কলকাতা, 21 জুলাই : একুশে জুলাইয়ের মঞ্চ থেকে করোনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সরাসরি বললেন, ‘‘লজ্জা লাগে না ৷’’
বুধবার শহিদ দিবসের ভার্চুয়াল মঞ্চ থেকে মমতা অভিযোগ করলেন যে কোভিড নিয়ে দেশকে শেষ করে দিয়েছে মোদি ৷ তিনি টেনে আনেন উত্তর প্রদেশের উদাহরণ ৷ সেখানে গঙ্গায় মৃতদেহ ভাসার ঘটনার প্রসঙ্গ ৷ এর পরও মোদি উত্তর প্রদেশ সরকারের করোনা নিয়ন্ত্রণের প্রশংসা করেছেন ৷ আর সেই কারণেই মমতা বলেছেন, ‘‘লজ্জা লাগে না ৷’’
আরও পড়ুন : বিজেপিকে হারানোর লক্ষ্যে এবার দেশজুড়ে খেলা হবে, ঘোষণা মমতার
বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বিজেপি ও মোদির বিরুদ্ধে করোনা নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন মমতা ৷ বঙ্গে ভোটের জন্য করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলেও তিনি দাবি করেছিলেন ৷ এদিনও সেই একই কথা বলেছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘কোভিডের দ্বিতীয় পর্যায় নিয়ন্ত্রণ করতে পারতাম ৷ যদি সময় মতো তথ্য পেতাম ৷ সেই কাজ করার জায়গায় বাংলায় ডেলি প্যাসিঞ্জারি করেছেন ৷’’
করোনা ছাড়াও আরও একাধিক ইস্যুতে এদিন বিজেপিকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে সমস্ত বিরোধী দলকে এখন থেকেই এক জোট হওয়ার বার্তা দিয়েছেন ৷ তিনি যখন দিল্লি সফর করলেন, তখন বিজেপি বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাবও দেন তিনি ৷ এছাড়া পেগাসাস ইস্যু নিয়েও মমতা বিঁধেছেন মোদি সরকারকে ৷ সুপ্রিম কোর্টের কাছে এই নিয়ে সুয়োমোটো মামলা করার আর্জি জানিয়েছেন ৷
আরও পড়ুন : নিজেদের স্বার্থ ভুলে এক হতে হবে, বিজেপি বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাব মমতার
তাঁর আরও অভিযোগ, বিজেপি শুধু স্বৈরতন্ত্রে বিশ্বাসী ৷ তাই তিনি প্রশ্ন তুলেছেন, এটা কি গণতন্ত্র ? মমতা এদিন দাবি করেন, ভোটের পর কোনও হিংসা হয়নি রাজ্যে ৷ বিজেপি নেতারা মানবাধিকার কমিশনের সদস্য ৷ গণতন্ত্র সংকটে রয়েছে বলে দাবি করেন তিনি ৷
তাই কেন্দ্রে বিজেপিকে সরিয়ে প্রো-পিপল সরকার গড়ার আহ্বান জানিয়েছেন মমতা ৷ সঙ্গে তিনি ঘোষণা করেছেন যে এবার রাজ্যে রাজ্যে খেলা হবে স্লোগান নিয়ে ঝড় তুলবে তৃণমূল ৷
আরও পড়ুন : Martyrs' Day 21 July : শহিদ দিবস সর্বভারতীয়, দিল্লিতে 21 জুলাইয়ের মঞ্চে জয়া-চিদম্বরম-শরদরা