ETV Bharat / city

ED Summons Abhishek অভিষেককে ইডির নোটিশ, মমতার জ্ঞাতার্থে হচ্ছে, কটাক্ষ সুজনের

author img

By

Published : Aug 30, 2022, 2:22 PM IST

অভিষেককে ইডির তলব সম্পর্কে মুখ্যমন্ত্রী জানতেন বলে দাবি করলেন সুজন চক্রবর্তী (Mamata Banerjee Knows that ED will Summon Abhishek) ৷ তাঁর মতে, সবকিছুই পরিকল্পিত ঘটনা ৷

mamata-banerjee-knows-that-ed-will-summon-abhishek-banerjee-says-sujan-chakraborty
Mamata Banerjee Knows that ED will Summon Abhishek Banerjee says Sujan Chakraborty

কলকাতা, 30 অগস্ট: গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথাই আজ সত্যি হয়েছে ৷ কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) ইডির নোটিশ পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর এই তলবকে পরিকল্পতি ঘটনা বলে কটাক্ষ করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Mamata Banerjee Knows that ED will Summon Abhishek) ৷ মঙ্গলবার এনিয়ে তিনি বলেন, ‘‘পচা খবর ৷ এতে নতুন কী আছে ! সবাই জানেন ৷ মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থেই সবকিছু হচ্ছে ৷’’

অভিষেককে ইডি’র তলব নিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, ‘‘ইডি নাকি নোটিশ পাঠিয়েছে ভাইপোকে ! আরে এটা কোনও খবর নাকি ৷ পচা খবর ৷ সবাই জানে, ভাইপোও জানতো ৷ গতকালই তো ভাইপো উষ্মাপ্রকাশ করেছেন ৷ আর পিসি তো জানে বটেই ৷ মুখ্যমন্ত্রী গতকালই ঘোষণা করে দিয়েছেন ৷ কার্যত তিনি ক্রোনোলজি বলে দিয়েছেন ৷ আচ্ছা মুখ্যমন্ত্রী কি জ্যোতিষী ? সবকিছুই আগে জেনে গেলেন ? নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনায় সমস্ত কিছু উঠে এসেছিল ? দু’টোর একটা তো হবেই ৷’’

তবে, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী দু’জনেই খুশি বলে কটাক্ষ করেছেন সুজন ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেই সব করিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠকে দু’জনেই খুশ ৷ সে কারণেই কি ভাইপোকে নোটিশ ? নাকি ডাকলাম, ছাড়লাম, আবার ডাকলাম । এ রকম করেই চলতে থাকবে ? কোথায় কোথায় গরুপাচার, কয়লাপাচার হয়েছে ভাইপো জানে না ? কোন অ্যাকাউন্টে কত টাকা গেল ? সবাই সব জানে ৷ মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থে সবকিছু হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী সব জানেন ৷’’

অভিষেককে ইডির নোটিশ, মমতার জ্ঞাতার্থে হচ্ছে বলে কটাক্ষ সুজনের

আরও পড়ুন: কয়লাপাচারকাণ্ডে আর্থিক তছরুপের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন ইডির

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লাপাচার কাণ্ডে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ 2 সেপ্টেম্বর সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে ৷ মূলত কয়লাপাচার কাণ্ডে বেআইনি আর্থিক লেনদেন মামলায় ইডি অভিষেককে হাজিরার নির্দেশ দিয়েছে ৷

কলকাতা, 30 অগস্ট: গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথাই আজ সত্যি হয়েছে ৷ কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) ইডির নোটিশ পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর এই তলবকে পরিকল্পতি ঘটনা বলে কটাক্ষ করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Mamata Banerjee Knows that ED will Summon Abhishek) ৷ মঙ্গলবার এনিয়ে তিনি বলেন, ‘‘পচা খবর ৷ এতে নতুন কী আছে ! সবাই জানেন ৷ মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থেই সবকিছু হচ্ছে ৷’’

অভিষেককে ইডি’র তলব নিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, ‘‘ইডি নাকি নোটিশ পাঠিয়েছে ভাইপোকে ! আরে এটা কোনও খবর নাকি ৷ পচা খবর ৷ সবাই জানে, ভাইপোও জানতো ৷ গতকালই তো ভাইপো উষ্মাপ্রকাশ করেছেন ৷ আর পিসি তো জানে বটেই ৷ মুখ্যমন্ত্রী গতকালই ঘোষণা করে দিয়েছেন ৷ কার্যত তিনি ক্রোনোলজি বলে দিয়েছেন ৷ আচ্ছা মুখ্যমন্ত্রী কি জ্যোতিষী ? সবকিছুই আগে জেনে গেলেন ? নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনায় সমস্ত কিছু উঠে এসেছিল ? দু’টোর একটা তো হবেই ৷’’

তবে, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী দু’জনেই খুশি বলে কটাক্ষ করেছেন সুজন ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেই সব করিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠকে দু’জনেই খুশ ৷ সে কারণেই কি ভাইপোকে নোটিশ ? নাকি ডাকলাম, ছাড়লাম, আবার ডাকলাম । এ রকম করেই চলতে থাকবে ? কোথায় কোথায় গরুপাচার, কয়লাপাচার হয়েছে ভাইপো জানে না ? কোন অ্যাকাউন্টে কত টাকা গেল ? সবাই সব জানে ৷ মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থে সবকিছু হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী সব জানেন ৷’’

অভিষেককে ইডির নোটিশ, মমতার জ্ঞাতার্থে হচ্ছে বলে কটাক্ষ সুজনের

আরও পড়ুন: কয়লাপাচারকাণ্ডে আর্থিক তছরুপের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন ইডির

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লাপাচার কাণ্ডে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ 2 সেপ্টেম্বর সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে ৷ মূলত কয়লাপাচার কাণ্ডে বেআইনি আর্থিক লেনদেন মামলায় ইডি অভিষেককে হাজিরার নির্দেশ দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.