ETV Bharat / city

Supreme Court : সুয়োমোটো করে দেশকে 'বাঁচাতে' সুপ্রিম কোর্টকে আবেদন মমতার - 21 জুলাই

পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্টের কাছে স্বতঃপ্রণোদিত মামলা করার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ বুধবার একুশে জুলাইয়ের ভার্চুয়াল অনুষ্ঠানের মঞ্চ থেকে হাত জোড় করে এই আবেদন জানান তিনি ৷ তাঁর অভিযোগ, স্পাইওয়্য়ার ব্যবহার করে মানুষের ব্যক্তিগত পরিসরে অবাঞ্ছিত হস্তক্ষেপ করছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ রাজনৈতিক নেতা থেকে মন্ত্রী, আমলা এমনকী বিচারপতি, সকলেরই ফোন ট্যাপ করা হচ্ছে ৷ এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে যার কঠোর সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো ৷ একইসঙ্গে, শীর্ষ আদালতের বিচারপতিদের উদ্দেশে ছুঁড়ে দেন প্রশ্ন ৷ জানতে চান, তাঁরা কি নিজে থেকে এই ঘটনায় হস্তক্ষেপ করতে পারেন না ?

Mamata Banerjee demands suo moto case on Pegasus Spyware from Supreme court
নিজের স্মার্ট ফোনের ক্য়ামেরা ঢেকে দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷
author img

By

Published : Jul 21, 2021, 2:57 PM IST

Updated : Jul 21, 2021, 4:46 PM IST

কলকাতা, 21 জুলাই : ‘‘দয়া করে দেশ বাঁচান ৷’’ বুধবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে হাত জোড় করে ঠিক এই আবেদনই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ পেগাসাস কাণ্ডে (Pegasus Spyware) দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপ দাবি করলেন তিনি ৷ মমতার আর্তি, পেগাসাস কাণ্ডে হয় স্বতঃপ্রণোদিত মামলা করুক সুপ্রিম কোর্ট, আর সেটা সম্ভব না হলে সিট গঠন করে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হোক ৷

পেগাসাস বিতর্কে তোলপাড় গোটা বিশ্ব ৷ অভিযোগ, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পপতি, সাংবাদিক-সহ অসংখ্য মানুষের উপর নজরদারি চালাতে ব্যবহার করা হচ্ছে এই স্পাই সফটওয়্য়ার বা স্পাইওয়্য়ার ৷ পেগাসাসের নজরদারিতে থাকা ব্যক্তিদের যে তালিকা ফাঁস হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, তাতে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) নামও রয়েছে ৷ প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে এই প্রশান্ত কিশোরই ছিলেন তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী ৷ আর, এদিন সেই একই অভিযোগ শোনা গেল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখেও ৷

আরও পড়ুন : Pegasus Spyware : ফরাসি প্রেসিডেন্ট থেকে পাক প্রধানমন্ত্রী, পেগাসাসের নিশানায় অন্তত 14 রাষ্ট্রনেতা !

করোনা আবহে বুধবার কালীঘাট থেকেই একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভায় বক্তব্য পেশ করেন মমতা ৷ শহিদ স্মরণের পাশাপাশি দেন রাজনৈতিক বার্তাও ৷ তাঁর পরবর্তী লক্ষ্য যে চব্বিশের লোকসভা নির্বাচন, তা বোঝাতে কোনও রাখঢাক করেননি মমতা ৷ একইসঙ্গে বুঝিয়ে দেন তাঁর এবং তাঁর দলের প্রধান প্রতিপক্ষই হল বিজেপি ৷ আর এই ইস্যুতেই পেগাসাস কাণ্ড নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী ৷ তাঁর অভিযোগ, স্পাই সফটওয়্য়ার ব্যবহার করে মানুষের অন্দরমহলে ঢুকে পড়ছে কেন্দ্রীয় সরকার ৷ বেআইনিভাবে ফোন আড়ি পাতা হচ্ছে ৷

এই প্রসঙ্গে মমতা বলেন, তাঁর ফোনেও আড়ি পাতা হয়েছে ৷ আর সেই কারণেই নিজের স্মার্ট ফোনের ক্যামেরা কাগজ আর সেলোটেপ দিয়ে ঢেকে দিয়েছেন তিনি ৷ এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই সকলকে ফোনের পিছনে লাগানো কাগজের সেই তাপ্পিও দেখান মমতা ৷ পাশাপাশি, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee), প্রশান্ত কিশোর-সহ তাঁর পরিচিত সাংবাদিকদের ফোনও ট্যাপ করা হচ্ছে বলেও সরাসরি অভিযোগ করেন তিনি ৷

আরও পড়ুন : Pegasus Spyware : পেগাসাস কাণ্ডে তদন্ত শুরু করল প্যারিসের প্রসিকিউটর’স অফিস

তৃণমূল সুপ্রিমোর সাফ কথা, পেগাসাস সফটওয়্য়ার ব্যবহার করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে ৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে একমাত্র দেশের বিচারব্যবস্থাই সকলকে রক্ষা করতে পারে ৷ একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়েই হাত জোড় করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের উদ্দেশ্যে কার্যত কাতর গলায় আর্তি জানান মমতা ৷ তাঁর আবেদন, পেগাসাস কাণ্ডের নিরপেক্ষ তদন্ত করা হোক ৷ খতিয়ে দেখা হোক, কাদের কাদের মোবাইল হ্য়াক করে তথ্য চুরি করা হচ্ছে ৷ শীর্ষ আদালতের বিচারপতিদের উদ্দেশ্যে মমতা প্রশ্ন করেন, ‘‘আপনারা কি স্বতঃপ্রণোদিত মামলা করতে পারেন না ? আপনাদের উপরে সকলের ভরসা আর বিশ্বাস রয়েছে ৷ হয় আপনার স্বতঃপ্রণোদিত মামলা করুন ৷ অথবা একটা সিট গঠন করে দিন ৷ সেই সিট আপনাদেরই তত্ত্বাবধানে গোটা ঘটনা তদন্তে করে দেখুক ৷’’

মমতার সাফ বার্তা, ক্ষমতায় টিকে থাকতেই ইজ়রায়েলি সংস্থার তৈরি স্পাই সফটওয়্য়ার ব্যবহার করছে নরেন্দ্র মোদির সরকার ৷ তাঁর বক্তব্য, এভাবে মানুষের ব্যক্তিগত পরিসরে উঁকি মারা অন্যায় ৷ একইসঙ্গে, বুঝিয়ে দেন, এটাই বিজেপির সংস্কৃতি ৷ এমনকী, পেগাসাসের সঙ্গে মোদি সরকারের যোগসাজশ বোঝাতে নতুন স্লোগানও হাজির করেন মমতা ৷ বলেন, ‘‘পেগাসাস- ফেরোসাস, নরেন্দ্র মোদির নাভিশ্বাস ৷’’

কলকাতা, 21 জুলাই : ‘‘দয়া করে দেশ বাঁচান ৷’’ বুধবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে হাত জোড় করে ঠিক এই আবেদনই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ পেগাসাস কাণ্ডে (Pegasus Spyware) দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপ দাবি করলেন তিনি ৷ মমতার আর্তি, পেগাসাস কাণ্ডে হয় স্বতঃপ্রণোদিত মামলা করুক সুপ্রিম কোর্ট, আর সেটা সম্ভব না হলে সিট গঠন করে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হোক ৷

পেগাসাস বিতর্কে তোলপাড় গোটা বিশ্ব ৷ অভিযোগ, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পপতি, সাংবাদিক-সহ অসংখ্য মানুষের উপর নজরদারি চালাতে ব্যবহার করা হচ্ছে এই স্পাই সফটওয়্য়ার বা স্পাইওয়্য়ার ৷ পেগাসাসের নজরদারিতে থাকা ব্যক্তিদের যে তালিকা ফাঁস হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, তাতে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) নামও রয়েছে ৷ প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে এই প্রশান্ত কিশোরই ছিলেন তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী ৷ আর, এদিন সেই একই অভিযোগ শোনা গেল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখেও ৷

আরও পড়ুন : Pegasus Spyware : ফরাসি প্রেসিডেন্ট থেকে পাক প্রধানমন্ত্রী, পেগাসাসের নিশানায় অন্তত 14 রাষ্ট্রনেতা !

