ETV Bharat / city

কে পোহা খাবে, কে খাবে না, সেটাও কি সরকার ঠিক করে দেবে : মমতা

আগামী মাসে CAA বিরুদ্ধে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল নেত্রী ৷ CAA-র প্রতিবাদে মানববন্ধন থেকে শুরু করে রাজ্যের সর্বত্র মৌন মিছিলের ডাক দিলেন তিনি ৷ BJP-র পোহা মন্তব্য থেকে শুরু করে অভিনন্দন যাত্রাসহ একাধিক ইশুতে মুখ খুললেন তিনি ৷

Mamata Banerjee
ফাইল ছবি
author img

By

Published : Jan 27, 2020, 1:41 PM IST

Updated : Jan 27, 2020, 8:05 PM IST

কলকাতা, 27 জানুয়ারি : নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে ছাত্র যুব কর্মশালা এসেও CAA ইশুতে বিরোধিতার জায়গা সপ্ষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অনুষ্ঠান মঞ্চ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি প্রসঙ্গে BJP-কে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো ৷ বলেন, "এক রঙে দেশ চলে না" ৷

CAA ও NRC ইশুতে শুরু থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজকের কর্মশালা থেকে রাজ্যের একাধিক এলাকায় BJP-র অভিনন্দন যাত্রাকেও কটাক্ষ করেন তিনি ৷ বললেন, "BJP-র অভিনন্দন যাত্রা না, ওটা আসলে বিসর্জন যাত্রা ৷" BJP-র পোহা ইশুতেও মুখ খুললেন তিনি ৷ বলেন, "কে পোহা খাবে, কে খাবে না, সেটাও কি সরকার ঠিক করে দেবে?" একইসঙ্গে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ ইশুতেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আজকের কর্মশালা থেকে আগামী মাসে CAA বিরুদ্ধে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল নেত্রী ৷ 5 ফেব্রুয়ারি CAA-র প্রতিবাদে মানববন্ধন এবং 6 ও 7 ফেব্রুয়ারি রাজ্যের সর্বত্র মৌন মিছিলের ডাক দিলেন তিনি ৷ একইসঙ্গে 10 থেকে 13 ফেব্রুয়ারি ছাত্র ও যুবদের এলাকার মানুষদের সঙ্গে কথা বলে CAA বিরোধী জনমত গঠন করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রত্যেক ছাত্রকে হাজারটি বাড়ি বেছে নিয়ে সেই বাড়ির মানুষদের CAA ও NRC বিষয়ে সচেতন করার কথা বলেন তিনি ৷

দেখুন ভিডিয়ো

পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টে রাজ্যের স্থান সবার আগে বলেও আজকের কর্মশালা থেকে দাবি করেন তিনি ৷ 20 হাজার মানুষের কর্মসংস্থানেরও আশ্বাস দেন তিনি ৷ দু'বছরের মধ্যে বাংলায় কর্মসংস্থান গড়ে তুলবেন বলে জানান তিনি ৷ বলেন, "সিলিকন ভ্যালির মতো আরও একটা সিলিকন ভ্যালি করছি ৷ 20 হাজার মানুষের কর্ম সংস্থান হবে ৷ তোমরা দু'বছর নিঃস্বার্থভাবে বাংলাকে গড়তে দাও ৷ তোমাদের ভবিষ্যতের দায়িত্ব আমি নেব ৷ কাউকে ঘুরতে হবে না ৷"

কলকাতা, 27 জানুয়ারি : নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে ছাত্র যুব কর্মশালা এসেও CAA ইশুতে বিরোধিতার জায়গা সপ্ষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অনুষ্ঠান মঞ্চ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি প্রসঙ্গে BJP-কে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো ৷ বলেন, "এক রঙে দেশ চলে না" ৷

