কলকাতা, 23 জুন : করোনার (Covid) চিকিৎসায় ভারতেই আবিষ্কার হয়েছে কোভ্যাকসিন (Covaxin) ৷ যে ভ্যাকসিনের প্রস্তুতকারক ভারত বায়োটেক (Bharat Biotech) ৷ এবার সেই ভ্যাকসিন নিয়েই কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর কটাক্ষ, কোভ্যাকসিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মাথা থেকে আবিষ্কার হয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতে কোভ্য়াকসিন দেওয়া হলেও এখনও বিশ্বস্বাস্থ্য সংস্থা (World Health Organization) করোনার এই টিকাকে ছাড়পত্র দেয়নি ৷ এই নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) সঙ্গে এখনও আলাপ-আলোচনা চালাচ্ছে সংশ্লিষ্ট প্রস্তুতকারক সংস্থা ৷ কিন্তু বিশ্বস্বাস্থ্য সংস্থার ছাড়পত্র না আসায় বিদেশে এই ভ্যাকসিন নিয়ে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না ৷ ফলে যাঁরা বিদেশে পড়তে যেতে চান বা অন্য কাজ করেন, তাঁরা চরম সমস্যায় পড়েছেন ৷
আরও পড়ুন : Mamata Banerjee : বঙ্গে দ্রুত উপ-নির্বাচনের দাবিতে সরব মুখ্যমন্ত্রী
বুধবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই বিষয়টি তুলে ধরেন ৷ এই বিষয়টির সমাধান করা উচিত বলেও তিনি জানান ৷ এই নিয়ে তিনি রাজ্য প্রশাসনের আধিকারিকদের কেন্দ্রকে চিঠি দেওয়ার নির্দেশও দেন, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায় ৷ আর সেই কথা বলতেই বলতেই মমতা বলেন, ‘‘কোভ্যাকসিন যেটা প্রধানমন্ত্রীর মাথা থেকে আবিষ্কার হয়েছে ৷ যেটা নিয়ে ব্রাজিল, বাংলাদেশের সঙ্গেও সমস্যা চলছে ৷’’
আরও পড়ুন : ভুয়ো টিকাকরণ শিবির থেকে ধৃত ভুয়ো আইএএস আধিকারিক
একই সঙ্গে এদিন বিজেপির সমালোচনায় আরও একবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা করোনার ভ্যাকসিন নিয়ে বিরোধীদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন ৷ এদিন তার পালটা মমতা বলেন, ‘‘আমি বুঝতে পারি না কেন নাড্ডা এমন বলছেন !’’
একই সঙ্গে তাঁর প্রশ্ন, তিনি (নাড্ডা) কি জানেন না যে বাংলার ভোট নিয়ে তাঁদের নীতির জন্য মানুষকে দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত হতে দেওয়া হয়নি ৷ দ্বিতীয় ঢেউয়ের জন্য তারা (বিজেপি) দায়ী ৷ ঠিকমতো ভ্যাকসিন দেওয়া হয়নি ৷ বিজেপি রাজ্যগুলিকে দেওয়া হয়েছে ৷ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমার মনে হয় সকলের বিজেপিই একটা বড় রোগ ৷’’
আরও পড়ুন : Jnaneswari accident : খোঁজ মিলবে জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় নিখোঁজ স্নেহার, সিবিআই তদন্তে আশায় বাত্রা পরিবার