কলকাতা, 9 মে: করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । করোনা সংক্রান্ত বিষয়ে প্রায় প্রতিদিনই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তিনি । রবিবার আরও একবার প্রধানমন্ত্রীকে এই নিয়ে চিঠি লিখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।
যে ব্যক্তি বা সংস্থা করোনা অতিমারির মধ্যে রাজ্য সরকারের পাশে দাঁড়াতে চাইছে, অক্সিজেন, জীবনদায়ী ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কিত পরিকাঠামোর জিনিসপত্র দিয়ে রাজ্য সরকারকে সাহায্য করতে চাইছে, তাদের জিএসটি অথবা আমদানি শুল্কে ছাড়ের জন্য এ দিন প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি আগেও জানিয়েছেন, এটা এমন একটা পরিস্থিতি, যা রাজ্য সরকারের এককভাবে মোকাবিলা করা সম্ভব নয় । আর সে কারণেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাহায্য চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । অনেক ক্ষেত্রে বিভিন্ন এনজিও ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সাহায্যের জন্য হাত বাড়ালেও তাদের স্বাস্থ্য সংক্রান্ত সরঞ্জাম আমদানি করতে গিয়ে মোটা অঙ্কের জিএসটি ও আমদানি শুল্ক দিতে হচ্ছে । এই বিষয়টি তারা মুখ্যমন্ত্রীর নজরে এনেছিল ।
আরও পড়ুন: করোনা আবহে শূন্য শান্তিনিকেতন, কবিগুরুর জন্মদিনে বন্ধ সব অনুষ্ঠান
শুল্কের বিষয়টি কেন্দ্রের হাতে রয়েছে । জিএসটির ক্ষেত্রেও একটা অংশ কেন্দ্র পায়, তাই এ দিনের চিঠিতে কোভিড সংক্রান্ত স্বাস্থ্য সরঞ্জাম আমদানির ক্ষেত্রে সিজিএসটি এবং কাস্টম ডিউটি ছাড়ের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করেছেন, করোনার এই সংকটময় পরিস্থিতিতে কেন্দ্র এই বিষয়গুলো বিবেচনা করে রাজ্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ।