ETV Bharat / city

Self-Help Group: পুরুষদের জন্যও এবার স্বনির্ভর প্রকল্প আনছেন মমতা - Lockdown

এই প্রকল্পের আওতায় সমব্যয় ব্যাঙ্কগুলি থেকে ঋণ মিলবে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ এ ছাড়াও অন্যান্য ব্যাঙ্ককেও এর মধ্যে সংযুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি ৷ এক একটি গোষ্ঠীতে সর্বোচ্চ 10 জন করে পুরুষকে নিয়ে প্রথমে প্রকল্প শুরু হবে ৷ পরবর্তী কালে 5 জন করে লোক নিয়েও আরও ছোট ছোটও গোষ্ঠী গড়ে তোলা হবে ৷

mamata banerjee government planning to start a first self help group for men
মমতার নয়া প্রকল্প ।
author img

By

Published : Nov 18, 2021, 9:18 PM IST

কলকাতা, 18 নভেম্বর: এবার পুরুষদেরও স্বনির্ভার প্রকল্পের আওতায় আনতে উদ্যোগী হল রাজ্য সরকার । কাজের খোঁজে পরিবার ছেড়ে ভিন্ রাজ্যে চলে যেতে হয়ে বাংলার পুরুষদের । তার ভয়াবহতা লকডাউনের সময়ই টের পাওয়া গিয়েছে । সেই অভিজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্ত ।

আরও পড়ুন: Private Tution: স্কুলের শিক্ষা নয়, রাজ্যের অধিকাংশ পড়ুয়া প্রাইভেট টিউশনে নির্ভরশীল

গোটা দেশে এই প্রথম পুরুষদের জন্য এমন কোনও প্রকল্প শুরু হতে চলেছে বলে জানিয়েছেন রাজ্য স্বনির্ভর প্রকল্প বিভাগের এক আধিকারিক । তিনি জানিয়েছেন, পুরুষদের জন্য আনা এই প্রকল্পের নাম আপাতত ‘উৎপাদক গোষ্ঠী’ রাখা হবে বলে ঠিক হয়েছে ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ওই আধিকারিক বলেন, ‘‘এই প্রকল্পের আওতায় ছোট ব্যবসায় পুরুষদের নিযুক্ত করবে রাজ্য সরকার ৷ তাঁরা যাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাগুলি পান, তা-ও নিশ্চিত করবে রাজ্য ৷ খুব শীঘ্র এ জাতীয় সুযোগ-সুবিধাগুলিকে একছাতার নীচে আনা হবে , তাতে নিজেদের ব্যবসা খুলে বসতে পারবেন ৷’’

আরও পড়ুন: Deucha Pachami : দেওচা পাচামি যাওয়ার মুখে বিজেপি নেতাকে কালো পতাকা

এই প্রকল্পের আওতায় সমব্যয় ব্যাঙ্কগুলি থেকে ঋণ মিলবে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ এ ছাড়াও অন্যান্য ব্যাঙ্ককেও এর মধ্যে সংযুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি ৷ এক একটি গোষ্ঠীতে সর্বোচ্চ 10 জন করে পুরুষকে নিয়ে প্রথমে প্রকল্প শুরু হবে ৷ পরবর্তী কালে 5 জন করে লোক নিয়েও আরও ছোট ছোটও গোষ্ঠী গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি ৷ এতে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব হবে বলে আশাবাদী রাজ্য ৷

কলকাতা, 18 নভেম্বর: এবার পুরুষদেরও স্বনির্ভার প্রকল্পের আওতায় আনতে উদ্যোগী হল রাজ্য সরকার । কাজের খোঁজে পরিবার ছেড়ে ভিন্ রাজ্যে চলে যেতে হয়ে বাংলার পুরুষদের । তার ভয়াবহতা লকডাউনের সময়ই টের পাওয়া গিয়েছে । সেই অভিজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্ত ।

আরও পড়ুন: Private Tution: স্কুলের শিক্ষা নয়, রাজ্যের অধিকাংশ পড়ুয়া প্রাইভেট টিউশনে নির্ভরশীল

গোটা দেশে এই প্রথম পুরুষদের জন্য এমন কোনও প্রকল্প শুরু হতে চলেছে বলে জানিয়েছেন রাজ্য স্বনির্ভর প্রকল্প বিভাগের এক আধিকারিক । তিনি জানিয়েছেন, পুরুষদের জন্য আনা এই প্রকল্পের নাম আপাতত ‘উৎপাদক গোষ্ঠী’ রাখা হবে বলে ঠিক হয়েছে ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ওই আধিকারিক বলেন, ‘‘এই প্রকল্পের আওতায় ছোট ব্যবসায় পুরুষদের নিযুক্ত করবে রাজ্য সরকার ৷ তাঁরা যাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাগুলি পান, তা-ও নিশ্চিত করবে রাজ্য ৷ খুব শীঘ্র এ জাতীয় সুযোগ-সুবিধাগুলিকে একছাতার নীচে আনা হবে , তাতে নিজেদের ব্যবসা খুলে বসতে পারবেন ৷’’

আরও পড়ুন: Deucha Pachami : দেওচা পাচামি যাওয়ার মুখে বিজেপি নেতাকে কালো পতাকা

এই প্রকল্পের আওতায় সমব্যয় ব্যাঙ্কগুলি থেকে ঋণ মিলবে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ এ ছাড়াও অন্যান্য ব্যাঙ্ককেও এর মধ্যে সংযুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি ৷ এক একটি গোষ্ঠীতে সর্বোচ্চ 10 জন করে পুরুষকে নিয়ে প্রথমে প্রকল্প শুরু হবে ৷ পরবর্তী কালে 5 জন করে লোক নিয়েও আরও ছোট ছোটও গোষ্ঠী গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি ৷ এতে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব হবে বলে আশাবাদী রাজ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.