ETV Bharat / city

Mamata Meets Swamy নবান্নে মমতার সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামীর বৈঠক, তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা - National Herald Case

বৃহস্পতিবার নবান্নে সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) ৷ এই বিজেপি নেতা এদিন দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে ৷ তবে কেন এই সাক্ষাৎ, তা খোলসা করেনি কোনও পক্ষই ৷

mamata-banerjee-meeting-with-subramanian-swamy-raises-speculation
Mamata Meets Swamy নবান্নে মমতার সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামীর বৈঠক, তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা
author img

By

Published : Aug 18, 2022, 6:37 PM IST

Updated : Aug 18, 2022, 9:05 PM IST

কলকাতা, 18 অগস্ট : নবান্নে সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) ৷ বৃহস্পতিবার বিকেলে আচমকাই তিনি সেখানে হাজির হন ৷ পশ্চিমবঙ্গের শীর্ষ প্রশাসনিক ভবনে তাঁর আগমন ঘিরে শুরু হয় জল্পনা ৷

একটি সূত্র থেকে জানা গিয়েছে যে এদিন তিনি সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে ৷ বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে বৈঠক হয় ৷ পরে দু’জনের ছবিও প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ছবিটি রিটুইট করেন সুব্রহ্মণ্যম স্বামী ৷ তবে কোনও পক্ষই এই বৈঠক নিয়ে মুখ খোলেনি ৷

তবে রাজ্য রাজনীতিতে জল্পনা হল, খুব শীঘ্রই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ ৷ কারণ, বিজেপিতে (BJP) মোদি-শাহের সঙ্গে তাঁর সম্পর্ক যে অম্ল-মধুর, তা সর্বজনবিদিত ৷ তাই তিনি মোদি-শাহের কট্টর বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিতে পারেন ৷

mamata-banerjee-meeting-with-subramanian-swamy-raises-speculation
সুব্রহ্মণ্যম স্বামীর রিটুইট

যদিও এই ধরনের জল্পনা আগেও হয়েছিল ৷ মাস কয়েক আগে নয়াদিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই সময় তাঁর সঙ্গে দেখা করেছিলেন স্বামী ৷ তখনও তাঁর তৃণমূলে (Trinamool Congress) যোগদান নিয়ে জল্পনা ছড়িয়েছিল ৷ যা এখনও বাস্তবায়িত হয়নি ৷ ফলে এবারও তা হবে কি না, সেই উত্তর কেউ দিতে পারছেন না ৷

কিন্তু রাজনৈতিক মহলের একটি অংশের মতে, সুব্রহ্মণ্যম স্বামী আদতে অর্থনীতিবিদ ৷ কিন্তু রাজধানী দিল্লির রাজনৈতিক পরিসরে তাঁকে মামলাবাজ বলেই বেশি জানা যায় ৷ বিভিন্ন সময় তাঁর করা একাধিক মামলা সারা দেশে হইচই ফেলে দিয়েছিল ৷ বিশেষ করে টুজি মামলা (2G Case), ন্যাশনাল হেরাল্ড মামলা (National Herald Case), অযোধ্যা মামলা (Ayodhya Case) অন্যতম ৷

তাই রাজনৈতিক মহলের ওই অংশ মনে করছে যে এই মুহূর্তে নানা আইনি জটে জেরবার সরকার ও তৃণমূল তাঁর কাছ থেকে ‘আনঅফিসিয়ালি’ আইনি পরামর্শ নিচ্ছে ৷ সেই কারণেই হয়তো এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন ৷

আরও পড়ুন : দুর্নীতির ফাঁসে জেরবার সরকারের নতুন মন্ত্রীদের সতর্কবার্তা মমতার

কলকাতা, 18 অগস্ট : নবান্নে সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) ৷ বৃহস্পতিবার বিকেলে আচমকাই তিনি সেখানে হাজির হন ৷ পশ্চিমবঙ্গের শীর্ষ প্রশাসনিক ভবনে তাঁর আগমন ঘিরে শুরু হয় জল্পনা ৷

একটি সূত্র থেকে জানা গিয়েছে যে এদিন তিনি সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে ৷ বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে বৈঠক হয় ৷ পরে দু’জনের ছবিও প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ছবিটি রিটুইট করেন সুব্রহ্মণ্যম স্বামী ৷ তবে কোনও পক্ষই এই বৈঠক নিয়ে মুখ খোলেনি ৷

তবে রাজ্য রাজনীতিতে জল্পনা হল, খুব শীঘ্রই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ ৷ কারণ, বিজেপিতে (BJP) মোদি-শাহের সঙ্গে তাঁর সম্পর্ক যে অম্ল-মধুর, তা সর্বজনবিদিত ৷ তাই তিনি মোদি-শাহের কট্টর বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিতে পারেন ৷

mamata-banerjee-meeting-with-subramanian-swamy-raises-speculation
সুব্রহ্মণ্যম স্বামীর রিটুইট

যদিও এই ধরনের জল্পনা আগেও হয়েছিল ৷ মাস কয়েক আগে নয়াদিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই সময় তাঁর সঙ্গে দেখা করেছিলেন স্বামী ৷ তখনও তাঁর তৃণমূলে (Trinamool Congress) যোগদান নিয়ে জল্পনা ছড়িয়েছিল ৷ যা এখনও বাস্তবায়িত হয়নি ৷ ফলে এবারও তা হবে কি না, সেই উত্তর কেউ দিতে পারছেন না ৷

কিন্তু রাজনৈতিক মহলের একটি অংশের মতে, সুব্রহ্মণ্যম স্বামী আদতে অর্থনীতিবিদ ৷ কিন্তু রাজধানী দিল্লির রাজনৈতিক পরিসরে তাঁকে মামলাবাজ বলেই বেশি জানা যায় ৷ বিভিন্ন সময় তাঁর করা একাধিক মামলা সারা দেশে হইচই ফেলে দিয়েছিল ৷ বিশেষ করে টুজি মামলা (2G Case), ন্যাশনাল হেরাল্ড মামলা (National Herald Case), অযোধ্যা মামলা (Ayodhya Case) অন্যতম ৷

তাই রাজনৈতিক মহলের ওই অংশ মনে করছে যে এই মুহূর্তে নানা আইনি জটে জেরবার সরকার ও তৃণমূল তাঁর কাছ থেকে ‘আনঅফিসিয়ালি’ আইনি পরামর্শ নিচ্ছে ৷ সেই কারণেই হয়তো এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন ৷

আরও পড়ুন : দুর্নীতির ফাঁসে জেরবার সরকারের নতুন মন্ত্রীদের সতর্কবার্তা মমতার

Last Updated : Aug 18, 2022, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.