ETV Bharat / city

Mamata Banerjee: ফাইলটা বের করব ? বিকাশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মমতার - CPIM

জন্ম শংসাপত্র দেওয়া নিয়ে সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যের (CPIM MP Bikash Ranjan Bhattacharya) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে....ওই ফাইলটা বের করব ?’’

Mamata Banerjee Slams CPIMs Bikash Ranjan Bhattacharya on Corruption Issue
Mamata Banerjee: ফাইলটা বের করব? বিকাশকে দুর্নীতি-তোপ মমতার
author img

By

Published : Jul 21, 2022, 6:38 PM IST

কলকাতা, 21 জুলাই : শহিদ দিবসের মঞ্চ (TMCs 21 July Rally) থেকে সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (CPIM MP Bikash Ranjan Bhattacharya) নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ৷ রাজ্যসভায় সিপিএমের এই সাংসদের উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি, ‘‘আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে....ওই ফাইলটা বের করব ?’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নিয়োগ নিয়ে যে মামলাগুলি চলছে, সেই প্রসঙ্গ তোলেন ৷ জানান, 17 হাজার চাকরি তৈরি ৷ আদালতে মামলা চলছে, তাই নিয়োগ করা যাচ্ছে না ৷

সিপিএম (CPIM) আমলেও শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তাঁর দাবি, সিপিএম আমলে চাকরি দিতে 10-15 লক্ষ টাকা ঘুষ নেওয়া হত ৷ সিপিএমের মুখপত্র যাঁরা চাকরি করেন, তাঁদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হয়েছে ৷ ওই নিয়োগ সম্পূর্ণ অনৈতিকভাবে হয়েছে বলেও তিনি দাবি করেন ৷ প্রশ্ন তোলেন, কীভাবে পেয়েছিল তারা চাকরি ? কোন যোগ্যতায় পেয়েছিল ?

এর পরই তিনি বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম উল্লেখ করেন ৷ নিয়োগ দুর্নীতি নিয়ে যে বিকাশরঞ্জন মামলা করছে, সেই প্রসঙ্গই তিনি বলার চেষ্টা করেন ৷ মমতার বক্তব্য, ‘‘সিপিএমের বিকাশবাবু রোজ গিয়ে বলছে এটা কেটে দাও, ওটা কেটে দাও ৷ দেখাচ্ছে আহারে সাধুপুরুষ ৷ ভাজা মাছ উল্টে খেতে জানে না ৷’’

এর পরই বিকাশের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করেন ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নাম....ওই ফাইলটা বের করব ?’’ এই প্রসঙ্গে মমতার সংযোজন, ‘‘আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন ? আদৌ কি তারা বার্থ সার্টিফিকেট দেওয়ার যোগ্য ছিল ? ফাইলটা দেখবেন, না আমি দেখাবো ?’’

আরও পড়ুন : Ramkrishna Controversy in 21 July: রামকৃষ্ণ তৃণমূল ! শহিদ দিবসে বেফাঁস মমতার দল বিদ্ধ বিরোধীদের সমালোচনায়

কলকাতা, 21 জুলাই : শহিদ দিবসের মঞ্চ (TMCs 21 July Rally) থেকে সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (CPIM MP Bikash Ranjan Bhattacharya) নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ৷ রাজ্যসভায় সিপিএমের এই সাংসদের উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি, ‘‘আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে....ওই ফাইলটা বের করব ?’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নিয়োগ নিয়ে যে মামলাগুলি চলছে, সেই প্রসঙ্গ তোলেন ৷ জানান, 17 হাজার চাকরি তৈরি ৷ আদালতে মামলা চলছে, তাই নিয়োগ করা যাচ্ছে না ৷

সিপিএম (CPIM) আমলেও শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তাঁর দাবি, সিপিএম আমলে চাকরি দিতে 10-15 লক্ষ টাকা ঘুষ নেওয়া হত ৷ সিপিএমের মুখপত্র যাঁরা চাকরি করেন, তাঁদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হয়েছে ৷ ওই নিয়োগ সম্পূর্ণ অনৈতিকভাবে হয়েছে বলেও তিনি দাবি করেন ৷ প্রশ্ন তোলেন, কীভাবে পেয়েছিল তারা চাকরি ? কোন যোগ্যতায় পেয়েছিল ?

এর পরই তিনি বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম উল্লেখ করেন ৷ নিয়োগ দুর্নীতি নিয়ে যে বিকাশরঞ্জন মামলা করছে, সেই প্রসঙ্গই তিনি বলার চেষ্টা করেন ৷ মমতার বক্তব্য, ‘‘সিপিএমের বিকাশবাবু রোজ গিয়ে বলছে এটা কেটে দাও, ওটা কেটে দাও ৷ দেখাচ্ছে আহারে সাধুপুরুষ ৷ ভাজা মাছ উল্টে খেতে জানে না ৷’’

এর পরই বিকাশের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করেন ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নাম....ওই ফাইলটা বের করব ?’’ এই প্রসঙ্গে মমতার সংযোজন, ‘‘আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন ? আদৌ কি তারা বার্থ সার্টিফিকেট দেওয়ার যোগ্য ছিল ? ফাইলটা দেখবেন, না আমি দেখাবো ?’’

আরও পড়ুন : Ramkrishna Controversy in 21 July: রামকৃষ্ণ তৃণমূল ! শহিদ দিবসে বেফাঁস মমতার দল বিদ্ধ বিরোধীদের সমালোচনায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.