কলকাতা, 9 জুন : নবান্ন থেকে আচমকাই রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় । বিকেল পাঁচটায় রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে মমতা সরাসরি চলে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাতের জন্য (Mamata Banerjee at Raj Bhavan to meet Jagdeep Dhankhar)। কিন্তু কী কারণে এই সাক্ষাৎ, তা স্পষ্ট নয় । তবে রাজ্যপালকে নিজের আঁকা ছবি উপহার দেন মুখ্যমন্ত্রী ৷ উপহার পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান ধনকড় দম্পতি ৷
শুক্রবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে বাদল অধিবেশন ৷ তার আগে রাজ্যপালের সঙ্গে মমতার সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । ভুলে গেলে চলবে না, এইবারের বাদল অধিবেশনে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করার জন্য বিল পেশ করা হবে । এক্ষেত্রে মনে করা হচ্ছে, সেই বিল পেশ করার আগে রাজ্যপালকে 'কনফিডেন্সে' নেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
-
WB Chief Minister Smt. Mamata Banerjee called on the WB Governor Shri Jagdeep Dhankhar at Raj Bhawan today. pic.twitter.com/F6JPwQy9aD
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">WB Chief Minister Smt. Mamata Banerjee called on the WB Governor Shri Jagdeep Dhankhar at Raj Bhawan today. pic.twitter.com/F6JPwQy9aD
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 9, 2022WB Chief Minister Smt. Mamata Banerjee called on the WB Governor Shri Jagdeep Dhankhar at Raj Bhawan today. pic.twitter.com/F6JPwQy9aD
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 9, 2022
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসেছেন জানতে পেরে রাজভবনের সামনে ছুটে আসেন একদল চাকরিপ্রার্থী । এই মুহূর্তে যারা শহীদ মিনারের পাদদেশে অবস্থান করছিলেন । তারা চেষ্টা করছিলেন রাজভবন থেকে বেরোনোর পথে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন । কিন্তু তাদের এই ইচ্ছায় বাধা হয়ে দাঁড়ায় পুলিশ । সেখানেই শুরু হয় ধস্তাধস্তি । একরকম জোর করেই আন্দোলনকারীদের তুলে নিয়ে যায় কলকাতা পুলিশ । চাকরিপ্রার্থীদের দাবি, আমরা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সুখ-দুঃখের কথা জানাতে এসেছিলাম । পুলিশ তা হতে দিল না ।
প্রসঙ্গত, গতকালই আচমকা পুলিশের চোখে ধুলো দিয়ে নবান্নের নর্থ গেটে পৌঁছে যায় চাকরিপ্রার্থীরা । নবান্নের কাছাকাছি গিয়েই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এই অবস্থায় গতকাল মুখ পুড়েছিল পুলিশের । সে কারণেই এ দিন কোন ঝুঁকি নিতে চাননি কলকাতা পুলিশ কর্তারা । তড়িঘড়ি এই বিক্ষোভ সড়িয়ে পরিস্থিতি সামাল দেন পুলিশ ।