করোনা আবহে বুধবার কালীঘাট থেকেই একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভায় বক্তব্য পেশ করেন মমতা ৷ শহিদ স্মরণের পাশাপাশি দেন রাজনৈতিক বার্তাও ৷ তাঁর পরবর্তী লক্ষ্য যে চব্বিশের লোকসভা নির্বাচন, তা বোঝাতে কোনও রাখঢাক করেননি মমতা ৷ একইসঙ্গে বুঝিয়ে দেন তাঁর এবং তাঁর দলের প্রধান প্রতিপক্ষই হল বিজেপি ৷ আর এই ইস্যুতেই পেগাসাস কাণ্ড নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী ৷ তাঁর অভিযোগ, স্পাই সফটওয়্য়ার ব্যবহার করে মানুষের অন্দরমহলে ঢুকে পড়ছে কেন্দ্রীয় সরকার ৷ বেআইনিভাবে ফোন আড়ি পাতা হচ্ছে ৷

এই প্রসঙ্গে মমতা বলেন, তাঁর ফোনেও আড়ি পাতা হয়েছে ৷ আর সেই কারণেই নিজের স্মার্ট ফোনের ক্যামেরা কাগজ আর সেলোটেপ দিয়ে ঢেকে দিয়েছেন তিনি ৷ এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই সকলকে ফোনের পিছনে লাগানো কাগজের সেই তাপ্পিও দেখান মমতা ৷ পাশাপাশি, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee), প্রশান্ত কিশোর-সহ তাঁর পরিচিত সাংবাদিকদের ফোনও ট্যাপ করা হচ্ছে বলেও সরাসরি অভিযোগ করেন তিনি ৷

আরও পড়ুন : Pegasus Spyware : পেগাসাস কাণ্ডে তদন্ত শুরু করল প্যারিসের প্রসিকিউটর’স অফিস

তৃণমূল সুপ্রিমোর সাফ কথা, পেগাসাস সফটওয়্য়ার ব্যবহার করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে ৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে একমাত্র দেশের বিচারব্যবস্থাই সকলকে রক্ষা করতে পারে ৷ একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়েই হাত জোড় করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের উদ্দেশ্যে কার্যত কাতর গলায় আর্তি জানান মমতা ৷ তাঁর আবেদন, পেগাসাস কাণ্ডের নিরপেক্ষ তদন্ত করা হোক ৷ খতিয়ে দেখা হোক, কাদের কাদের মোবাইল হ্য়াক করে তথ্য চুরি করা হচ্ছে ৷ শীর্ষ আদালতের বিচারপতিদের উদ্দেশ্যে মমতা প্রশ্ন করেন, ‘‘আপনারা কি স্বতঃপ্রণোদিত মামলা করতে পারেন না ? আপনাদের উপরে সকলের ভরসা আর বিশ্বাস রয়েছে ৷ হয় আপনার স্বতঃপ্রণোদিত মামলা করুন ৷ অথবা একটা সিট গঠন করে দিন ৷ সেই সিট আপনাদেরই তত্ত্বাবধানে গোটা ঘটনা তদন্তে করে দেখুক ৷’’

মমতার সাফ বার্তা, ক্ষমতায় টিকে থাকতেই ইজ়রায়েলি সংস্থার তৈরি স্পাই সফটওয়্য়ার ব্যবহার করছে নরেন্দ্র মোদির সরকার ৷ তাঁর বক্তব্য, এভাবে মানুষের ব্যক্তিগত পরিসরে উঁকি মারা অন্যায় ৷ একইসঙ্গে, বুঝিয়ে দেন, এটাই বিজেপির সংস্কৃতি ৷ এমনকী, পেগাসাসের সঙ্গে মোদি সরকারের যোগসাজশ বোঝাতে নতুন স্লোগানও হাজির করেন মমতা ৷ বলেন, ‘‘পেগাসাস- ফেরোসাস, নরেন্দ্র মোদির নাভিশ্বাস ৷’’

Last Updated : Jul 21, 2021, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.