ETV Bharat / city

Mamata to Oppositions: পুজোয় 50 হাজার কোটির লেনদেন, বিজয়ার মঞ্চ থেকে বিরোধীদের চুপ করালেন মমতা - Mamata Banerjee slams oppositions

নেতিবাচক রাজনীতি রাজ্যের জন্য ভালো নয় ৷ বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিরোধীদের বার্তা মমতার (Mamata Banerjee slams oppositions from Bijoya Sammilani)। একইসঙ্গে দুর্গাপুজো কার্নিভাল নিয়ে বিরোধীদের যে প্রচার তা খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী ৷

Mamata to Oppositions
বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিরোধীদের বার্তা মমতার
author img

By

Published : Oct 12, 2022, 8:56 PM IST

Updated : Oct 12, 2022, 9:38 PM IST

কলকাতা, 12 অক্টোবর: কেউ কেউ পুজো নিয়ে রাজনীতি করছেন ৷ তবে নেতিবাচক রাজনীতি রাজ্যের জন্য ভালো নয় ৷ বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বার্তা মমতার (Mamata Banerjee slams oppositions from Bijoya Sammilani)। একইসঙ্গে দুর্গাপুজো কার্নিভাল নিয়ে বিরোধীদের যে প্রচার তা খারিজ করে দিয়ে মমতার বক্তব্য, দুর্গাপুজো কার্নিভাল নিয়ে কেউ কেউ প্রশ্ন করেছিল। কিন্তু এবার দুর্গাপুজোয় প্রায় 50 হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এর অধিকাংশ ক্ষেত্রেই অর্থ সরাসরি গরীব মানুষের কাছে গিয়েছে, তাই এই লেনদেন ভীষণ গুরুত্বপূর্ণ।

কেবল বিরোধীদের তোপ দেগেই এদিন ক্ষান্ত থাকেননি, বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বেশ কিছু উল্লেখযোগ্য ঘোষণাও করেছেন ৷ মমতা জানিয়েছেন, এই মুহূর্তে দেশের শিল্প-বাণিজ্যমহলের নজর বাংলার দিকে। একদিকে যেমন তাজপুর বন্দর গড়ে তুলছেন আদানিরা, একইভাবে ডানকুনি থেকে অমৃতসর পর্যন্ত ফ্রেড করিডোর তৈরি হচ্ছে। এই ফ্রেড করিডোর যে অঞ্চল দিয়ে যাবে সেই এলাকার চেহারা বদলে যাবে। এছাড়া পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়ার প্রকল্পেরও অগ্রগতি হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: তাজপুর বন্দর তৈরির জন্য আদানি গোষ্ঠীর হাতে ইচ্ছাপত্র তুলে দিল রাজ্য সরকার

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, জঙ্গলমহলকে কেন্দ্র করে প্রায় 72 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে । উল্লেখ্য, বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এদিন নিজের হাতে 'তাজপুর বন্দর ইচ্ছাপত্র' তুলে দেন আদানি গোষ্ঠীর হাতে । ছিলেন শিল্পসচিব বন্দনা এবং শিল্পমন্ত্রী শশী পাঁজাও ।

কলকাতা, 12 অক্টোবর: কেউ কেউ পুজো নিয়ে রাজনীতি করছেন ৷ তবে নেতিবাচক রাজনীতি রাজ্যের জন্য ভালো নয় ৷ বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বার্তা মমতার (Mamata Banerjee slams oppositions from Bijoya Sammilani)। একইসঙ্গে দুর্গাপুজো কার্নিভাল নিয়ে বিরোধীদের যে প্রচার তা খারিজ করে দিয়ে মমতার বক্তব্য, দুর্গাপুজো কার্নিভাল নিয়ে কেউ কেউ প্রশ্ন করেছিল। কিন্তু এবার দুর্গাপুজোয় প্রায় 50 হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এর অধিকাংশ ক্ষেত্রেই অর্থ সরাসরি গরীব মানুষের কাছে গিয়েছে, তাই এই লেনদেন ভীষণ গুরুত্বপূর্ণ।

কেবল বিরোধীদের তোপ দেগেই এদিন ক্ষান্ত থাকেননি, বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বেশ কিছু উল্লেখযোগ্য ঘোষণাও করেছেন ৷ মমতা জানিয়েছেন, এই মুহূর্তে দেশের শিল্প-বাণিজ্যমহলের নজর বাংলার দিকে। একদিকে যেমন তাজপুর বন্দর গড়ে তুলছেন আদানিরা, একইভাবে ডানকুনি থেকে অমৃতসর পর্যন্ত ফ্রেড করিডোর তৈরি হচ্ছে। এই ফ্রেড করিডোর যে অঞ্চল দিয়ে যাবে সেই এলাকার চেহারা বদলে যাবে। এছাড়া পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়ার প্রকল্পেরও অগ্রগতি হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: তাজপুর বন্দর তৈরির জন্য আদানি গোষ্ঠীর হাতে ইচ্ছাপত্র তুলে দিল রাজ্য সরকার

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, জঙ্গলমহলকে কেন্দ্র করে প্রায় 72 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে । উল্লেখ্য, বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এদিন নিজের হাতে 'তাজপুর বন্দর ইচ্ছাপত্র' তুলে দেন আদানি গোষ্ঠীর হাতে । ছিলেন শিল্পসচিব বন্দনা এবং শিল্পমন্ত্রী শশী পাঁজাও ।

Last Updated : Oct 12, 2022, 9:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.