ETV Bharat / city

mamata banerjee : বাংলায় ভোটের পর কোনও রাজনৈতিক হিংসা হয়নি, দাবি মমতার - bjp news

বিজেপি ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, পুরোটাই বিজেপির গিমিক ৷ বাংলায় ভোটের পর কোনও রাজনৈতিক হিংসা হয়নি বলে দাবি করেছেন তিনি ৷

mamata banerjee says that no post poll violence in west bengal
mamata banerjee : বাংলায় ভোটের পর কোনও রাজনৈতিক হিংসা হয়নি, দাবি মমতার
author img

By

Published : Jun 17, 2021, 5:07 PM IST

Updated : Jun 17, 2021, 5:38 PM IST

কলকাতা, 17 জুন : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর কোনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি ৷ বৃহস্পতিবার নবান্ন থেকে সাফ একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধেও তোপ দেগেছেন ৷ তাঁর দাবি, পুরোটাই বিজেপির গিমিক ৷

উল্লেখ্য, গত 2 মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপি ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগ করছে ৷ বিজেপির দাবি, তাদের কর্মীদের ঘরছাড়া করা হয়েছে ৷ বাড়িঘর ভাঙচুর করা হয়েছে ৷ মারধর করা হয়েছে ৷

এই নিয়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে ৷ অন্যদিকে বিজেপির তরফে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) কাছে অভিযোগ জানানো হয়েছে ৷ সম্প্রতি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে রাজভবনে যান ৷ আর ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ করেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : দ্বিগুণ হচ্ছে কৃষকবন্ধু-র প্রাপ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায় পুরো বিষয়টিই অস্বীকার করেছেন ৷ পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাংবাদিকদের উদ্দেশ্যে ৷ জানতে চেয়েছেন, রাজনৈতিক সন্ত্রাস কি চলছে ? মমতার দাবি, ভোটের পরে রাজ্যে কোনও রাজনৈতিক হিংসা হয়নি ৷ তিনি নিজে হিংসা সমর্থন করেন না ৷ তিনি সব সময় পুলিশ, প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে বলেন ৷

যদিও পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের দিল্লি সফরের কারণ রাজনৈতিক হিংসা বলেই কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে ৷ পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে তিনি দিল্লিতে রিপোর্ট দিতে গিয়েছেন বলে খবর ৷ তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

প্রসঙ্গত, ভোট শেষ হয়ে যাওয়ার পর বেশ কয়েকটি জাতীয় কমিশনের প্রতিনিধিরা বাংলায় এসেছেন ৷ এই নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, কেন্দ্রীয় কমিশনগুলির উত্তরপ্রদেশ, গুজরাটে যাওয়া উচিত ৷ সেখানকার ভয়ানক পরিস্থিতি খতিয়ে দেখা উচিত ৷

আরও পড়ুন : দলত্যাগ ঠেকাতেই কি রাষ্ট্রপতি শাসনের ফাঁপা হুঙ্কার ?

মমতার অভিযোগ, বাংলায় হারার পরও লজ্জা নেই বিজেপির ৷ তাই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বাংলার সরকার ও মানুষকে হেনস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷

কলকাতা, 17 জুন : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর কোনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি ৷ বৃহস্পতিবার নবান্ন থেকে সাফ একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধেও তোপ দেগেছেন ৷ তাঁর দাবি, পুরোটাই বিজেপির গিমিক ৷

উল্লেখ্য, গত 2 মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপি ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগ করছে ৷ বিজেপির দাবি, তাদের কর্মীদের ঘরছাড়া করা হয়েছে ৷ বাড়িঘর ভাঙচুর করা হয়েছে ৷ মারধর করা হয়েছে ৷

এই নিয়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে ৷ অন্যদিকে বিজেপির তরফে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) কাছে অভিযোগ জানানো হয়েছে ৷ সম্প্রতি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে রাজভবনে যান ৷ আর ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ করেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : দ্বিগুণ হচ্ছে কৃষকবন্ধু-র প্রাপ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায় পুরো বিষয়টিই অস্বীকার করেছেন ৷ পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাংবাদিকদের উদ্দেশ্যে ৷ জানতে চেয়েছেন, রাজনৈতিক সন্ত্রাস কি চলছে ? মমতার দাবি, ভোটের পরে রাজ্যে কোনও রাজনৈতিক হিংসা হয়নি ৷ তিনি নিজে হিংসা সমর্থন করেন না ৷ তিনি সব সময় পুলিশ, প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে বলেন ৷

যদিও পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের দিল্লি সফরের কারণ রাজনৈতিক হিংসা বলেই কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে ৷ পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে তিনি দিল্লিতে রিপোর্ট দিতে গিয়েছেন বলে খবর ৷ তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

প্রসঙ্গত, ভোট শেষ হয়ে যাওয়ার পর বেশ কয়েকটি জাতীয় কমিশনের প্রতিনিধিরা বাংলায় এসেছেন ৷ এই নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, কেন্দ্রীয় কমিশনগুলির উত্তরপ্রদেশ, গুজরাটে যাওয়া উচিত ৷ সেখানকার ভয়ানক পরিস্থিতি খতিয়ে দেখা উচিত ৷

আরও পড়ুন : দলত্যাগ ঠেকাতেই কি রাষ্ট্রপতি শাসনের ফাঁপা হুঙ্কার ?

মমতার অভিযোগ, বাংলায় হারার পরও লজ্জা নেই বিজেপির ৷ তাই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বাংলার সরকার ও মানুষকে হেনস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷

Last Updated : Jun 17, 2021, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.