ETV Bharat / city

মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী - 8 জানুয়ারি গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী

মেলার জন্য ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন যাবতীয় ব্যবস্থা নিয়েছে । তবে সেই ব্যবস্থা যথাপোযুক্ত কি না তা স্বয়ং খতিয়ে দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ।

Mamata Banerjee is going to gangasagar on 8th January
8 জানুয়ারি গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী
author img

By

Published : Jan 2, 2021, 9:41 AM IST

কলকাতা, 2 জানুয়ারি : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এবার নিজেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গেছে, 8 ও 9 জানুয়ারি গঙ্গাসাগরে থাকবেন তিনি । নামখানায় একটি প্রশাসনিক বৈঠকও করার কথা রয়েছে তাঁর ।

9 জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা । 16 জানুয়ারি পর্যন্ত মেলা চলবে । এবারে কোরোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সমাগম নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন । মেলার জন্য ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন যাবতীয় ব্যবস্থা নিয়েছে । তবে সেই ব্যবস্থা যথাপোযুক্ত কি না তা স্বয়ং খতিয়ে দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায় । সেই কারণে মেলা শুরুর আগের দিন অর্থাৎ 8 জানুয়ারি গঙ্গাসাগরে যাবেন তিনি । পরদিন গঙ্গাসাগরে থাকবেন । এর আগে 7 জানুয়ারি একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ।

গঙ্গাসাগর মেলার সময় তা পর্যবেক্ষণ বা পরিদর্শন করতে প্রতিবছর রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা যেতেন । কিন্তু এবছর বর্তমান পরিস্থিতি বিচার করে মন্ত্রীরা নয়, সরাসরি যাচ্ছেন মুখ্যমন্ত্রী । প্রসঙ্গত, কোরোনা পরিস্থিতির কারণে গঙ্গাসাগর মেলায় এবারে অস্থায়ী পাঁচটি হাসপাতাল তৈরি করা হচ্ছে । শয্যা থাকছে মোট 658 টি। থাকবে ব়্যাপিড টেস্টের ব্যবস্থা, কোয়ারানটাইন সেন্টার এবং সেফহোমও ।

কলকাতা, 2 জানুয়ারি : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এবার নিজেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গেছে, 8 ও 9 জানুয়ারি গঙ্গাসাগরে থাকবেন তিনি । নামখানায় একটি প্রশাসনিক বৈঠকও করার কথা রয়েছে তাঁর ।

9 জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা । 16 জানুয়ারি পর্যন্ত মেলা চলবে । এবারে কোরোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সমাগম নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন । মেলার জন্য ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন যাবতীয় ব্যবস্থা নিয়েছে । তবে সেই ব্যবস্থা যথাপোযুক্ত কি না তা স্বয়ং খতিয়ে দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায় । সেই কারণে মেলা শুরুর আগের দিন অর্থাৎ 8 জানুয়ারি গঙ্গাসাগরে যাবেন তিনি । পরদিন গঙ্গাসাগরে থাকবেন । এর আগে 7 জানুয়ারি একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ।

গঙ্গাসাগর মেলার সময় তা পর্যবেক্ষণ বা পরিদর্শন করতে প্রতিবছর রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা যেতেন । কিন্তু এবছর বর্তমান পরিস্থিতি বিচার করে মন্ত্রীরা নয়, সরাসরি যাচ্ছেন মুখ্যমন্ত্রী । প্রসঙ্গত, কোরোনা পরিস্থিতির কারণে গঙ্গাসাগর মেলায় এবারে অস্থায়ী পাঁচটি হাসপাতাল তৈরি করা হচ্ছে । শয্যা থাকছে মোট 658 টি। থাকবে ব়্যাপিড টেস্টের ব্যবস্থা, কোয়ারানটাইন সেন্টার এবং সেফহোমও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.