কলকাতা, 10 মে : করোনা সংকট মোকাবিলায় সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই বৈঠকে তিনি সকলকে করোনা বিধি মেনে চলার আবেদন করলেন ৷ পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের করোনা নিয়ে মানুষকে সচেতন করার কাজে এগিয়ে আসার আবেদনও করলেন তিনি ৷
সোমবার সকালে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয় ৷ সেখান থেকে মুখ্যমন্ত্রী সোজা চলে আসেন নবান্নে ৷ সেখানকার সভাঘরে একাধিক বৈঠকে তিনি অংশগ্রহণ করেন ৷ তার মধ্যে অন্যতম ছিল সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ৷
ওই বৈঠকে সংখ্যালঘু সমাজের প্রতিনিধিদের তরফে রাজ্যে ইংরেজি মাধ্যম স্কুল আরও বেশি খোলার বিষয়ে আবেদন জানানো হয় ৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা শিক্ষার আলো পৌঁছে দিতে চাই ৷ তাই প্রতিটি ব্লকে একটি করে ইংরেজি মাধ্যম স্কুল করা হবে ৷’’
একই সঙ্গে মমতার আবেদন, ইদে কম সংখ্যক লোক নিয়ে প্রার্থনার আয়োজন করা হলে, ভালো হয় ৷ এর জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ধর্মগুরু উদ্যোগী হতে হবে বলে তিনি জানান ৷ অন্যদিকে ইদের উৎসব সুষ্ঠু ভাবে যাতে পালিত হয়, সেদিকে পুলিশ-প্রশাসনকে নজর দিতেও বলেন মুখ্যমন্ত্রী ৷
এদিকে ব্যবসায়ী সম্প্রদায়ের আবেদন মেনে পোস্তা বাজারে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য মেয়ো হাসপাতালকে কোভিড হাসপাতাল করার প্রচেষ্টা করা হবে মুখ্যমন্ত্রী সোমবার জানিয়েছেন ৷ পাশাপাশি তাঁর আবেদন, বাইরে থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে আসছে, সেই চালকদের কোভিড নিয়ে নজরদারি চালাতে হবে ব্যবসায়ীদেরই ৷
নবান্নের সভাঘরে আয়োজিত ওই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন ফোরাম ফর দুর্গোৎসবের প্রতিনিধিরা ৷ তাঁদের তরফে ক্লাবগুলিতে সেফ হোম করার প্রস্তাব দেওয়া হয় ৷ অন্যদিকে পুজো কমিটিগুলিকে কোভিড যোদ্ধা গ্রুপ তৈরির আবেদন মুখ্যমন্ত্রীর ৷
আরও পড়ুন : কোভিড আবহে একসঙ্গে শপথ 43 মন্ত্রীর, ভার্চুয়াল শপথ অমিত-ব্রাত্য-রথীনের
বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের তরফে লকডাউন করা হয়নি ৷ তবে মানুষকে লকডাউনের মতো পরিস্থিতি নিজেদেরই তৈরি করতে হবে ৷ বাইরে না বেরিয়ে নিজেদের সুরক্ষিত রাখতে হবে ৷