ETV Bharat / city

আমি হিন্দু ধর্মের মেয়ে, অন্য ধর্মকে ঘৃণা করি না : মমতা

গণপিটুনি ও অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন দেশের 49 জন বিশিষ্ট ব্যক্তি ৷ নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে বিশিষ্টদের সঙ্গে তিনি একমত বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "আজ বিশিষ্টরা যা বলেছেন তাঁদের সঙ্গে আমি একমত । তাঁরা সঠিক বলেছেন । আমি অনেকদিন ধরে বলছি, সব ধর্মকে ভালোবাসি । আমি হিন্দু ধর্মের মেয়ে হয়ে অন্য ধর্মকে ঘৃণা করতে পারি না ।"

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jul 24, 2019, 8:46 PM IST

কলকাতা, 24 জুলাই : গণপিটুনি ও অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন দেশের 49 জন বিশিষ্ট ব্যক্তি ৷ নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে বিশিষ্টদের সঙ্গে তিনি একমত বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "আজ বিশিষ্টরা যা বলেছেন তাঁদের সঙ্গে আমি একমত । তাঁরা সঠিক বলেছেন । আমি অনেকদিন ধরে বলছি, সব ধর্মকে ভালোবাসি । আমি হিন্দু ধর্মের মেয়ে হয়ে অন্য ধর্মকে ঘৃণা করতে পারি না ।"

"জয়শ্রীরাম" স্লোগান না দেওয়ার কারণে দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা ঘটছে ৷ বেড়ে চলেছে অসহিষ্ণুতার ঘটনাও । এই অভিযোগ নিয়ে তথ্য পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনুপম রায় থেকে শুরু করে মণিরত্নম, কেতন মেহতা, শ্যাম বেনেগাল, শুভা মুদগলসহ 49 জন শিল্পী ৷ চিঠিতে বিদ্বজ্জনরা লেখেন, "জয়শ্রীরাম" স্লোগান এখন যুদ্ধের কান্নায় পরিণত হয়েছে ৷ যা আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি করছে ৷ এই ধ্বনি তুলে বহু গণপিটুনির ঘটনা ঘটছে ৷ ধর্মের নামে এমন ঘটনা ঘটছে দেখে আশ্চর্য লাগছে ৷ এটা মধ্যযুগ নয় ! অনেকেই এখন রামের নাম শুনে ভয় পাচ্ছেন ৷ এটা বন্ধ করা হোক।" মোট পাঁচ পাতার চিঠিতে অপর্ণা সেনরা আরও লেখেন, " আপনি সংসদে গণপিটুনির সমালোচনা করছেন ৷ কিন্তু সেটা উপযুক্ত নয় ৷ এই ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? দোষীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন ৷ যদি খুনের ক্ষেত্রে প্যারোলবিহীন যাবজ্জীবন সাজা হয়, তবে গণপিটুনির ক্ষেত্রে কেন হবে না? নিজের দেশে কেউ ভয় নিয়ে বাঁচতে পারে না ৷"

আজ নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান শেষে এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি ওঁদের সঙ্গে একেবারে একমত । ওঁদের আমি সম্মান করি । প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া তাঁদের অধিকার । যখনই দেশের প্রয়োজন হয়েছে, চেতনার প্রয়োজন হয়েছে, বিশিষ্টরা এগিয়ে এসেছেন । তাঁদের অনুপ্রেরণা আমাদের প্রাণবন্ত করে । একটা ভাষণে যা কাজ হয় তার থেকে একটা গানে বেশি কাজ হয় । আমি কোনও ধর্মের, কোনও স্লোগানের বিরুদ্ধে নয় । সবাইকে সম্মান করি । ধর্ম যার যার উৎসব সবার । সবাই সবাইকে ভালোবাসুক । "

ইতিমধ্যে BJP-র তরফে বিশিষ্টদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । অভিযোগ করা হয়েছে বিশিষ্টদের মদত দিচ্ছে অন্য রাষ্ট্র । এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা একেবারে ভুল । শ্যাম বেনেগাল, অপর্ণা সেন, গৌতম ঘোষরা হিমালয় । তাঁরা এসব করবেন? তাঁদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয় । কারোর তাঁদের পছন্দ হতে পারে, আবার নাও হতে পারে । কাউকে সমর্থন করছে না বলে এটা বলতে হবে যে তাঁরা বিদেশ থেকে ফান্ড নিচ্ছেন বা দেশবিরোধী বা সন্ত্রাসবাদী । এটা বলা কি ঠিক? এটা গণতান্ত্রিক দেশ । সবারই কথা বলার অধিকার আছে । "

