কলকাতা ও নয়াদিল্লি, 15 জুলাই: রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশের সেরা পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ৷ দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্যেরই কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) ৷ এই ঘটনায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷
শুক্রবার এ নিয়ে একটি টুইট করেন তিনি ৷ তাতে মমতা লেখেন, "অত্যন্ত গর্বিত ৷ এনআইআরএফ 2022-এর প্রকাশিত তালিকা অনুসারে, ভারতের সমস্ত রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম এবং কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে রয়েছে ৷ কলেজগুলির মধ্যে সেন্ট জেভিয়ার্স দেশে অষ্টম স্থান অধিকার করেছে ৷ আমাদের শিক্ষাবিদ এবং পড়ুয়াদের অভিনন্দন ৷"
-
Proud that, according to NIRF 2022 India Ranking, Jadavpur University & Calcutta University are at first and second positions among all State aided Universities in India. Among colleges, St Xavier's is 8th in the country. Congratulations to our academic fraternity & students.
— Mamata Banerjee (@MamataOfficial) July 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Proud that, according to NIRF 2022 India Ranking, Jadavpur University & Calcutta University are at first and second positions among all State aided Universities in India. Among colleges, St Xavier's is 8th in the country. Congratulations to our academic fraternity & students.
— Mamata Banerjee (@MamataOfficial) July 15, 2022Proud that, according to NIRF 2022 India Ranking, Jadavpur University & Calcutta University are at first and second positions among all State aided Universities in India. Among colleges, St Xavier's is 8th in the country. Congratulations to our academic fraternity & students.
— Mamata Banerjee (@MamataOfficial) July 15, 2022
কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য নিয়ে প্রশ্ন করা হলে স্বভাবতই আনন্দ প্রকাশ করেন উপাধ্যক্ষ সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "কলকাতা বিশ্ববিদ্যালয় যে এই জায়গা করে নিয়েছে, তার জন্য আমি গর্বিত ৷ আমাদের ছাত্রছাত্রীরা নিরলস গবেষণা ও পড়াশোনার মধ্যে ডুবে থাকেন ৷ সেটাই আমাদের সাফল্যের চাবিকাঠি।"
দেশের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মূল্যায়নের নিরিখে বাৎসরিক একটি তালিকা প্রকাশ করা হয় শিক্ষা মন্ত্রকের তরফে ৷ যার পোশাকি নাম 'ন্যাশনাল ইনস্টিটিউশনাল ব়্যাংকিং ফ্রেমওয়ার্ক' (National Institutional Ranking Framework) বা এনআইআরএফ (NIRF) ৷ 2022 সালের এই তালিকা অনুসারে, দেশের উচ্চশিক্ষা কেন্দ্রগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে আইআইটি, মাদ্রাজ (Indian Institute of Technology, Madras) ৷ শুক্রবার এই তালিকাটি প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) ৷ তাতে দেশের সেরা দ্বিতীয় ও তৃতীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে যথাক্রমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু এবং আইআইটি বম্বে ৷
আরও পড়ুন: Howrah School : বিশ্বের সেরা দশে হাওড়ার স্কুল, টুইটে অভিনন্দনবার্তা মুখ্যমন্ত্রী'র
এছাড়াও, সেরা তিন বিশ্ববিদ্যালয়গুলি হল, আইআইএসসি বেঙ্গালুরু, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া ৷ অন্যদিকে, দেশের ইঞ্জিনিয়ারিংয়ের কলেজগুলির মধ্যে সেরা তিনটি কলেজ হল, আইআইটি মাদ্রাজ, আইআইটি দিল্লি এবং আইআইটি বম্বে ৷ ফার্মাসি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্য়ে প্রথম তিনটি স্থান দখল করেছে যথাক্রমে হায়দরাবাদের ন্য়াশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্য়ান্ড রিসার্চ, পঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ৷
দেশের সেরা 10টি কলেজের মধ্যে পাঁচটিই রাজধানী দিল্লিতে অবস্থিত ৷ যার মধ্যে শীর্ষস্থান দখল করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত মিরান্ডা হাউস ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন হিন্দু কলেজ ৷ আর তৃতীয় স্থান দখল করেছে চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ ৷ দেশের সেরা মেডিক্যাল কলেজের স্বীকৃতি পেয়েছে এইমস দিল্লি (AIIMS Delhi) ৷