ETV Bharat / city

ভারত-চিন ইশুতে কেন্দ্রের পাশে মমতা, থাকবেন সর্বদলীয় বৈঠকে - ভারত চিন যুদ্ধ

ভারত-চিন ইশুতে আজকের সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় । সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক বিষয়ে নিজের মতামত জানাবেন বলে খবর ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 18, 2020, 10:20 PM IST

Updated : Jun 19, 2020, 6:52 AM IST

কলকাতা, 19 জুন : কোরোনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে বুধবার মুখ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায় ‌। তবে আজ দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন তিনি । শুধু উপস্থিত থাকা নয়, চিনের সেনা আগ্রাসনের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী । বৈঠকে নিজের মতামত তুলে ধরবেন বলেও জানা গেছে ।

প্রধানমন্ত্রীর ডাকা মুখ্যমন্ত্রীদের বৈঠকে বাংলার কোনও গুরুত্ব থাকে না এবং বাংলাকে বলতে দেওয়া হয় না বলে অভিযোগ তুলে বার বারই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় । সে কারণে বুধবার মুখ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দেননি তিনি । এই অবস্থায় আজ চিন সেনার আগ্রাসন ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পদক্ষেপ নিতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী । সমস্ত রাজনৈতিক দলের পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ স্থির করতে চায় কেন্দ্র । এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকেও আমন্ত্রণ জানানো হয়েছে । জানা গেছে, প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি । দেশের স্বার্থে সংঘাত ভুলে নরেন্দ্র মোদির পাশে দাঁড়াবেন বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সীমান্ত সমস্যা নিয়ে আগামীকালের সর্বদলীয় বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা ।

লাদাখে সীমান্ত সংঘর্ষে যে 20 জন শহিদ হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন বাংলার দুই জওয়ানও । তাঁদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ।

কলকাতা, 19 জুন : কোরোনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে বুধবার মুখ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায় ‌। তবে আজ দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন তিনি । শুধু উপস্থিত থাকা নয়, চিনের সেনা আগ্রাসনের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী । বৈঠকে নিজের মতামত তুলে ধরবেন বলেও জানা গেছে ।

প্রধানমন্ত্রীর ডাকা মুখ্যমন্ত্রীদের বৈঠকে বাংলার কোনও গুরুত্ব থাকে না এবং বাংলাকে বলতে দেওয়া হয় না বলে অভিযোগ তুলে বার বারই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় । সে কারণে বুধবার মুখ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দেননি তিনি । এই অবস্থায় আজ চিন সেনার আগ্রাসন ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পদক্ষেপ নিতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী । সমস্ত রাজনৈতিক দলের পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ স্থির করতে চায় কেন্দ্র । এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকেও আমন্ত্রণ জানানো হয়েছে । জানা গেছে, প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি । দেশের স্বার্থে সংঘাত ভুলে নরেন্দ্র মোদির পাশে দাঁড়াবেন বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সীমান্ত সমস্যা নিয়ে আগামীকালের সর্বদলীয় বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা ।

লাদাখে সীমান্ত সংঘর্ষে যে 20 জন শহিদ হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন বাংলার দুই জওয়ানও । তাঁদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ।

Last Updated : Jun 19, 2020, 6:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.