কলকাতা, 24 জুলাই : গণপিটুনি ও অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন দেশের 49 জন বিশিষ্ট ব্যক্তি ৷ নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে বিশিষ্টদের সঙ্গে তিনি একমত বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "আজ বিশিষ্টরা যা বলেছেন তাঁদের সঙ্গে আমি একমত । তাঁরা সঠিক বলেছেন । আমি অনেকদিন ধরে বলছি, সব ধর্মকে ভালোবাসি । আমি হিন্দু ধর্মের মেয়ে হয়ে অন্য ধর্মকে ঘৃণা করতে পারি না ।"

"জয়শ্রীরাম" স্লোগান না দেওয়ার কারণে দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা ঘটছে ৷ বেড়ে চলেছে অসহিষ্ণুতার ঘটনাও । এই অভিযোগ নিয়ে তথ্য পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনুপম রায় থেকে শুরু করে মণিরত্নম, কেতন মেহতা, শ্যাম বেনেগাল, শুভা মুদগলসহ 49 জন শিল্পী ৷ চিঠিতে বিদ্বজ্জনরা লেখেন, "জয়শ্রীরাম" স্লোগান এখন যুদ্ধের কান্নায় পরিণত হয়েছে ৷ যা আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি করছে ৷ এই ধ্বনি তুলে বহু গণপিটুনির ঘটনা ঘটছে ৷ ধর্মের নামে এমন ঘটনা ঘটছে দেখে আশ্চর্য লাগছে ৷ এটা মধ্যযুগ নয় ! অনেকেই এখন রামের নাম শুনে ভয় পাচ্ছেন ৷ এটা বন্ধ করা হোক।" মোট পাঁচ পাতার চিঠিতে অপর্ণা সেনরা আরও লেখেন, " আপনি সংসদে গণপিটুনির সমালোচনা করছেন ৷ কিন্তু সেটা উপযুক্ত নয় ৷ এই ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? দোষীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন ৷ যদি খুনের ক্ষেত্রে প্যারোলবিহীন যাবজ্জীবন সাজা হয়, তবে গণপিটুনির ক্ষেত্রে কেন হবে না? নিজের দেশে কেউ ভয় নিয়ে বাঁচতে পারে না ৷"

আজ নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান শেষে এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি ওঁদের সঙ্গে একেবারে একমত । ওঁদের আমি সম্মান করি । প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া তাঁদের অধিকার । যখনই দেশের প্রয়োজন হয়েছে, চেতনার প্রয়োজন হয়েছে, বিশিষ্টরা এগিয়ে এসেছেন । তাঁদের অনুপ্রেরণা আমাদের প্রাণবন্ত করে । একটা ভাষণে যা কাজ হয় তার থেকে একটা গানে বেশি কাজ হয় । আমি কোনও ধর্মের, কোনও স্লোগানের বিরুদ্ধে নয় । সবাইকে সম্মান করি । ধর্ম যার যার উৎসব সবার । সবাই সবাইকে ভালোবাসুক । "

ইতিমধ্যে BJP-র তরফে বিশিষ্টদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । অভিযোগ করা হয়েছে বিশিষ্টদের মদত দিচ্ছে অন্য রাষ্ট্র । এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা একেবারে ভুল । শ্যাম বেনেগাল, অপর্ণা সেন, গৌতম ঘোষরা হিমালয় । তাঁরা এসব করবেন? তাঁদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয় । কারোর তাঁদের পছন্দ হতে পারে, আবার নাও হতে পারে । কাউকে সমর্থন করছে না বলে এটা বলতে হবে যে তাঁরা বিদেশ থেকে ফান্ড নিচ্ছেন বা দেশবিরোধী বা সন্ত্রাসবাদী । এটা বলা কি ঠিক? এটা গণতান্ত্রিক দেশ । সবারই কথা বলার অধিকার আছে । "

Intro:প্রধানমন্ত্রীকে দেওয়া বুদ্ধিজীবীদের চিঠি নিয়ে মমতার প্রতিক্রিয়াBody:প্রধানমন্ত্রীকে দেওয়া বুদ্ধিজীবীদের চিঠি নিয়ে মমতার প্রতিক্রিয়াConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.