপরতা দেখাতে শুরু করেছে CBI । শতাব্দী রায়সহ বেশ কয়েকজনকে তলব করা হয়েছে । এদিকে, রাজীব কুমার মামলার শুনানিও শুরু হয়েছে গতকাল থেকে । তাহলে কি এসব বিষয়ে আলোচনা হয়েছে ? রাজীব কুমারের সঙ্গে কি দেখা করেছেন মুখ্যমন্ত্রী ? প্রশ্ন উঠলেও উত্তর মেলেনি ।

গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । ছিলেন সুরজিৎ কর পুরকায়স্থ, নগরপাল অনুজ শর্মা, বীরেন্দ্র, জ্ঞানবন্ত সিংদের মতো দুঁদে পুলিশকর্তারা । প্রায় ঘণ্টাখানেক আলোচনা শেষে হাসি মুখেই বের হন মুখ্যমন্ত্রী । রওনা দেন বাড়ির উদ্দেশে ।

রাজীব কুমার মামলার শুনানি শুরুর দিনই মুখ্যমন্ত্রীর ভবানী ভবনে আসা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে । একটি সূত্র বলছে, একাধিক ইশুতে বেশ কয়েকজন BJP নেতার বিরুদ্ধেও মামলা চলছে । সেইসব মামলার অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে । তবে, খোদ মুখ্যমন্ত্রী বলছেন, "এটা রুটিন ভিজ়িট ।"

Intro:কলকাতা, ১৭ জুলাই: দুপুরে হাইকোর্টে রাজীব কুমারের আইনজীবীর আক্রমণাত্মক সওয়াল। তারপর বিকেলে হঠাৎই ভবনীভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজিপি বীরেন্দ্র। নবান্ন থেকে বেরিয়ে সোজা রাজ্য পুলিশের সদর দপ্তরে যান তিনি। যদিও ঠিক কেন এই ভবনী ভবনে যাওয়া, তা অবশ্য সরকারি ভাবে জানা যায়নি। এ নিয়ে মুখ খোলেননি কেউই। তবে ভবানী ভবনে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি।
Body:মুখ্যমন্ত্রীর হঠাৎ এই ভবনী ভবনে যাওয়া নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। তবে কি রাজিব কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী? এমনিতে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে রাজ্য পুলিশের সদর দপ্তরে যেতেই পারেন তিনি। দেখা করতেই পারেন রাজিব কুমারের সঙ্গে। তবে যেহেতু আজ থেকেই রোজ হাইকোর্টে রাজীবের মামলার শুনানি হবে তাই জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। Conclusion:এমনিতেই আজ হাইকোর্টে রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায় যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন। বিচারপতি মধুমিতা মিত্রের এজলাসে তিনি প্রশ্ন তোলেন সারদা মামলার তদন্ত নিয়েই। তাঁর প্রশ্ন ছিল, এখনো পর্যন্ত কেন একজন SEBI আধিকারিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হল না? রাজ্য সরকার গঠিত SIT এই মামলার তদন্ত করতে গিয়ে দেখেছে, বেশ কয়েকজন RBI ও SEBI আধিকারিক সারদা থেকে নানা সুবিধা পেয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.