CAA ও NRC ইশুতে শুরু থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজকের কর্মশালা থেকে রাজ্যের একাধিক এলাকায় BJP-র অভিনন্দন যাত্রাকেও কটাক্ষ করেন তিনি ৷ বললেন, "BJP-র অভিনন্দন যাত্রা না, ওটা আসলে বিসর্জন যাত্রা ৷" BJP-র পোহা ইশুতেও মুখ খুললেন তিনি ৷ বলেন, "কে পোহা খাবে, কে খাবে না, সেটাও কি সরকার ঠিক করে দেবে?" একইসঙ্গে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ ইশুতেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আজকের কর্মশালা থেকে আগামী মাসে CAA বিরুদ্ধে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল নেত্রী ৷ 5 ফেব্রুয়ারি CAA-র প্রতিবাদে মানববন্ধন এবং 6 ও 7 ফেব্রুয়ারি রাজ্যের সর্বত্র মৌন মিছিলের ডাক দিলেন তিনি ৷ একইসঙ্গে 10 থেকে 13 ফেব্রুয়ারি ছাত্র ও যুবদের এলাকার মানুষদের সঙ্গে কথা বলে CAA বিরোধী জনমত গঠন করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রত্যেক ছাত্রকে হাজারটি বাড়ি বেছে নিয়ে সেই বাড়ির মানুষদের CAA ও NRC বিষয়ে সচেতন করার কথা বলেন তিনি ৷

দেখুন ভিডিয়ো

পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টে রাজ্যের স্থান সবার আগে বলেও আজকের কর্মশালা থেকে দাবি করেন তিনি ৷ 20 হাজার মানুষের কর্মসংস্থানেরও আশ্বাস দেন তিনি ৷ দু'বছরের মধ্যে বাংলায় কর্মসংস্থান গড়ে তুলবেন বলে জানান তিনি ৷ বলেন, "সিলিকন ভ্যালির মতো আরও একটা সিলিকন ভ্যালি করছি ৷ 20 হাজার মানুষের কর্ম সংস্থান হবে ৷ তোমরা দু'বছর নিঃস্বার্থভাবে বাংলাকে গড়তে দাও ৷ তোমাদের ভবিষ্যতের দায়িত্ব আমি নেব ৷ কাউকে ঘুরতে হবে না ৷"

Intro:কলকাতা, ২০ জানুয়ারি : অবশেষে নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব রাজ‍্য বিধানসভায় পাশ করিনোর সিদ্ধান্ত নিলেন বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা আগে NRC ও CAB - র বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করিয়েছি। এখন আইনে পরিণত হয়েছে এই বিল। এই আইন প্রত্যাহারের দাবি নিয়ে বিধানসভায় প্রস্তাব আনা হবে।"


Body:কেরল বিধানসভায় প্রথমে পাশ হয় CAA বিরোধী আইন। কেরলে পাশ হওয়ার পরে পশ্চিমবঙ্গ সরকারের ওপরে চাপ তৈরি হয়। বাম - কংগ্রেস একযোগে সরব হয় পশ্চিমবঙ্গ বিধানসভায় এই আইন বিরোধী প্রস্তাব পাশ করাতে। তখন গড়রাজি থাকে রাজ‍্যের শাসক শিবির। কেরলের মুখ্যমন্ত্রী পিনারা বিজয়ন সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের পাশাপাশি চিঠি দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। রাজ্য বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাশ করানোর জন‍্য আবেদন রাখেন চিঠিতে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তার অবস্থানে অনড় থাকে। বেশ কিছু দিন আগে বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছিলেন, "NRC হলো গোটা অধ‍্যায়। সেটা সর্ব প্রথম রাজ‍্য বিধানসভায় পাশ করিয়েছিলাম আমরা‌ই। CAA একটা পার্ট। আর এই প্রস্তাব পাশ করানোর প্রয়োজন নেই।" অবশেষে সিদ্ধান্তের পরিবর্তন ঘটালো রাজ্যের শাসক শিবির। আজ মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, তিন থেকে চার দিনের মধ্যেই রাজ‍্য বিধানসভায় পাস করানো হবে CAA বিরোধী প্রস্তাব।" সেই সঙ্গে NRC নিয়ে তুলোধোনা করেন নরেন্দ্র মোদির সরকারকে । তিনি বলেন, " NPR দিয়ে NRC -র প্রাথমিক কাজ করতে চাইছে । NPR হলো বিপদজনক। " উল্লেখ্য, দু'দিন আগেই পঞ্জাব বিধান সভায় পাশ হয় নাগরিকত্ব বিরোধী আইন।


Conclusion:
Last Updated : Jan 27, 2020, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.