ETV Bharat / city

ED Summons Abhishek অভিষেককে ইডির নোটিশ, মমতার জ্ঞাতার্থে হচ্ছে, কটাক্ষ সুজনের

অভিষেককে ইডির তলব সম্পর্কে মুখ্যমন্ত্রী জানতেন বলে দাবি করলেন সুজন চক্রবর্তী (Mamata Banerjee Knows that ED will Summon Abhishek) ৷ তাঁর মতে, সবকিছুই পরিকল্পিত ঘটনা ৷

mamata-banerjee-knows-that-ed-will-summon-abhishek-banerjee-says-sujan-chakraborty
Mamata Banerjee Knows that ED will Summon Abhishek Banerjee says Sujan Chakraborty
author img

By

Published : Aug 30, 2022, 2:22 PM IST

কলকাতা, 30 অগস্ট: গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথাই আজ সত্যি হয়েছে ৷ কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) ইডির নোটিশ পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর এই তলবকে পরিকল্পতি ঘটনা বলে কটাক্ষ করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Mamata Banerjee Knows that ED will Summon Abhishek) ৷ মঙ্গলবার এনিয়ে তিনি বলেন, ‘‘পচা খবর ৷ এতে নতুন কী আছে ! সবাই জানেন ৷ মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থেই সবকিছু হচ্ছে ৷’’

অভিষেককে ইডি’র তলব নিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, ‘‘ইডি নাকি নোটিশ পাঠিয়েছে ভাইপোকে ! আরে এটা কোনও খবর নাকি ৷ পচা খবর ৷ সবাই জানে, ভাইপোও জানতো ৷ গতকালই তো ভাইপো উষ্মাপ্রকাশ করেছেন ৷ আর পিসি তো জানে বটেই ৷ মুখ্যমন্ত্রী গতকালই ঘোষণা করে দিয়েছেন ৷ কার্যত তিনি ক্রোনোলজি বলে দিয়েছেন ৷ আচ্ছা মুখ্যমন্ত্রী কি জ্যোতিষী ? সবকিছুই আগে জেনে গেলেন ? নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনায় সমস্ত কিছু উঠে এসেছিল ? দু’টোর একটা তো হবেই ৷’’

তবে, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী দু’জনেই খুশি বলে কটাক্ষ করেছেন সুজন ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেই সব করিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠকে দু’জনেই খুশ ৷ সে কারণেই কি ভাইপোকে নোটিশ ? নাকি ডাকলাম, ছাড়লাম, আবার ডাকলাম । এ রকম করেই চলতে থাকবে ? কোথায় কোথায় গরুপাচার, কয়লাপাচার হয়েছে ভাইপো জানে না ? কোন অ্যাকাউন্টে কত টাকা গেল ? সবাই সব জানে ৷ মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থে সবকিছু হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী সব জানেন ৷’’

অভিষেককে ইডির নোটিশ, মমতার জ্ঞাতার্থে হচ্ছে বলে কটাক্ষ সুজনের

আরও পড়ুন: কয়লাপাচারকাণ্ডে আর্থিক তছরুপের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন ইডির

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লাপাচার কাণ্ডে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ 2 সেপ্টেম্বর সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে ৷ মূলত কয়লাপাচার কাণ্ডে বেআইনি আর্থিক লেনদেন মামলায় ইডি অভিষেককে হাজিরার নির্দেশ দিয়েছে ৷

কলকাতা, 30 অগস্ট: গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথাই আজ সত্যি হয়েছে ৷ কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) ইডির নোটিশ পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর এই তলবকে পরিকল্পতি ঘটনা বলে কটাক্ষ করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Mamata Banerjee Knows that ED will Summon Abhishek) ৷ মঙ্গলবার এনিয়ে তিনি বলেন, ‘‘পচা খবর ৷ এতে নতুন কী আছে ! সবাই জানেন ৷ মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থেই সবকিছু হচ্ছে ৷’’

অভিষেককে ইডি’র তলব নিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, ‘‘ইডি নাকি নোটিশ পাঠিয়েছে ভাইপোকে ! আরে এটা কোনও খবর নাকি ৷ পচা খবর ৷ সবাই জানে, ভাইপোও জানতো ৷ গতকালই তো ভাইপো উষ্মাপ্রকাশ করেছেন ৷ আর পিসি তো জানে বটেই ৷ মুখ্যমন্ত্রী গতকালই ঘোষণা করে দিয়েছেন ৷ কার্যত তিনি ক্রোনোলজি বলে দিয়েছেন ৷ আচ্ছা মুখ্যমন্ত্রী কি জ্যোতিষী ? সবকিছুই আগে জেনে গেলেন ? নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনায় সমস্ত কিছু উঠে এসেছিল ? দু’টোর একটা তো হবেই ৷’’

তবে, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী দু’জনেই খুশি বলে কটাক্ষ করেছেন সুজন ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেই সব করিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠকে দু’জনেই খুশ ৷ সে কারণেই কি ভাইপোকে নোটিশ ? নাকি ডাকলাম, ছাড়লাম, আবার ডাকলাম । এ রকম করেই চলতে থাকবে ? কোথায় কোথায় গরুপাচার, কয়লাপাচার হয়েছে ভাইপো জানে না ? কোন অ্যাকাউন্টে কত টাকা গেল ? সবাই সব জানে ৷ মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থে সবকিছু হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী সব জানেন ৷’’

অভিষেককে ইডির নোটিশ, মমতার জ্ঞাতার্থে হচ্ছে বলে কটাক্ষ সুজনের

আরও পড়ুন: কয়লাপাচারকাণ্ডে আর্থিক তছরুপের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন ইডির

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লাপাচার কাণ্ডে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ 2 সেপ্টেম্বর সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে ৷ মূলত কয়লাপাচার কাণ্ডে বেআইনি আর্থিক লেনদেন মামলায় ইডি অভিষেককে হাজিরার নির্দেশ দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.